For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিরোধী জোটকে ধাক্কাটা দিলেন শেষ দফায়! গোরক্ষপুরের জায়ান্ট কিলারের যোগ বিজেপিতে

গোরক্ষপুরের জায়ান্ট কিলার প্রবীণ নিষাদ যোগ দিলেন বিজেপিতে। ২০১৮-র নির্বাচনের আগে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন প্রবীণ নিষাদ।

Google Oneindia Bengali News

গোরক্ষপুরের জায়ান্ট কিলার প্রবীণ নিষাদ যোগ দিলেন বিজেপিতে। ২০১৮-র নির্বাচনের আগে সমাজবাদী পার্টিতে যোগ দিয়েছিলেন প্রবীণ নিষাদ। কুড়ি বছর ধরে জিতে আসা যোগী আদিত্যনাথের আসনে সম্মিলিত বিরোধী প্রার্থী হিসেবে বিজেপির প্রার্থীকে পরাজিত করেন তিনি। সেই সম্মিলিত পথেই এসপি-বিএসপি এবারের নির্বাচনে জোট বেধেছে। যদিও সেই নেতা বৃহস্পতিবার যোগ দিয়েছেন বিজেপিতে।

বিরোধী জোটকে ধাক্কাটা দিলেন শেষ দফায়! গোরক্ষপুরের জায়ান্ট কিলার যোগ দিলেন বিজেপিতে

২০১৮-তে সমাজবাদী পার্টির অখিলেস যাদব, বহুজন সমাজপার্টির মায়াবতী জোটবদ্ধভাবে গোরক্ষপুর এবং ফুলপুরে বিজেপির বিরুদ্ধে জোটপ্রার্থী দাঁড় করান। ফুলপুর আসনটি ছিল আদিত্যনাথ সরকারে উপমুখ্যমন্ত্রী কেশব মৌর্যের। দুটি আসনেই জয়লাভ করেছিল জোট প্রার্থীরা।

[আরও পড়ুন:ভোটের মুখে তৃণমূল নেতাকে খুনের হুমকি দলেরই কর্মীর ][আরও পড়ুন:ভোটের মুখে তৃণমূল নেতাকে খুনের হুমকি দলেরই কর্মীর ]

গোরক্ষপুর আসনে সমাজবাদী পার্টির টিকিটে দাঁড় করানো হয়েছিল নিষাদ পার্টির প্রবীণ নিষাদকে। প্রবীণ নিষাদ ওবিসিভুক্ত নিষাদ সম্প্রদায়ের। প্রায় দুদশক ধরে গোরক্ষপুর আসনে সাংসদ ছিলেন যোগী আদিত্যনাথ। সেই আসনে বিজেপির পরাজয় ঘটে বিজেপির।

[আরও পড়ুন: নকুলদানা, সিরিঞ্জের পর এবার শলাকা! অনুব্রত-র নতুন 'দাওয়াই' ঘিরে জল্পনা শুরু][আরও পড়ুন: নকুলদানা, সিরিঞ্জের পর এবার শলাকা! অনুব্রত-র নতুন 'দাওয়াই' ঘিরে জল্পনা শুরু]

অখিলেশ যাদব লখনৌতে সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করেছিলেন, উত্তর প্রদেশের গোটবন্ধনে অংশ হবে নিষাদ পার্টিও।
সবাই ভেবে ছিলেন প্রবীণ নিষাদকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হবে গোরক্ষপুর থেকে। কিন্তু অখিলেশ তা করেননি। ৪৮ ঘন্টার মধ্যে নিষাদ পার্টির প্রধান দেখা করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রীর সঙ্গে। ঘোষণা করেন নিষাদ পার্টি গোটবন্ধনের অংশ হবে না।

[আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ভিডিও দেখতে হলে ক্লিক করুন এই লিঙ্কে][আরও পড়ুন:লোকসভা নির্বাচনের সমস্ত লেটেস্ট ভিডিও দেখতে হলে ক্লিক করুন এই লিঙ্কে]

গোরক্ষপুর ছাড়াও মহারাজগঞ্জ আসন নিয়ে সমাজবাদী পার্টির সঙ্গে নিষাদ পার্টির টানাপোড়েন তৈরি হয়েছিল। নিষাদ পার্টি নিজেদের পার্টির প্রতীকে লড়াই করতে চেয়েছিল। যাতে রাজি হননি অখিলেশ যাদব।

English summary
Giant killer of Gorakhpur Praveen Nishad joins BJP Praveen Nishad defeated the BJP in Gorakhpur in 2018 Lok Sabha bypolls. He was fielded by the Samajdwai Party then.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X