For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাহুলের ভুল ধরিয়ে দিল বিজেপি! ১০০ বার অনুশীলনের পরামর্শ গেরুয়া শিবিরের

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভুল ধরিয়ে দিয়ে ব্যঙ্গাত্মক পরামর্শ উড়ে এল বিজেপি শিবির থেকে।

  • |
Google Oneindia Bengali News

কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর ভুল ধরিয়ে দিয়ে ব্যঙ্গাত্মক পরামর্শ উড়ে এল বিজেপি শিবির থেকে। মিজোরামকে মণিপুর বলে সম্বোধন করে ফেলেছিলেন রাহুল। সেটাই সোশ্যাল মিডিয়ায় কাল হল তাঁর। সুযোগ পেলেই সদ্ব্যবহার করে ফেল গেরুয়া শিবির। উত্তর-পূর্ব ভারতে মিজোরামে ভোট রয়েছে। তার আগে এই ঘটনায় কিছুটা হলেও অস্বস্তিতে কংগ্রেস।

রাহুলের ভুল ধরিয়ে দিল বিজেপি! ১০০ বার অনুশীলনের পরামর্শ গেরুয়া শিবিরের

ভুলটা অবশ্য রাহুলই করেছিলেন। নিজের ফেসবুক পেজে মিজোরামের সৈনিক স্কুল সংক্রান্ত একটি পোস্ট করতে গিয়ে ভুলবশত মণিপুর নাম দিয়ে পোস্ট করে ফেলেন। এই স্কুলটিতে অর্ধশতাব্দি পরে মেয়েদের জন্যও পড়াশোনার সুবিধা করে দেওয়া হয়েছে। তা দেখেই ঝাঁপিয়ে পড়ে বিজেপি।

[আরও পড়ুন: রয়েছে হারের ভয়! রাজস্থানে বিধানসভা ধরে ধরে সমীক্ষা বিজেপির, ফলাফল দেখেই প্রার্থী বাছাই ][আরও পড়ুন: রয়েছে হারের ভয়! রাজস্থানে বিধানসভা ধরে ধরে সমীক্ষা বিজেপির, ফলাফল দেখেই প্রার্থী বাছাই ]

ভুল বুঝতে পেরে ও সমালোচনা দেখে নিজের ভুল বুঝতে পারেন কংগ্রেস সভাপতি। তিনি পোস্টটি ডিলিট করে দেন। সঠিক নাম লিখে পোস্ট করেন। যদিও বিজেপি আক্রমণের রাস্তা থেকে সরেনি। দলের আইটি সেলের প্রধান অমিত মালব্য বলেন, ইত্তর-পূর্বের প্রতি অবহেলার প্রমাণ এটি। রাহুল গান্ধী আপনি যান এবং একশো বার লিখে নিজের ভুল সংশোধন করুন।

রাহুলকে লিখতে বলা হয়, 'মিজোরাম ও মণিপুর উত্তর-পূর্ব ভারতের দুটি আলাদা রাজ্য। এটা আমি কংগ্রেস সভাপতি থাকাকালীন সবসময় মনে রাখব।'

[আরও পড়ুন:এনআরসি এফেক্ট! অসমে শানকে গাইতে বাধা, কী বলছেন বাঙালি গায়ক ][আরও পড়ুন:এনআরসি এফেক্ট! অসমে শানকে গাইতে বাধা, কী বলছেন বাঙালি গায়ক ]

এটাই অবশ্য প্রথম নয়। গতবছরে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির তালিকা প্রকাশ করেন রাহুল। এলপিজি, শস্য, ডাল, টম্যাটো, পেঁয়াজ, দুধের দাম বাড়া নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়। সেখানে দাম ঠিকঠাক ছিল না। যা নিয়ে বিতর্ক হয়।

[আরও পড়ুন:একদিনের মধ্যে অন্য মামলায় বেগম জিয়ার সাজা দ্বিগুণ হল বাংলাদেশে ][আরও পড়ুন:একদিনের মধ্যে অন্য মামলায় বেগম জিয়ার সাজা দ্বিগুণ হল বাংলাদেশে ]

English summary
‘Go and write this 100 times’ : BJP mocks Rahul Gandhi for referring to Mizoram as Manipur
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X