For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শুধু সরকারকে বিশেষ মূল্যে ‌ভ্যাকসিনের প্রথম ১০ কোটি ডোজ বিক্রি করা হবে, স্পষ্ট জানাল সিরাম

শুধু সরকারকে বিশেষ মূল্যে ‌ভ্যাকসিনের প্রথম ১০ কোটি ডোজ বিক্রি করা হবে, স্পষ্ট জানাল সিরাম

Google Oneindia Bengali News

ভারতে করোনা ভ্যাকসিন প্রয়োগের সব রকম প্রস্তুতি তুঙ্গে। দেশে ১৬ জানুয়ারি থেকে শুরু হবে করোনা ভ্যাকসিনের টিকাকরণ। আর ইতিমধ্যেই প্রস্তুতি সেরে ফেলেছে পুনের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া। মঙ্গলবার কাকভোরেই কোভিশিল্ড নিয়ে পুনে থেকে রওনা দিয়েছে তিনটে ট্রাক। এরই মধ্যে সিরামের আদর পুনাওয়ালা জানিয়েছেন যে তাঁর সংস্থা প্রথম দশ কোটি কোভিশিল্ড ভ্যাকসিনের ডোজ বিশেষ মূল্যের বিনিময়ে ভারত সরকারের কাছে বিক্রি করবে।

শুধু সরকারকে বিশেষ মূল্যে ‌ভ্যাকসিনের প্রথম ১০ কোটি ডোজ বিক্রি করা হবে, স্পষ্ট জানাল সিরাম


আদর পুনাওয়ালা জানিয়েছেন যে সরকারের অনুরোধে এসআইআই এই দশ কোটি ডোজ ২০০ টাকা প্রতি ডোজের বিনিময়ে বিক্রি করবে। তবে এটা শুধুমাত্র ভারত সরকারের জন্য। বেসরকারি ক্ষেত্রে এই কোভিশিল্ডের প্রতিটি ডোজ সিরাম ইনস্টিটিউট হাজার টাকার বিনিময়ে বিক্রি করবে বলে জানা গিয়েছে। পুনাওয়ালা বলেন, '‌আমরা যেহেতু সাধারণ মানুষ, দুর্বল, গরীব ও স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করতে চাই তাই শুধুমাত্র সরকারের অনুরোধে দশ কোটি ডোজ ২০০ টাকা প্রতি ডোজের মূল্য হিসাবে বিক্রি করব। এরপর বেসরকারি বাজারে তা হাজার টাকা মূল্যে বিক্রি করা হবে।’‌

এদিন পুনে থেকে তিনটে ট্রাক দেশের ১৩টি রাজ্যের দিকে রওনা দিয়েছে। তাপমাত্রা নিয়ন্ত্রিত এই ৩টি ট্রাক করে ভ্যাকসিন নিয়ে যাওয়া হয় পুণের বিমানবন্দরে। সেখান থেকে একটি বিশেষ কার্গো বিমানে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয় ভারতের বিভিন্ন প্রান্তে। কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাকসিন টিকাকরণ ১৬ জানুয়ারি থেকে দেশে শুরু হবে। আদর পুনাওয়ালা এ প্রসঙ্গে বলেন, '‌গত কয়েক মাস যাবৎ পুরো দল অক্লান্ত পরিশ্রম করছিল এই দিনটার জন্য এবং এটা আমাদের কাছে স্বস্তির দিন। আম জনতার জন্য আমরা এই ভ্যাকসিনের প্রথম ১০ কোটি ডোজ বিক্রি করব ২০০ টাকার বিনিময়ে। ভ্যাকসিন পাঠানোর জন্য বহু দেশ ভারতকে অনুরোধ পাঠিয়েছে। আমরা আফ্রিকা ও অন্যান্য দেশে সরবরাহের চেষ্টা করছি। এটা নিয়ে সিরাম ও ভারত সরকার কাজ করছে।’‌ জানা গিয়েছে, আহমেদাবাদ, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, কর্ণাল, হায়দরাবাদ, বিজয়ওয়াড়া, গুয়াহাটি, লখনউ, চন্ডীগড় ও ভুবনেশ্বরে কোভিশিল্ড ভ্যাকসিন পাঠানো হয়েছে।

কৃষক বিক্ষোভ সমাধানে কমিটি গঠনের নির্দেশ, কারা রয়েছেন সেই বিশেষজ্ঞ কিমিটিতে একনজরেকৃষক বিক্ষোভ সমাধানে কমিটি গঠনের নির্দেশ, কারা রয়েছেন সেই বিশেষজ্ঞ কিমিটিতে একনজরে

English summary
Serum will sell 10 crore doses of Covishield at a special price o‌nly the Government of India
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X