For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live Update- অমৃতসরে ট্রেনের ধাক্কায় ৫৯ জনের মৃত্যু, জখম ৫৭, ঘোষণা মুখ্যমন্ত্রীর

অনেকে এটাকে বলছেন 'মাস কিলিং'। আবার কারোর মতে এটা নৃশংস হত্যা। অমৃতসরের কাছে চৌরা বাজারের দুরন্ত গতিতে ছুটে যাওয়া ট্রেনের ভিডিও প্রকাশ হতেই এমন সব মন্তব্য শুরু হয়েছে।

Google Oneindia Bengali News

অনেকে এটাকে বলছেন 'মাস কিলিং'। আবার কারোর মতে এটা নৃশংস হত্যা। অমৃতসরের কাছে চৌরা বাজারের দুরন্ত গতিতে ছুটে যাওয়া ট্রেনের ভিডিও প্রকাশ হতেই এমন সব মন্তব্য শুরু হয়েছে। এদিন অমৃতসর সিভিল হাসপাতালে আহতদের দেখতে যান মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং। জখমদের সবরকম সাহায্যের আশ্বাস দেন তিনি। মৃতদের পরিবারের সঙ্গে কথাও বলেন। পরে সাংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই মর্মান্তিক ঘটনায় ঠিক কত জনের মৃত্যু হয়েছে এবং কত জন আহত হয়েছেন- সেই সংখ্যাটা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী অমরিন্দ সিং জানান, এই মর্মান্তিক ঘটনায় ৫৯ জনের মৃত্যু হয়েছে। আর জখম হয়েছেন ৫৭ জন। ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন তিনি।

উৎসবের আবহে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা

চৌরা বাজারে রেললাইনের ধার ঘেঁষে বিশাল আকারে রামলিলার আসর বসাটা কোনও নতুন ঘটনা নয়। বহু বছর ধরেই এখানে রামলিলার উৎসব হয়। কিন্তু কোনওদিনই রেল লাইনে-র উপরে দাঁড়িয়ে থাকা মানুষদের উপরে ট্রেন উঠে গিয়েছে এমনটা জানা যায়নি। গতকাল যেভাবে উৎসবে শরিক হওয়া মানুষদের উপর দিয়ে ছুটন্ত ট্রেন চলে গিয়েছে তাতে হতবাক সকলে।

(আরও পড়়ুন- বুলেট গতিতে বেরিয়ে গেল ট্রেন, মুহূর্তে পিষে গিয়ে ছিন্ন-ভিন্ন হলেন ৮০ জন, দেখুন ভিডিও) )(আরও পড়়ুন- বুলেট গতিতে বেরিয়ে গেল ট্রেন, মুহূর্তে পিষে গিয়ে ছিন্ন-ভিন্ন হলেন ৮০ জন, দেখুন ভিডিও) )

Newest First Oldest First
3:36 PM, 20 Oct

'ধোবি ঘাট যেখানে রাবন দহন অনুষ্ঠান হচ্ছিল সেখানে প্রচুর আসন ফাঁকা ছিল,সুতরাং সেখানে এত ভিড় ছিল না যাতে পদপিষ্ট হওয়ার ঘটনা ঘটে, অনুষ্ঠান শুরুর আগে ৪ থেকে ৫ বার ফাঁকা আসনে বসার জন্য দর্শকদের অনুরোধও করা হয়েছিল।', দাবি করলেন নভজ্যোত কওর সিঁধু।
3:29 PM, 20 Oct

দুর্ঘটনাস্থল পরিদর্শনে পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
3:28 PM, 20 Oct

অমৃতসরের গুরুনানক দেব সরকারি হাসপাতালে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
3:27 PM, 20 Oct

দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে প্রশাসন পুরো বিষয়ের তদারকি শুরু করে দিয়েছিল, আজ পুরো ক্য়াবিনেট নিয়ে আমি এখানে চলেএসেছি। সংবাদমাধ্যকে প্রতিক্রিয়া মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং-এর।
3:26 PM, 20 Oct

এখন পর্যন্ত ৫৯ জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়, জখম হয়েছেন ৫৭ জন, ৯টি দেহ ছাড়া সমস্ত দেহেরই শনাক্তকরণ হয়েছে, জানালেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
3:20 PM, 20 Oct

ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত হচ্ছে এবং ৪ সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে বলা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
3:19 PM, 20 Oct

মর্মান্তিক এই ঘটনা নিয়ে ফের রেলের বয়ান, তাদের দাবি, ঘটনাস্থলের কাছে সি-২৭ প্রহরীযুক্ত লেভেল ক্রশিং-এর গেট বন্ধ ছিল, এমনকী, যেখানে রাবন দহন চলছিল সেখান থেকে রেল ট্র্য়াকের মাঝে ২.৫ মিটার উচ্চতার দেওয়াল ছিল, এই তথ্য দিয়েছে উত্তর রেল।
3:16 PM, 20 Oct

মৃতদের পরিবারকে অগ্রিম ক্ষতিপূরণ দিতে ইতিমধ্যেই ৩কোটি টাকা ডিসি অমৃতসরকে দেওয়া হয়েছে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
3:14 PM, 20 Oct

অমৃতসরের সিভিল হাসপাতালে অমরিন্দর সিং, সঙ্গে কংগ্রেস বিধায়ক নভজ্যোত সিং সিঁধু।
3:13 PM, 20 Oct

অমৃতসরের অমনদীপ হাসপাতালে আহতদের সঙ্গে দেখা করেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং
3:11 PM, 20 Oct

