For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live Bharat Bandh- বনধের হিংসাকে নিশানা বিজেপি-র, মোদীর কাছে কং-বন্ধু কুমারস্বামী

তেলের দামে লাগাতার বৃদ্ধিতে আজ ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস। এই বনধে সামিল হয়েছে বামদলগুলির সঙ্গে সঙ্গে অধিকাংশ মোদী বিরোধী শক্তি।

Google Oneindia Bengali News

তেলের দামে লাগাতার বৃদ্ধিতে আজ ভারত বনধের ডাক দিয়েছে কংগ্রেস। এই বনধে সামিল হয়েছে বামদলগুলির সঙ্গে সঙ্গে অধিকাংশ মোদী বিরোধী শক্তি। পশ্চিমবঙ্গে বনধ সর্বাত্মক করতে বদ্ধপরিকর কংগ্রেস ও বামেরা। কিন্তু, এই বনধের বিরোধিতা করছে পশ্চিমবঙ্গ সরকার। তাই বনধের মধ্যে জনজীবনকে স্বাভাবিক রাখতে নানা ব্যবস্থা নিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

দেশজুড়ে চলছে বনধ, কড়া নিরাপত্তার বন্দোবস্ত

বনধ-এ সামিল হয়েছে মহারাষ্ট্র নবনির্মাণ সেনা। এই দলের প্রধান রাজ থাকরে দলের সমস্ত কর্মী ও সমর্থককে আহ্বান করেছেন বনধ সর্বাত্মক করতে। রাজ থাকরে জানিয়েছেন, সময় এসেছে বিজেপি-কে বোঝানোর। অন্যদিকে, ওড়িশা-য় ঝামেলা এড়াতে আজ সমস্ত স্কুল ও কলেজে ছুটি ঘোষণা করা হয়েছে।

রাজঘাট থেকে রামলিলা ময়দান পর্যন্ত রাহুলের মিছিল, দেখুন লাইভ

Newest First Oldest First
1:14 PM, 10 Sep

'ভারতের কোথাও বনধ হচ্ছে না, বরং ভারত এগোচ্ছে, কংগ্রেসের এইসব দূরভিসন্ধি সকলের জানা আছে।', ভারত বনধের প্রতিক্রিয়ায় বিজেপি সাংসদ মুক্তার আব্বাস নকভি।
1:13 PM, 10 Sep

'বিজেপি বিরোধী দলগুলি হতাশ হয়ে পড়েছে, আর এর জন্য হতাশাগ্রস্ত বিজেপি বিরোধী দলগুলির নেতারা এভাবে দেশতকে অচল করার চেষ্টা করছেন।'- বললেন যোগী আদিত্যনাথ।
1:11 PM, 10 Sep

'বিজেপি সরকারের গর্ব করা উচিত যে ভারত বনধ যেখানে পালিত হচ্ছে সেদিনও তেলের দাম বাড়াতে পিছপা হয়নি', অভিযোগ অখিলেশ যাদব।
1:10 PM, 10 Sep

দিল্লির রামলীলা ময়দানে সহযোগী রাজনৈতিক দলগুলির প্রতিনিধির সঙ্গে রাহুল-সহ কংগ্রেস নেতারা।
1:09 PM, 10 Sep

দিল্লিতে গরুর গাড়িতে মোটর বাইক তুলে নিয়ে তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে প্রতিবাদ।
1:09 PM, 10 Sep

দিল্লিতে ভারত বনধের সমর্থনে রাস্তায় নামলেন সিপিএম-এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি।
12:50 PM, 10 Sep

কর্ণাটকে কেন্দ্রীয় সরকারের নীতির বিরুদ্ধে ভারত বনধে সামিল হয়েছে জেডিএস, আর তখনই দিল্লিতে মোদীর সঙ্গে বন্যা ত্রাণে কেন্দ্রীয় অর্থ সাহায্য পেতে ফুল নিয়ে দরবারে এইচ ডি কুমারস্বামী।
12:47 PM, 10 Sep

দিল্লিতে ভারত বনধের মিছিলে রাস্তায় নামলেন শিখ দাঙ্গায় অভিযুক্ত কংগ্রেস নেতা সজ্জন কুমার।
11:55 AM, 10 Sep

