For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিদম্বরমের বাড়িতে জোটবার্তা নিয়েই যাওয়া হয়েছিল কিন্তু...! গোয়াতে বোমা ফাটালেন অভিষেক

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়াতে বিধানসভা ভোট। আর তা ঘিরেই ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। কংগ্রেস-বিজেপির পাশাপাশি এবার সে রাজ্যে লড়াই করছে আম আদমি পার্টি। এমনকি কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে তৃণমূল কংগ্রেসও।

  • |
Google Oneindia Bengali News

আগামী ১৪ ফেব্রুয়ারি গোয়াতে বিধানসভা ভোট। আর তা ঘিরেই ক্রমশ চড়ছে রাজনৈতিক পারদ। কংগ্রেস-বিজেপির পাশাপাশি এবার সে রাজ্যে লড়াই করছে আম আদমি পার্টি। এমনকি কাঁধে কাঁধ মিলিয়ে লড়ছে তৃণমূল কংগ্রেসও।

গোয়াতে বোমা ফাটালেন অভিষেক

এই প্রথম রাজ্যের বাইরে বিজেপিকে সমানে টক্কর দিতে লড়ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বড় চ্যালেঞ্জ অভিষেকের কাছে। আর এই অবস্থায় গোয়াতে দাঁড়িয়েই কংগ্রেসকে তীব্র আক্রমণ শানালেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। এমনকি বিজেপির সঙ্গে বোঝাপোড়ার অভিযোগেও সরব অভিষেক।

গোয়াতে ছুটে গিয়েছেন অভিষেক

বিধানসভা বিধানসভা নির্বাচনকে সামনে রেখেই সে রাজ্যে ছুটে গিয়েছেন অভিষেক। একেবারে মাঠে নেমে প্রচার সারছেন। কিন্তু বিরোধীদের অভিযোগ, তৃণমূল বিজেপিতে সুবিধা করে দিতেই নাকি গোয়াতে এসেছে। এমনকি ভোট ভাগাভাগি করছে বলেও অভিযোগ। আর এই বিষয়টিকে তুলে এনে একযোগে কংগ্রেস সহ সমস্ত বিরোধীদের জবাব ডায়মন্ডহারবারের সাংসদের।

একজোট হওয়ার ডাক দিয়েছিলেন মমতা

তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় গোয়াতে দাঁড়িয়ে সমস্ত শক্তিকে বিজেপির বিরুদ্ধে একজোট হওয়ার ডাক দিয়েছিলেন। এমনকি যাতে ভোট ভাগাভাগি না হয় সেদিকে নজর রেখেই সবাইকে এক জায়গাতে আসার কথা বলেছিলেন। কিন্তু কেউ আসেনি। এমনকি কংগ্রেসের কাছে তৃণমূলের তরফে জোট বার্তা নিয়ে যাওয়া হয়েছিল বলেও এদিন চাঞ্চল্যকর দাবি করেন অভিষেক।

জোট বার্তা নিয়ে গিয়েছিলেন

বলেন, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সহ সভাপতি পবন বর্মা ২৪ ডিসেম্বর দুপুর ১.৩০ মিনিটে পি চিদাম্বরমের বাড়ি গিয়েছিলেন। বিজেপিকে হারাতে একজোট হয়ে লড়াইয়ের বার্তা নিয়েই তিনি গিয়েছিলেন বলে দাবি অভিষেকের। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেয়নি কংগ্রেস। খালি হাতেই পবন বর্মাকে ফিরতে হয়েছে বলে দাবি তাঁর। এই বিষয়ে তিনি যদি মিথ্যা কথা বলেন তাহলে তাঁর বিরুদ্ধে মানহানি মামলা করারও হুঁশিয়ারি দেন অভিষেক। আর ২৪ ঘন্টার মধ্যে করার হুঁশিয়ারি প্রাক্তন দেশের অর্থমন্ত্রীকে।

অলআউট আক্রমণে যান অভিষেক

কার্যত এরপরেও কংগ্রেসের বিরুদ্ধে একেবারে অলআউট আক্রমণে যান অভিষেক। বলেন, কংগ্রেসকে একটা ভোট দেওয়া মানে তা বিজেপিকে দেওয়াই। আর তা না দেওয়ার জন্যে গোয়ার মানুষের কাছে আবেদন রাখেন অভিষেক। এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, বিজেপি হারাব মুখে বলা যায় কিন্তু তা কর‍তে গেলে মাঠে নামতে হয়। আর তা করতেই গোয়াতে তৃণমূল এসেছে বলে দাবি। অভিষেক এদিন বলেন, গোয়ার মানুষ পরিবর্তন চায়। আর সেই পরিবর্তন হবেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই গোয়াতে নতুন ভোর হবে বলেও দাবি তাঁর।

তোপ দেগেছেন বাংলার কংগ্রেস নেতারা

যদিও এই বিষয়ে পালটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দেগেছেন বাংলার কংগ্রেস নেতারা। বর্ষীয়ান কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য বলেন, কীসের জোট। দিনের পর দিন কংগ্রেসকে যা মুখে এসেছে তা বলে অপমান করা হয়েছে। একের পর এক কংগ্রেস নেতাকে দল ভাঙিয়ে নিয়ে যাওয়া হয়েছে। মানুষ বুঝতে পেরেছে তৃণমূলের ছক। ফলে জোট নিয়ে যা সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ঠিক বলে বলেই দাবি প্রদীপবাবুর।

English summary
goa assembly election 2022: abhishek banerjee target ex finance minister p chidambaram
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X