For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

স্কুল ইউনিফর্ম না পরায় ছেলেদের বাথরুমে আটকে রাখা হল বালিকাকে, ঘটনায় শোরগোল

স্কুলের ইউনিফর্ম না পরে আসায় ১১ বছরের স্কুল ছাত্রীকে ছেলেদের বাথরুমে পাঠিয়ে আটকে রাখা হল।

  • |
Google Oneindia Bengali News

নিয়ম মেনে স্কুলের ইউনিফর্ম না পরে আসায় ১১ বছরের স্কুল ছাত্রীকে ছেলেদের বাথরুমে পাঠিয়ে আটকে রাখা হল। যে ঘটনা সামনে আসার পরই শোরগোল পড়ে গিয়েছে। হায়দরাবাদের স্কুলে এমন ঘটনার পরে স্কুলের শিক্ষকদের আচার-ব্যবহার নিয়ে ফের একবার প্রশ্ন উঠতে বাধ্য।

স্কুল ইউনিফর্ম না পরায় ছেলেদের বাথরুমে আটকে রাখা হল বালিকাকে

ঘটনার পরে মেয়েটির বক্তব্য ভিডিও করেন তার বাবা। সেখানে জানা গিয়েছে, স্কুলের শারীর শিক্ষার শিক্ষক ক্লাসরুমের বাইরেই মেয়েটিকে ধরে বকাবকি করেন। মেয়েটির বক্তব্য, মোট ২-৩জন শিক্ষক ছিলেন যারা তাকে ছেলেদের বাথরুমে ঢুকিয়ে দেন।

ঘটনা হল, স্কুলের ইউনিফর্মটি ভেজা থাকায় মেয়েটিকে অন্য পোশাক পরিয়ে অভিভাবক স্কুলে পাঠান। সঙ্গে কারণ জানিয়ে ডায়েরিতে নোট লিখে দেওয়া হয়। এই ঘটনা শিক্ষকদের জানালেও তারা ডায়েরির লেখা পড়েননি বা মেয়েটিকে ছেড়ে দেননি।

অভিযোগ, মেয়েটিকে পাঁচ মিনিট ছেলেদের বাথরুমে আটকে রাখা হয়। আশপাশের সমস্ত ছাত্রছাত্রীরা এই ঘটনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে। বাড়ি ফিরে আতঙ্কিত বালিকা গোটা জানায়, বলে আর কোনওদিনও স্কুলে যাবে না।

এরপরই শিশু অধিকার রক্ষার উপরে কাজ করা সংস্থার সঙ্গে যোগাযোগ করা হয়। এই ঘটনা জানার পরে এখন মানবাধিকার সংগঠনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

English summary
Girl sent to boys toilet as Punishment for not wearing proper uniform in Hyderabad School
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X