For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাস্তা খারাপ, প্রতিবাদে দুর্গা সেজে খানাখন্দে ভরে পথে হাঁটল দ্বিতীয় শ্রেণীর মেয়ে

Array

Google Oneindia Bengali News

পুজো বলে যে সবই শুধুই আনন্দের হবে তা নয়। প্রতিবাদের অঙ্গ হতে পারে দুর্গোৎসব। কলকাতায় এক মণ্ডপে দেখা গিয়েছিল এসএসসি চাকরিপ্রার্থীরা বসে প্রতিবাদ করছেন। তেমনই এক প্রতিবাদের ছবি দেখা গেল দক্ষিণ ভারতের হুবলিতে। তবে এই প্রতিবাদ চাকরিকে ঘিরে নয় এই প্রতিবাদ খারাপ রাস্তার প্রতিবাদে।

মেয়ের প্রতিবাদ

মেয়ের প্রতিবাদ

কর্ণাটকের হুবলি জেলার দ্বিতীয় শ্রেণীর মেয়ে প্রতিবাদ করল রাস্তায় নেমে এবং তা ভালো রাস্তার দাবিতে। সে সেজেছিল দুর্গা। তারপর সেই বেশেই সে হাঁটতে থাকে রাস্তার উপর দিয়ে। সে এমন রাস্তার উপর দিয়ে হাঁটে যা খানাখন্দে ভরতি। বার্তা দিতে চায় যে দুর্গা মায়ের যাত্রাপথ বড়ই কষ্টের। সন্তানরা মায়ের কষ্ট দেখে যদি রাস্তা সারিয়ে দেয়। এই বার্তা দিতেই সে এই কাজ করে।

রাস্তা খারাপ

রাস্তা খারাপ

আসলে সে এই কাজ করে সকলের নজর কাড়তে চেয়েছে যাতে রাস্তাটা ভালো হয়। সেই ভাবনা থেকেই এই কাজ বলে জানা গিয়েছে। জানা গিয়েছে ৯ বছরের বয়সী ওই মেয়ের নাম হর্ষিতা। সে রাস্তায় বেরোয় এমন দুর্গা রূপেই। হাঁটতে থাকে খানাখন্দে ভরা পথ দিয়েই। তারপর সে একটি কাদাজলে ভরতি এমনই এক বিশাল রাস্তার মাঝে গর্তে সে দাঁড়িয়ে যায়। বার্তা দিতে চায় যে রাস্তার অবস্থা কতটা খারাপ।

 কী বলছে সে?

কী বলছে সে?

সে বলেছে যে, "আমাদের রাজ্যের রাস্তা খুব খারাপ। আমরা যখন স্কুলে যাই তখন আমাদের খুব সমস্যা হয়। খুব খারাপ রাস্তা দিয়ে যেতে হয়। অটো করে যেতে গিয়ে আমাদের ভয় লাগে। খানাখন্দে আবার জমে থাকে জল। এটা আরও ভয়ঙ্কর। বোঝা যায় না গর্ত কতটা গভীর। মূলত নবরাত্রিকে মাথায় রেখেই এই প্রতিবাদ।

 নবরাত্রি

নবরাত্রি

শারদীয়া নবরাত্রিতে মা দুর্গার পুজোর উৎসব আয়োজিত হয়। এই নদিন লোকেরা দেবীর আরতি, পুজো করে থাকেন এবং মায়ের বিশেষ আশীর্বাদ পেয়ে থাকেন ।হিন্দুরা খুব খুশি মজায় এই নটি দিন কাটিয়ে দেন। এই বছর শারদীয়া উৎসব ২৬ সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে অর্থাৎ আজ থেকে। যা চলবে অক্টোবর পর্যন্ত, ৫ অক্টোবর দশমীর দিন পর্যন্ত। আর এই দিনেই দুর্গা প্রতিমা বিসর্জন হয়। নবরাত্রির এই নটি দিন দেবীকে নানানরূপে পুজো করা হয়।দেবী দুর্গা, মাতা শৈলপুত্রী, ব্রহ্মচারিণী, চন্দ্রঘন্টা, কুষ্মাণ্ডা, স্কন্দমাতা, কাত্যায়নী, কালরাত্রি, মহাগৌরী এবং সিদ্ধিদাত্রীর নয়টি রূপের পুজো হয় এইসময়ে। নবরাত্রির প্রতিটি দিন মায়ের একটি এক একটি রূপকে উৎসর্গ করে পুজো করা হয়।

English summary
protest for bad road condition by a girl of Karnataka
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X