For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live no-confidence: ১৯৯ ব্যবধানে আস্থা ভোটে জয়ী মোদীর সরকার, বিরুদ্ধে পড়ল ১২৬টি ভোট

আজ সংসদে আস্থা ভোটের মুখোমুখি মোদী সরকার। টিডিপি-র আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হয় ১৯ জুলাই। সেদিন ছিল বাদল অধিবেশনের প্রথম দিন।

Google Oneindia Bengali News

আজ সংসদে আস্থা ভোটের মুখোমুখি মোদী সরকার। টিডিপি-র আনা অনাস্থা প্রস্তাব গৃহীত হয় ১৯ জুলাই। সেদিন ছিল বাদল অধিবেশনের প্রথম দিন। মোদী সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব নিয়ে প্রায় এককাট্টা কংগ্রেস-সহ বাকি বিরোধীরা।

আজ সংসদে আস্থা ভোট, দেশের নজর দিল্লিতে

বিরোধী শিবিরে আস্থা ভোট নিয়ে যে আতঙ্ক নেই তা নয়। কারণ, সংখ্য়ার বিচারে দেখলে বিজেপি জোট এনডিএ-র তুলনায় বিরোধীরা অনেক কম। বর্তমানে ৫৩৩-জনের লোকসভা সাংসদদের মধ্যে ৩১৫ জনই বিজেপি জোট এনডিএ।

Newest First Oldest First
11:16 PM, 20 Jul

আস্থা ভোটে জয়ী মোদীর সরকার, মোদীতে আস্থা প্রকাশ ৩২৫ জন সাংসদের, বিরুদ্ধে পড়ল মাত্র ১২৬টি ভোট, ভোটদানে বিরত থাকে শিবসেনা, আস্থা ভোটে ওয়াক আউট করেছিল বিজেডি।
10:50 PM, 20 Jul

দেশকে বিপথে চালনা করবেন না, দেশবাসীকে বোকা বানাবেন না- এই বলে বক্তব্য শেষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
10:49 PM, 20 Jul

'এনডিএ-র আমলেই দেশের ব্যাঙ্কিং ব্যবস্থা শক্তিশালী হয়েছে, অনাদায়ী ঋণ পরিশোধের পরিমাণও বেড়েছ।'- প্রধানমন্ত্রী।
10:48 PM, 20 Jul

'ডিজিটাল আর্থিক লেনদেন জন্য দেশের আর্থিক বুনিয়াদ শক্তিশালী হয়েছে, ব্যাঙ্কগুলির কাছে প্রচুর অর্থ এসেছে।'- প্রধানমন্ত্রী
10:47 PM, 20 Jul

'বিজেপি সরকারের আমলেই দেশের আর্থিক বৃদ্ধি এতটাই বেড়েছে যে সম্প্রতি আন্তর্জাতিক সংস্থাও বিশ্বের সবচেয়ে দ্রুতশীল আর্থিক বৃদ্ধির দেশ হিসাবে আমাদের অ্যাখ্যায়িত করছে।'- প্রধানমন্ত্রী
10:43 PM, 20 Jul

'কংগ্রেসের সময় লোন দেওয়া হত না মেটানোর জন্য , যার জন্য সরকারি ব্যাঙ্কগুলির আজ এই বেহাল দশা।'- প্রধানমন্ত্রী
10:41 PM, 20 Jul

'আমি অন্ধ্র্রে মানুষদের বলতে চাই তাঁদের উন্নয়নের জন্য আমরা কাজ করছি এবং উন্নয়নের জন্য যা যা সম্ভব তা করব।'- প্রধানমন্ত্রী
10:37 PM, 20 Jul

'আজ গোটা দেশ দেখছে কীভাবে চোখ খোলা হচ্ছে আর চোখ বন্ধ করা হচ্ছে'- প্রধানমন্ত্রী।
10:36 PM, 20 Jul

'আজ সারা দেশ দেখছে কি হচ্ছে'- প্রধানমন্ত্রী
10:30 PM, 20 Jul

'অনেকেই এই আস্থাভোট নিয়ে বলেছেন আমাদের কাছে কোনও নাকি নাম্বারই নেই, আর তাদের কাছে নাকি নাম্বার আছে। আস্পর্ধা কতটা ভাবুন।'- প্রধানমনন্ত্রী।
10:28 PM, 20 Jul

'সকালে তখনও ভোট শেষ হয়নি, বিতর্কও শেষ হয়নি, একজন এসে আমাকে বলল ওঠ-ওঠ- ক্ষমতায় আসার এত তাড়া কিসের? আমি এই লোকটাকে বলতে চাই আমাদের যাঁরা নির্বাচিত করেছেন তারা সাধারণ মানুষ। আর এভাবেই আমরা এখানে এসেছি।'- প্রধানমন্ত্রী
10:17 PM, 20 Jul

'ডোকালাম নিয়ে আজ এক নেতা বহু কথা বলছিলেন, কিন্তু এই নেতাই নিজের সেনাবাহিনী নয় চিনা রাষ্ট্রদূতের কথায় বেশি ভরসা রেখেছিলেন।'- প্রধানমন্ত্রী।
10:16 PM, 20 Jul

যেখানে গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছে সে সব রাজ্য কংগ্রেসের সংগঠন তলানিতে গিয়ে ঠেকেছে, দাবি নরেন্দ্র মোদীর।
10:15 PM, 20 Jul

'ভোট আর ক্ষমতার জন্য অন্ধ্রকে দুখণ্ড করেছে কংগ্রেস, ভেবেছিল একটা রাজ্যের ক্ষমতা হাতে আসবে, কিন্তু দুই রাজ্যের ক্ষমতাই হাতের বাইরে চলে গিয়েছে'- প্রধানমন্ত্রী
10:14 PM, 20 Jul

