For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১৩৩ বছরের পুরনো সরকারি বাংলোয় ভূত! দাবি সরকারি আধিকারিকের

১৩৩ বছরের পুরনো সরকারি বাংলোয় নিশ্চিন্তে বসবাস করছে ভুতেরা। এই দাবি করেছেন আর কেউ নয় তেলঙ্গানার ওয়ারঙ্গলের আর্বান কালেক্টর।

  • |
Google Oneindia Bengali News

১৩৩ বছরের পুরনো সরকারি বাংলোয় নিশ্চিন্তে বসবাস করছে ভুতেরা। এই দাবি করেছেন আর কেউ নয় তেলঙ্গানার ওয়ারঙ্গলের আর্বান কালেক্টর। তিনি বলেছেন, সরকারের তরফে যে বাংলো তাঁকে থাকার জন্য দেওয়া হয়েছে তাতে ভুত রয়েছে। তাঁর এই দাবি স্যোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

১৩৩ বছরের পুরনো সরকারি বাংলোয় ভূত! সরকারি আধিকারিকের

ভুত বিশেষজ্ঞরা অবশ্য এখনও আর্বান কালেক্টর অম্রপালি কাতার দাবি পর্যালোচনা করার সুযোগ পাননি। যদিও তা নিয়ে সর্বত্র আলোচনা শুরু হয়ে গিয়েছে।

অম্রপালি দাবি করেছেন, তাঁর সঙ্গেই বাংলোয় ভুতও থাকে। বাংলোটি ১৩৩ বছরের পুরনো। জর্জ পালমার নামে এক ব্যক্তি বাড়িটি তৈরি করেন বলে জানা গিয়েছে। তিনি ছিলেন জনৈক সুপারিনটেনড্যান্ট ইঞ্জিনিয়ার। করিমনগর, খাম্মান ও ওয়ারঙ্গলের বিভিন্ন এলাকায় তিনি নিজামের আমলে বহু বাড়ি বানিয়েছেন।

এই প্রথম কেউ ওই বাড়িতে ভুতের উপস্থিতি টের পেয়েছেন এমন নয়। অম্রপালির আগে ওই বাংলোয় থাকা আধিকারিকরাও একই কথা স্বীকার করেছেন বলে দাবি তাঁর। এমনকী দ্বিতীয় তলায় তাঁকে শুতেও বারণ করা হয়েছে। কারণ সেখানেই নাকি ভুতের আস্তানা। তাই পুরো বাড়ি পরিষ্কার করানোর পরও অম্রপালি দোতলায় গিয়ে থাকার সাহস দেখাননি। এখন তাঁর দাবি কতদূর সত্যি তা প্রশাসনের যাচাই করার পালা।

English summary
Ghost lives in my 133-year old bungalow in Warangal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X