For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মুসলিম হওয়ায় দিল্লি মেট্রোয় বসতে জায়গা পেলেন না বৃদ্ধ

এক বয়স্ক ব্যক্তিকে মুসলিম হওয়ার দায়ে দিল্লি মেট্রোতে উঠতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে।

  • |
Google Oneindia Bengali News

নয়াদিল্লি, ২৬ এপ্রিল : ধর্মীয় ভেদাভেদকে কেন্দ্র করে ফের একবার নেতিবাচক ছবি উঠে এল দিল্লিতে। এক বয়স্ক ব্যক্তিকে মুসলিম হওয়ার দায়ে দিল্লি মেট্রোতে উঠতে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠছে।

অভিযোগ, ওই ইসলাম ধর্মীবলম্বী বৃদ্ধ ,মেট্রোতে বসতে জায়গা চাওয়ায় তাঁকে 'পাকিস্তান যাও' বলে কটুক্তি করেন দুই যুবক। তৎক্ষণাৎ আশপাশের সহযাত্রীরা ওই দুই যুবকের আচরণের তীব্র প্রতিবাদ করেন। পাশপাশি, ওই বয়স্ক ব্যক্তির কাছে ক্ষমা চাওয়ারও জন্যও বলা হয় ওই দুই যুবককে।

মুসলিম হওয়ায় দিল্লি মেট্রোয় বসতে জায়গা পেলেন না বৃদ্ধ

সহযাত্রীদের ক্ষোভের মুখে পড়ে, শেষমেশ ক্ষমা চাইতে বাধ্য হন ওই দুই যুবক। জানা গিয়েছে , মেট্রোয় উঠে ওই বয়স্ক ব্যক্তি ওই দুজন যুবককে সরে গিয়ে জায়গা করে দিতে বলেন। প্রত্যুত্তরে ওই দুই যুবক বলেন,'এই সিটটি হিন্দুস্তানিদের জন্য পাকিস্তানিদের জন্য নয়। সিটের দরকার হলে পাকিস্তান যাও।" ঘটনাস্থলে তখন উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া সেন্ট্রাল কাউন্সিল অব ট্রেড ইউনিয়নের জাতীয় সচিব সন্তোষ রায়। তিনি ঘটনার বিরোধিতা করলে, আরও দুজন যুবক তাঁর ওপর চড়াও হয়ে, তাঁর কলার ধরে বলেন 'আপনিও চলে যান পাকিস্তানে'।

ওই দুই যুবকের সঙ্গে ছিল তাঁদের পরিবারও। যুবকদের এররকম আচরণে যথেষ্ট অস্বস্তিতে পড়ে যান তাঁদের পরিবারের লোকজন। এদিকে, এই ঘটনার খবর প্রকাশ হতেই তা পাকিস্তানি সংবাদপত্রগুলিতে জায়গা করে নিয়েছে। ঘটনাকে যথেষ্ট ফলাও করে প্রচার করে চলেছএ পাক সংবাদ মাধ্যম।

English summary
Two youths allegedly refused to give up a seat reserved for senior citizens for an aged Muslim man on the Delhi Metro recently, and asked him to “go to Pakistan” if he wanted a seat. However, angry fellow passengers intervened, forcing the youngsters to eventually apologise to the elderly man.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X