For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এয়ারক্র‌্যাফ্ট ও বিমান কর্মীদের অভাবে গো এয়ারের ১৮টি বিমান বাতিল

এয়ারক্র‌্যাফ্ট ও বিমান কর্মীদের অভাবে গো এয়ারের ১৮টি বিমান বাতিল

Google Oneindia Bengali News

সুলভে পরিষেবা প্রদানকারী গো এয়ার সোমবার গোটা দেশজুড়ে তাদের ১৮টি বিমান বাতিল করেছে। কারণ এয়ারক্র‌্যাফ্ট ও বিমান কর্মীদের অভাবে। যার প্রভাব পড়েছে একশোরও বেশি যাত্রীদের ওপর। মুম্বইয়ের এই বিমান সংস্থাটি বেশিরভাগই মুম্বইয়ের বিমান বাতিল করেছে, তারপরই রয়েছে দিল্লি।

এয়ারক্র‌্যাফ্ট ও বিমান কর্মীদের অভাবে গো এয়ারের ১৮টি বিমান বাতিল


বাতিল বিমানগুলি হল জি৮৫৭৫ মুম্বই–গোয়া, জি৮৩৮১ গোয়া–মুম্বই, জি৮৩১৭ মুম্বই–বেঙ্গালুরু, জি৮৩৯৫ বেঙ্গালুরু–মুম্বই, জি৮১১৩ দিল্লি–বেঙ্গালুরু, জি ৮১১৯ বেঙ্গালুরু–দিল্লি, জি৮২০৯ দিল্লি–বাগডোগরা, জি৮২১৫ বাগডোগরা–দিল্লি, জি৮৩৮১ মুম্বই–চণ্ডীগড়, জি৮৩৮২ চণ্ডীগড়–মুম্বই, জি৮২২৭ দিল্লি–শ্রীনগর, জি৮১৯২ শ্রীনগর–দিল্লি, জি৮১৯৯৯ দিল্লি–শ্রীনগর, জি৮১৪৯ শ্রীনগর–দিল্লি, জি৮৩৭৩ পাটনা–বেঙ্গালুরু, জি৮৩৭৮ পাটনা–বেঙ্গালুরু, জি৮২৯৫ কলকাতা–ইন্দোর ও জি৮২৯৬ ইন্দোর–কলকাতা। সূত্রের খবর, এয়ারক্রাফটের অভাব ও এয়ারবাস এ৩২০ নিও প্রযুক্তিগত ত্রুটি দেখা দেওয়ায় গো এয়ার এতগুলি বিমান বাতিল করতে বাধ্য হয়েছে। যদিও বিমান সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে যে বিমান বাতিল করার পেছনে বহু কারণ রয়েছে।

বিমান সংস্থার মুখপাত্র বলেন, 'দুর্যোগপূর্ণ আবহাওয়া, দৃশ্যমানতা কম এবং দেশের বিভিন্ন অংশে সিএএ–বিরোধী আন্দোলনের কারণে বহু বিমান বাতিল হয়েছে।’‌‌ যাত্রীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হবে বলে জানায় বিমান সংস্থা। এক বিবৃতিতে বলা হয়েছে, '‌বিকল্প বিমানের ব্যবস্থা এবং বিনামূল্যে টিকিট বাতিল এবং পুনরায় বুকিংয়ের বন্দোবস্ত করা হয়েছে।’‌ যদিও বহু যাত্রী তাঁদের বিক্ষোভ উগড়ে দিয়েছে গো এয়ারের টুইটারে।

লোকসভার পর পরপর রাজ্যে মুখ থুবড়ে পড়ল বিজেপি, নতুন করে ভাবতে হবে মোদী-শাহকেলোকসভার পর পরপর রাজ্যে মুখ থুবড়ে পড়ল বিজেপি, নতুন করে ভাবতে হবে মোদী-শাহকে

English summary
Sources said that the airline is facing issues with the availability of aircraft, as its Airbus A320 Neo has been facing technical glitches,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X