For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দিওয়ালি উপহার, প্রশিক্ষণরত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশের হাতে তুলে দিল ভারতীয় সেনা

২০টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশের হাতে তুলে দিল ভারতীয় সেনা,

Google Oneindia Bengali News

দিওয়ালির উপহার হিসাবে ভারতীয় সেনা ২০টি সম্পূর্ণ প্রশিক্ষণরত সেনা ঘোড়া ও ১০টি বিস্ফোরণ সনাক্তকরণ কুকুর দিল বাংলাদেশের সেনাবাহিনীকে। জাহা গিয়েছে, ভারত–বাংলাদেশের সৌহার্দ্যের সম্পর্ককে আরও জোরদার করতে ও বাংলাদেশের সেনা শক্তির মনোবল বাড়াতে এই উপহার ভারতের পক্ষ থেকে দেওয়া হয়।

দিওয়ালি উপহার, প্রশিক্ষণরত ২০টি ঘোড়া ও ১০টি কুকুর বাংলাদেশের হাতে তুলে দিল ভারতীয় সেনা


জানা গিয়েছে, এই কুকুর ও ঘোড়াগুলিকে ভারতীয় সেনা উচ্চ পর্যায়ের প্রশিক্ষণ দিয়েছে। এমনকী এই প্রাণীদের পরিচালনা করার জন্য বেশ কিছু বাংলাদেশী সেনাদেরও প্রশিক্ষণ দেয় ভারতীয় সেনা। এই উপহার পেয়ে বেশ আপ্লুত বাংলাদেশ এবং এতে যে তাঁদের শক্তি কয়েক গুণ বেড়ে গিয়েছে সে বিষয়ে কোনও সন্দেহ নেই। মঙ্গলবার দুপুরে পেট্রাপোল বর্ডার সিকিউরিটি ফোর্সের ক্যাম্পে বাংলাদেশ সেনার হাতে এই উপহার তুলে দেয় ভারত।

বেনাপোল সীমান্ত দিয়ে সেই ২০টি ঘোড়া এবং ১০টি কুকুরকে নিজেদের দেশে নিয়ে যায় বাংলাদেশ। জানা গিয়েছে, প্রতিবেশী রাষ্ট্রের শক্তি বৃদ্ধি করতে এরকম আরও ৩০টি ঘোড়া ভারত গেবে বাংলাদেশকে। তবে এই ৩০টি ঘোড়া ডিসেম্বরে দেওয়া হবে। দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সুসংগঠিত করতেই এমন উপহার মোদী সরকারের।

বাংলা জয়ের লক্ষ্যে নয়া স্লোগান দিলীপের, বিহার জয়ে অক্সিজেন পেয়ে গিয়েছে বিজেপিবাংলা জয়ের লক্ষ্যে নয়া স্লোগান দিলীপের, বিহার জয়ে অক্সিজেন পেয়ে গিয়েছে বিজেপি

English summary
The Indian Army gifted 20 trained horses and 10 dogs to Bangladesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X