অন্ধ্রপ্রদেশ ভেঙে তেলেঙ্গানা রাজ্য গঠনের জন্য কংগ্রসকেই দায়ী করলেন নরেন্দ্র মোদী।
10:14 PM, 20 Jul

'এমন অবস্থা যে শিবশক্তি নিয়ে এখন প্রকাশ্যে কথা বলতে হচ্ছে, আমিও শিবের প্রার্থনা করি, আমি প্রার্থনা করছি ২০২৪ সালে আপনি আরও শক্তিশালী হয়ে যাতে আরও একটা অনাস্থা প্রস্তাব নিয়ে আসতে পারেন।'-প্রধানমন্ত্রী
10:10 PM, 20 Jul

'কংগ্রেসের একটা পরিবারের ইচ্ছা বজায় রাকার জন্য বারবার দেশকে নির্বাচনের মধ্য়ে ঠেলে দেওয়া হয়েছে, এর জবাব কে দেবে?'- প্রধানমন্ত্রী
10:08 PM, 20 Jul

'আমাকে বলা হয়েছে আমি চৌকিদার নই ভাগীদার, আমি ভাগীদার হতে পারি কিন্তু কংগ্রেসের মতো সওদাগর নই, ঠিকাদার নই।'- প্রধানমন্ত্রী।
10:07 PM, 20 Jul

'সুতরাং আমি তো বাইরের একজন, সেখানে কংগ্রেসের কারোর চোখে চোখ রাখার সাহস দেখায় কী করে'- প্রধানমন্ত্রী
10:04 PM, 20 Jul

'কংগ্রেসের অন্দরে এই চোখে চোখ রাখার পরিণতি কী হয় তার প্রচুর ইতিহাস রয়েছে, সুভাষচন্দ্র বসু থেকে মোরাজি দেশাই, সর্দার বল্লভভাই প্যাটেল, প্রণব মুখোপাধ্যায়- যাঁরাই চোখে চোখ রাখার চেষ্টা করেছেন তাদের কী পরিণতি হয়েছে সকলেই জানে।'- নরেন্দ্র মোদী।
10:02 PM, 20 Jul

রাহুল গান্ধীর 'আঁখ মে আঁখ ডালনে কি' মন্তব্যে পাল্টা আক্রমণ নরেন্দ্র মোদীর।
10:00 PM, 20 Jul

'সরকার টেকানোর জন্য কংগ্রেস দু'দুবার টাকা বিলিয়েছিল, দেশের জনতার বিশ্বাসকে এভাবেই বারবার দুমড়ে-মুচড়ে দিয়েছে কংগ্রেস।'- প্রধানমন্ত্রী
9:59 PM, 20 Jul

'জওয়ানরা যেখানে নিজের জীবনের ঝুঁকি নিয়ে এমন এক অপারেশন করলেন দেশের জন্য ঝুমলা স্ট্রাইক বলে তাঁদের অপমান করা হয়েছে, আমাকে যত ইচ্ছা আক্রমণ করুন, অপমান করুন, কিন্তু দেশের জন্য জীবন দেওয়া সেনা জওয়ানদের নিয়ে কটুক্তি করলে বরদাস্ত করব না।'- নরেন্দ্র মোদী।
9:57 PM, 20 Jul

'সার্জিকাল স্ট্রাইক'কে 'ঝুমলা স্ট্রাইক' বলায় রাহুলকে কড়া আক্রমণ নরেন্দ্র মোদীর।
9:55 PM, 20 Jul

প্রতিরক্ষাক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলে সেনা-জওয়ানদের আঘাত করা হয়েছে, রাহুলের বিরুদ্ধে অভিযোগ আনলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
9:54 PM, 20 Jul

'রাফায়েল' নিয়ে রাহুলের অভিযোগের উত্তর দিলেন প্রধানমন্ত্রী, 'এই চুক্তি কোনও রাজনৈতিক দলের মধ্যে হয়নি, এটা হয়েছে দু'টি দায়িত্বশীল দেশের মধ্যে, এই ধরনের চুক্তি নিয়ে বাচ্চামো এবার বন্ধ হোক'- প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
9:53 PM, 20 Jul

'রাফায়েল' মন্তব্যে আক্রমণ নরেন্দ্র মোদী, 'আর কতদিন বাচ্চামো করতে থাকবেন, এমন মন্তব্য করলেন যে দুই দেশের সরকারকে বিবৃতি জারি করতে হল, এটা কী ধরনের বাচ্চামো হচ্ছে'- নরেন্দ্র মোদী
9:52 PM, 20 Jul

'বিচার বিভাগ থেকে শুরু করে নির্বাচন কমিশন, আরবিআই-এ কোনও বিশ্বাসই নেই কংগ্রেসের'- নরেন্দ্র মোদী
9:04 PM, 20 Jul

আগে কি হার স্বীকার কংগ্রেসের, কমলনাথের অনুপস্থিতিতে প্রশ্ন, ভোপালে বন্যা দুর্গতদের পাশে কমলনাথ, আস্থা বিতর্কে কেন থাকলেন না, প্রশ্নে জানালেন ৩৮ বছর ধরে সংসদে অসংখ্য আস্থা ভোট দেখেছেন।
6:41 PM, 20 Jul

এই চুক্তি যে প্রকাশ্যে আনা যাবে তা নিয়ে দুই রাষ্ট্রই আইনগতভাবে দায়বদ্ধ, এই চুক্তি প্রকাশ্যে এলে ভারত ও ফ্রান্সের প্রতিরক্ষা ক্ষেত্রের ক্ষতি হবে। জানিয়েছে ফ্রান্স।
READ MORE

English summary
Modi Government is facing no-confidence motion today. Click here to get the live updates.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X