For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live- তিন তলাক নিয়ে লোকসভায় জোর বিতর্ক, কংগ্রেসের ওয়াক আউট সত্ত্বেও বিল পাস

সংশোধিত তিন তালাক বিল নিয়ে সংসদে শুরু হয়েছে বিতর্ক। এজন্য আজ সব সাংসদদের উপস্থিত থাকতে হুইপ জারি করেছে বিজেপি নেতৃত্ব।

Google Oneindia Bengali News

সংশোধিত তিন তালাক বিল নিয়ে সংসদে শুরু হয়েছে বিতর্ক। এজন্য আজ সব সাংসদদের উপস্থিত থাকতে হুইপ জারি করেছে বিজেপি নেতৃত্ব। তিন লাইনের হুইপে বিল উত্থাপনের সময় লোকসভায় উপস্থিত থাকা ও ভোটাভুটিতে অংশ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। কেউ তার অমান্য হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

তিন তলাক নিয়ে কোন পথে দেশ, জানুন Live Update-এ

নতুন তিন তালাক বিলে তাৎক্ষণিক তালাকের ঘটনায় মুসলমান পুরুষদের ভারতীয় দণ্ডবিধি মোতাবেক তিন বছরের সাজার সংস্থান করা হয়েছে। নতুন বিলে অবশ্য জামিনের সংস্থান রয়েছে যা আগের বিলে ছিল না। সেপ্টেম্বর মাসে তিন তালাক নিয়ে যে অধ্যাদেশ জারি হয়েছিল এই বিল সেটির বদলি হিসাবে পেশ হচ্ছে।

Newest First Oldest First
7:29 PM, 27 Dec

তিন তলাক বিলের পক্ষে ভোট পড়েছে ২৩৮টি, বিপক্ষে ১২টি ভোট।
7:28 PM, 27 Dec

কংগ্রেস, ডিএমকে, এআইএডিএমকে-র ওয়াক আউট সত্ত্বেও লোকসভায় পাস তিল তলাক বিল।
4:20 PM, 27 Dec

শরিয়তের কোথাও বলা হয়নি যে মুসলিম মহিলাদের কোনও অধিকার নেই। বিতর্কে বললেন মুক্তার আব্বাস নকভি।
4:19 PM, 27 Dec

যদি ধর্ষণ, সন্ত্রাস, খুনের জন্য আইন থাকতে পারে, তাহলে তিন তলাকের জন্য আইন থাকাটা জরুরি, লোকসভায় বিতর্কে দাবি বিজেপি সাংসদ মুক্তার আব্বাস নকভির।
4:00 PM, 27 Dec

তিন তলাক বিল-কে অপরাধমূলক করা হচ্ছে, সুপ্রিম কোর্ট তিল তলাক নিয়ে ঐতিহাসিক রায়ে এমন কোনও কিছু করার নির্দেশ দেয়নি, শীর্ষ আদালতকে ভুলপথে চালিত করা হচ্ছে, অভিযোগ কংগ্রেসের।
3:56 PM, 27 Dec

বিলের কোথাও এটা বলা হয়নি তিন তলাকে অভিযুক্তকে ৩ বছরের জন্য জেলে পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু এই তিন বছরে অভিযুক্তের পরিবার এবং তার স্ত্রী-র জীবন ধারনের সংস্থান আসবে কোথায় থেকে, তা নিয়ে কোনও কিছুর উল্লেখ নেই। বক্তব্যে দাবি এআইএডিএমকে-র।
3:54 PM, 27 Dec

তিন তলাক বিল য়ে কোনও মুসলিম পরিবারকে ধ্বংস করে দেওয়ার পক্ষে যথেষ্ট। অভিযোগ এআইএডিএমকে-র।
3:53 PM, 27 Dec

তিন তলাক বিল সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবে, লোকসভায় বিতর্কে অভিযোগ এআইএডিএমকে-র।
3:49 PM, 27 Dec

তিন তলাক বিল-কে আইওয়াশ বলে ব্য়াখ্যা করল এআইএডিএমকে, লোকসভায়. বিতর্কে অংশ নিতে গিয়ে এআইএডিএমকে-র সাংসদ এ আনহোয়ার রাজহা তাঁর বক্তব্যে জানান, এই বিলকে সিলেক্ট কমিটি-তে পাঠানো উচিত।
3:43 PM, 27 Dec

'তিন তলাক বিল-এর বিরোধী তৃণমূল কংগ্রেস, এই বিলটি-তে আরও কিছু সংশোধন প্রয়োজন।', বক্তব্যে জানালেন তণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়।
3:42 PM, 27 Dec

'তিন তলাক বিল একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ, সুতরাং হালকাভাবে একে পাস করানোটা ঠিক নয়, এই নিয়ে বিস্তারিত আলোচনার প্রয়োজন আছে।'- সওয়ালে জানালেন লোকসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গে।
3:40 PM, 27 Dec

২০টি দেশ তিল তলাক-কে বেআইনি বলে ঘোষণা করেছে, বক্তব্যে জানালেন কেন্দ্রীয় আইন-মন্ত্রী।
3:39 PM, 27 Dec

তিন তলাক বিল কোনও ধর্মের বিরোধী নয় এর দ্বারা মুসলিম মহিলারা দীর্যদিনের এক সামাজিক ঘূণ্য প্রথার হাত থেকে রেহাই পাবেন। লোকসভায় বিতর্কে বললেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ।
3:36 PM, 27 Dec

তিন তলাক বিলকে সংসদীয় স্ট্যান্ডিং কমিটিতে পাঠানোর পক্ষে জোর সওয়াল শিলচরের কংগ্রেস সাংসদ স্মিতা দেবের।
3:28 PM, 27 Dec

সংসদে শীতকালীন অধিবেশনে তিন তলাক নিয়ে জোরও সওয়াল, 'তিন তলাক শুধু মুসলিম মহিলা বনাম পুরুষদের বিষয় নয়, এরসঙ্গে জুড়়ে রয়েছে মানবিকতা লঙ্ঘণের মতো ইস্যুও।' বললেন বিজেপি সাংসদ মীণাক্ষি লেখি।

English summary
Triple Talaq debate is going on in Parliament and click here for live update.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X