দিল্লিতে কংগ্রেস সেবাদলের মিছিলের প্রস্তুতি।
11:54 AM, 10 Sep

রামলীলা ময়দানে ভাষণ দিচ্ছেন রাহুল গান্ধী।
11:53 AM, 10 Sep

কর্ণাটকে বনধ সমর্থনকারীদের বিক্ষোভ ও মিছিল।
11:52 AM, 10 Sep

বিহারে তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসেরে বিক্ষোভ।
11:51 AM, 10 Sep

বনধের সমর্থনে রাস্তায় বসে পড়লেন কংগ্রেস সেবাদলের সদস্যরা।
11:26 AM, 10 Sep

মুম্বইয়ের অন্ধেরি স্টেশনে রেল রোকো আন্দোলন প্রতিহত করতে পুলিশে পুলিশে ছয়লাপ।
11:26 AM, 10 Sep

'এই সরকার এমনকিছু পদক্ষেপ গ্রহণ করেছে যয়া দেশের পক্ষে ভালো নয়, সময় এসেছে এই সরকারকে বদলে ফেলার।', রামলীলা ময়দানে বললেন মনমোহন সিং।
11:24 AM, 10 Sep

পাটনায় কাঁধে মোটরবাইক তুলে প্রতিবাদ লোকতান্ত্রিক জনতা দলের।
11:23 AM, 10 Sep

মুম্বইয়ের পেরেলে মহারাষ্ট্র নব নির্মাণ সেনার কর্মী ও সমর্থকরা জোর করে দোকান বন্ধ করাচ্ছেন।
11:22 AM, 10 Sep

উজ্জয়নে পেট্রল পাম্পে কংগ্রেস কর্মী ও সমর্থকদের হামলা, ভাঙচুর।
11:21 AM, 10 Sep

পাটনাতে হিংসাত্মক হয়ে উঠল ভারত বনধের কর্মসূচি, রাস্তার উপরে গার্ড রেল ফেলে দিয়ে কংগ্রেস কর্মী-সমর্থকদের তাণ্ডব।
10:32 AM, 10 Sep

রামলীলা ময়দানে কংগ্রেসের সভায় মনমোহন সিং, সনিয়া গান্ধীরা।
10:32 AM, 10 Sep

অন্ধেরিতে কংগ্রেসে রেল রোকো কর্মসূচি, মোতায়েন পুলিশ বাহিনী।
10:17 AM, 10 Sep

কেরলের কাসাগোড়ে কংগ্রেসের মিছিল।
10:15 AM, 10 Sep

ভারত বনধে মণিপুরের বিষ্ণুপুর জেলার মইরং বাজারের ছবি, টুই করেছে কংগ্রেস সেবা দল।
10:14 AM, 10 Sep

কার আমলে কত দাম, হিসাব পেশ করে টুইট কংগ্রেসের।
10:13 AM, 10 Sep

কংগ্রেসের রেল রোকো কর্মসূচি।
10:09 AM, 10 Sep

কতটা দামি মোদী সরকার, টুইটারে এমন হিসাবই পেশ করেছে কংগ্রেস।
10:08 AM, 10 Sep

অশোকনগরে কংগ্রেসের ভারত বনধ কর্মসূচি।
10:06 AM, 10 Sep

ভারত বনধ উপলক্ষে জয়পুরে কঠোর করা হয়েছে নিরাপত্তা।
10:04 AM, 10 Sep

তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারত বনধের দিনে রামলীলা ময়দানে কংগ্রেসের সভা, হাজির জেডিইউ-এর সাংসদ শাদর যাদব, রয়েছেন আপ, আরজেডি-র প্রতিনিধিরাও।
10:03 AM, 10 Sep

ছত্তিশগঢ়ে তেলের মূল্যবৃদ্ধি নিয়ে কংগ্রেসের প্রতিবাদ।
READ MORE

English summary
Congress was the first party to call this Bharat Bandh to show the protest against the increasing price of Oil. Last couple of days Oil Prices has gone up and currently people fearing that it would touch rupees 100 very soon. Most of the BJP opposition parties have supported this Bandh.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X