মর্মান্তিক এই দুর্ঘটনায় ১৩ বছরের এক বালকেরও মৃত্যু হয়েছে, ক্ষতিপূরণের দাবিতে অমৃতসর-জলন্ধর হাইওয়েতে মৃতদেহ নিয়ে অবরোধ সেই বালকের পরিবারের।
3:10 PM, 20 Oct

'পঞ্জাবের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় আমি গভীরভাবে শোক জ্ঞাপন করছি,আমি এই শোক বার্তা পাঠিয়েছি এবং মৃত ও আহতদের পরিবারকে সমবেদনা জানাচ্ছি', ভ্লাদিমির পুতিন, রাশিয়ান প্রেসিডেন্ট
3:04 PM, 20 Oct

পঞ্জাবের মর্মান্তিক ট্রেন দুর্ঘটনায় মৃতদের আত্মার শান্তি কামনা করে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দকে শোকবার্তা পাঠালেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
3:02 PM, 20 Oct

অমৃতসরে ক্রাইসিস ম্য়ানেজমেন্টের কাছ থেকে ঘটনার বিস্তারিত বিবরণ সংগ্রহ করছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।
10:45 AM, 20 Oct

দুর্ঘটনার পরের মুহূর্তের ভিডিও, রেল লাইনের উপরে ছিন্নভিন্ন হওয়ার দেহ ঘিরে প্রতিবাদ।
10:39 AM, 20 Oct

দুর্ঘটনার সময় ছুটন্ত ট্রেনের ভিডিও, যাতে পরিষ্কার কীভাবে মানুষের ভিড়ে চড়ে বসেছিল ছুটন্ত ট্রেন।
10:36 AM, 20 Oct

সামনে এল আরও এক ভিডিও, যেখানে পরিষ্কার দেখা যাচ্ছে চলন্ত ট্রেনের সামনে কীভাবে কচু-কাটার মতো কাটা পড়ছে মানুষ।
9:49 AM, 20 Oct

অমৃতসরের ট্রেন দুর্ঘটনার পর খোলা হয়েছে হেল্পলাইন, সেই নম্বরগুলি টুইট করে দূরদর্শন।
9:48 AM, 20 Oct

শোকজ্ঞাপন করে টুইট রাহুল গান্ধীরও।
9:47 AM, 20 Oct

উদ্বেগ আর উৎকন্ঠায় ভরা টুইট করেছেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি তথা সাংসদ অমিত শাহ।
9:46 AM, 20 Oct

ট্রেন দুর্ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর টুইট।
9:45 AM, 20 Oct

ট্রেনটি যখন এসেছিল তখন হর্নও বাজায়নি, যদিও গোটা ঘটনায় তদন্তের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, মন্তব্য নভজ্য়োত সিং সিঁধুর।
9:43 AM, 20 Oct

দলবীর সিং গতকাল দসেরা উৎসবে রাবণের চরিত্রে অভিনয় করেছিলেন, ট্রেনের ধাক্কায় তাঁরও মৃত্যু হয়েছে, দলবীরের স্ত্রী এবং ৮ মাসের শিশু সন্তানের কথা বিবেচনা করতে সরকারের কাছে আর্জি জানিয়েছেন তাঁর মা।
9:12 AM, 20 Oct

মৃতের সংখ্যা ৭০-এ পৌঁছল, গুরুতর আহত অন্তত ২৫ জন, সরকারি সূত্রে এমনই দাবি করা হয়েছে।
8:58 AM, 20 Oct

আজ সকালে চৌরা বাজারের ছবি, দুর্ঘটনাস্থলে জমায়েত স্থানীয় বাসিন্দাদের।
8:57 AM, 20 Oct

অমতসরের সিভিল হাসপাতালে নভজ্যোত সিং সিঁধু।
8:55 AM, 20 Oct

চৌরা বাজারের ঘটনা দুঃর্ভাগ্যজনক, এই ঘটনায় গাফিলতি অবশ্যই রয়েছে, কিন্তু তা বলে সেটা উদ্দেশ্যপ্রণোদিত বা চক্রান্ত নয়, মন্তব্য করলেন অমৃতসর-এর কংগ্রেস বিধায়ক নভজ্যোত সিং সিঁধু।
8:34 AM, 20 Oct

চৌরা বাজার রেল লাইন সংলগ্ন এলাকার সকালের ছবি, এখানেই গতকাল সন্ধ্যায় প্রায় শ'খানেক মানুষকে রেল লাইনের উপর পিষে দিয়েছিল ছুটন্ত ডিএমএউ ট্রেন।
8:31 AM, 20 Oct

গতরাতে দুর্ঘটনার পরপরই স্থানীয় কংগ্রেস বিধায়ক নভজ্য়োত সিং সিঁধুর পদত্যাগপত্র দাবি করে শিরোমণি আকালি দল, সংবাদমাধ্যকে প্রতিক্রিয়া দিতে গিয়ে শিরোমণি আকালি দলের নেতা বিএস মাঝিথিয়া জানান, খবর পেয়েই তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন, আগে থেকে সমস্ত সাবধনতা অবলম্বন করলে এই মর্মান্তিক ঘটনা ঘটত না বলেও মন্তব্য করেন।
8:28 AM, 20 Oct

দুর্গতদের সবধরনের সাহায্য করার জন্য রেল কর্তৃপক্ষকে মন্ত্রক থেকে নির্দেশ দেওয়া হয়েছে তা রাতেই জানিয়ে দেন রেলের প্রতিমন্ত্রী মনোজ সিনহা, তবে এই মর্মান্তিক ঘটনাকে নিয়ে অযথা রাজনীতি না করারও আর্জি রাখেন তিনি।
READ MORE

English summary
The tragic incident has shocked the country on the festivity. Live Update of the train accident in Amritsar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X