For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাকিস্তানকে অ্যাটম বোমার ফর্মুলা দিয়েছিলেন আবদুল কালাম! বিতর্কিত মন্তব্য যোগীরাজ্যের পুরোহিতের

Google Oneindia Bengali News

কয়েকদিন আগেই উত্তরপ্রদেশের গাজিয়াবাদের এক মন্দির খবরের শিরোনামে আসে। নেপথ্যে ছিল একটি মুসলিম ছেলের মার খাওয়ার ঘটনা। মন্দিরে জল খাওয়ায় সেখানে মার খেতে হয়েছিল মুসলিম ছেলেটিকে। এবার সেই মন্দিরেরই পুরোহিত ভারতের মুসলিমদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে শিরোনামে উঠলেন। শুধু তাই নয়, দেশের প্রাক্তন রাষ্ট্রপতি এপিজে আবদুল কালামকে নিয়েও ভিত্তিহীন অভিযোগ করেন দশনা দেবী মন্দিরের সেই পুরোহিত।

আবদুল কালামকে নিয়ে ভিত্তিহীন অভিযোগ

আবদুল কালামকে নিয়ে ভিত্তিহীন অভিযোগ

এদিন গাজিয়াবাদের সেই মন্দিরের পুরোহিত নরসিংহনাদ সরস্বতী দেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা বিখ্যাত বিজ্ঞানী প্রয়াত এপিজে আবদুল কালামকে তাঁর ধর্ম নিয়ে কটাক্ষ করেন। শুধু তাই নয়, এপিজে আবদুল কালামকে তিনি জিহাদি বলে অভিহিত করে বিতর্কে জড়িয়েছেন। এছাড়াও এপিজে আবদুল কালামকে নিয়ে ভিত্তিহীন অভিযোগও আনেন সেই পুরোহিত।

'এপিজে আবদুল কালাম জিহাদি ছিলেন'

'এপিজে আবদুল কালাম জিহাদি ছিলেন'

এদিন নরসিংহনাদ সরস্বতী বলেন, 'উচ্চস্তরে থাকা ভারতীয় কোনও মুসলিমই ভারতের সমর্থক নন। কালাম নিজে একজন জিহাদি ছিলেন।' পাশাপাশি এদিন নরসিংহনাদ ভিত্তিহীন অভিযোগ করে দাবি করেন, এপিজে আবদুল কালাম যখন ডিআরডিও প্রধান ছিলেন, তখন নাকি পাকিস্তানকে পরমাণবিক বোমার ফর্মুলা দিয়েছিলেন।

এপিজে আবদুল কালামের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ

এপিজে আবদুল কালামের বিরুদ্ধে মুসলিম তোষণের অভিযোগ

যোগীরাজ্যের এই পুরোহিত প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে সংখ্যালঘু তোষণের অভিযোগ তুলে বলেন, 'এপিজে আবদুল কালাম রাষ্ট্রপতি ভবনে একটি সেল তৈরি করেছিলেন, যেখানে দেশের যেকোনও মুসলিম তাদের অভিযোগের কথা জানাতে পারত।' এর আগে এই মন্দিরে শিরঙ্গি ননদ যাদব নামক এক ব্যক্তিকে দেখা গিয়েছিল আসিফ নামক একজন যুবককে বেধরক মারতে। কারণ সেই ছেলেটি মন্দিরে জল খেয়েছিল।

<strong><br>ডেবরায় হুমায়ুন কবীরের সমর্থনে প্রচারে তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান</strong>
ডেবরায় হুমায়ুন কবীরের সমর্থনে প্রচারে তৃণমূল কংগ্রেস সাংসদ নুসরত জাহান

<strong>পুরুলিয়ার ৭টি আসনের কোথায় এগিয়ে কোন ফুল, ভোটের আগে একনজরে পরিসংখ্যান</strong>পুরুলিয়ার ৭টি আসনের কোথায় এগিয়ে কোন ফুল, ভোটের আগে একনজরে পরিসংখ্যান

English summary
Ghaziabad temple priest accused, former Prez APJ Abdul Kalam gave Atom Bomb formula to Pakistan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X