Live Updates- শেষ মুহূর্তে বিরোধী জোট ছন্নছাড়া, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান এনডিএ-র হরিবংশ
India
oi-Debojyoti Chakraborty
By Oneindia Staff
|
২৬ বছর বাদে রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচন। যার জেরে ফের একবার সম্মুখ সমরে মোদী এবং তাঁর দলবল বনাম সোনিয়া, রাহুল, মমতা-সহ তামাম বিজেপি বিরোধীরা। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদের জন্য বিজেপি এনডিএ জোট থেকে প্রার্থী করেছে হরিবংশ নারায়ণ সিং-কে। অন্যদিকে বিরোধীদের মুখ কংগ্রেসের বি কে হরিপ্রসাদ। বলতে গেলে দুই 'হরি'-র লড়াইকে ঘিরে তপ্ত রাজধানীর রাজনীতি।
এতদিন রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে ছিলেন পি কুরিয়েন। কেরালার এই কংগ্রেস সাংসদের ডেপুটি চেয়ারম্যান পদের মেয়াদ শেষ হয়েছে। এই পরিস্থিতি নতুন চেয়ারম্যান নির্বাচিত করতে হয়। সাধারণত এই পদে নির্বাচন হয় না। মনোনিত করা হয় রাজ্যসভার কোনও এক সাংসদকে। কিন্তু, এবার রাজ্যসভায় সরকার বনাম বিরোধীদের তরজা এতটাই তুঙ্গে যে ডেপুটি চেয়ারম্যান পদেও নির্বাচন করতে হচ্ছে। ২৬ বছর আগে শেষবার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচন হয়েছিল।
I congratulate Harivansh ji on behalf of the whole house. He has been blessed with the talent of writing. He was also a favourite of former PM Chandra Shekhar ji: PM Modi #RajyaSabhaDeputyChairmanpic.twitter.com/jmySo2x6fI
রাজ্যসভার পক্ষ থেকে হরিবংশ নারায়ণ সিংহকে অভিনন্দন জানালেন নরেন্দ্র মোদী, সেইসঙ্গে নিজের ভাষণে হরিবংশ-এর সততার উচ্ছ্বসিত প্রশংসা করলেন প্রধানমন্ত্রী।
Aug 9, 2018 11:57 AM
ডেপুটি চেয়ারম্য়ান পদ রাজনৈতিক পদ নয় এবং হরিবংশ নারায়ণ সিং যেভাবে সততার সঙ্গে তাঁর জীবনধারাকে এগিয়ে নিয়ে এসেছেন তাতে তিনি এই পদের গৌরব আওর বৃদ্ধি করবেন। এমনই বললেন রাজ্য়সভায় কংগ্রেস সাংসদ গুলাম নবি আজাদ।
Aug 9, 2018 11:53 AM
PM Narendra Modi congratulates NDA Candidate Harivansh Narayan Singh who was elected as Rajya Sabha Deputy Chairman pic.twitter.com/lTy2yRpxik
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচিত হলেন এনডিএ-র হরিবংশ নারায়ণ সিং, তিনি পেয়েছেন ১২৫ ভোট।
Aug 9, 2018 11:36 AM
We are confident of our win and election result is a foregone conclusion: Harivansh Narayan Singh, NDA's candidate for the post of Rajya Sabha Deputy Chairman. pic.twitter.com/sRnJn07UG4
Looking at Congress's attitude we have decided to abstain from voting for Rajya Sabha Deputy Chairman, Congress is the biggest obstacle in Opposition's unity: AAP MP Sanjay Singh pic.twitter.com/IBxhtoLVtb
We are very confident that we have the required numbers, opposition is united: BK Hariprasad,Congress Rajya Sabha Deputy Chairman candidate pic.twitter.com/rpejZTx4IN
তাঁদের কাছে প্রয়োজনীয় নম্বর রয়েছে, জয়ের ব্যাপারেই আশাবাদী তিনি, এমনটাই জানালেন কংগ্রেস প্রার্থী বি কে হরিপ্রসাদ।
Aug 9, 2018 9:12 AM
রাজ্য়ভার ডেপুটি চেয়ারম্যান নির্বাচনের আগে কংগ্রেসের আনন্দ শর্মার সাংবাদিক সম্মেলন। পাশে ডেপুটি চেয়ারম্যান পদে কংগ্রেস প্রার্থী বি কে হরিপ্রসাদ।
Aug 9, 2018 9:10 AM
রাজ্য়সভায় মনোনয়ন পেশ করার পর ডেপুটি চেয়ারম্যান পদে এনডিএ প্রার্থী হরিবংশ নারায়ণ সিং।
Aug 9, 2018 8:27 AM
Nitish Kumar has spoken to me. We will be supporting JD(U) candidate for the Rajya Sabha deputy chairman elections: Odisha CM Naveen Patnaik pic.twitter.com/rLnPRUqW8t
রাজ্যসভার ডেপুটি চেয়ারম্য়ান পদে এনডিএ প্রার্থীকেই ভোট দেবে বিজেডি, ঘোষণা করলেন নবীন পট্টনায়েক।
Aug 9, 2018 8:13 AM
এনডিএ-র চিন্তা বাড়িয়েছে আকালি দল ও শিবসেনা। এই দুই দলই জানিয়েছে তারা ভোটদানে বিরত থাকবে। সেক্ষেত্রে এনডিও-র ভোট কমে যাবে।
Aug 9, 2018 8:13 AM
রাজ্যসভায় এআইডিএমকে-এর সদস্য সংখ্যা ১৩ ও টিআরএস-এর ৬। এনডিএ জোট এই দুই দলের ভোট পেলেও তা ঠেকবে ১১১তে।
Aug 9, 2018 8:12 AM
তামিলনাড়ুর এআইডিএমকে ও চন্দ্রশেখর রাওয়ের তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির ভোটও গুরুত্বপূর্ণ।
Aug 9, 2018 8:12 AM
রাজ্যসভায় বিজেপি-র হাতে রয়েছে ৬৯ জন সাংসদ। এনডিএ জোটের মোট সাংসদ ৯২ জন। এতেও বিজেপি-র ম্য়াজিক ফিগার পাওয়া নিয়ে সংশয় রয়েছে।
Aug 9, 2018 8:12 AM
রাজ্য়সভার ডেপুটি চেয়ারম্যান পদে জয়ের জন্য ম্যাজিক ফিগার ১২৩। বর্তমান পরিস্থিতিতে ভোটের নিয়ন্ত্রক হয়ে উঠতে পারে ওড়িশার নবীন পট্টনায়েক। যদি তার দল বিজেডি ভোটদানে বিরত থাকে তাহলে এগিয়ে যাবে বিরোধীরা। কিন্তু শেষ পাওয়া খবরে নীতিশের মধ্যস্থতায় নবীন পট্টনায়েক বিজেপি-র দিকেই ঝুঁকেছেন।
Read More
Oneindia এর ব্রেকিং নিউজের জন্য . সারাদিন ব্যাপী চটজলদপান.
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more