ঝাড়খণ্ড ভোটের ফলাফলের সেরার সেরা কভারেজ দেখুন ডেইলিহান্টে
পাঁচ দফার ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনের ভোটদান পর্ব সাঙ্গ হয়েছে। ফলাফল প্রকাশিত হবে ২৩ ডিসেম্বর। মোট ৮১ বিধানসভার ঝাড়খণ্ড বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা পেতে গেলে প্রয়োজন হবে ৪২টি আসন। সদ্য মহারাষ্ট্র ও হরিয়ানার বিধানসভা নির্বাচন শেষ হয়েছে। এরপরে ঝাড়খণ্ডে কোন ফলাফল উঠে আসে তার প্রভাব জাতীয় রাজনীতিতেও পড়তে পারে বলে অনেকে মনে করছেন।

ঝাড়খণ্ডে ৩০ নভেম্বর থেকে শুরু করে ৭, ১২, ১৬ ও ২০ ডিসেম্বর ভোটগ্রহণ চলেছে। ডেইলিহান্টে আমরা আপনাদের সেরা নির্বাচনী কভারেজ তুলে ধরব। ভোটের ফাস্ট আপডেটস, ট্রেন্ড সবই জানতে পারবেন ডেইলিহান্টে। এর আগে ভোটের ফলাফলগুলিতেও আমাদের কভারেজ সেরার সেরা ছিল। এবারও একইরকম শক্তি ও উৎসাহ নিয়ে আমরা হাজির হয়েছি সেরা খবর আপনাদের কাছে পৌঁছে দিতে।
শুধু খবর নয়, বিচার-বিশ্লেষণ, ফলের হাওয়া সবকিছুরই আপডেট পাবেন এখানে। তবে পুরোটাই নিরপেক্ষভাবে। তাই ২৩ ডিসেম্বর চটজলদি, নির্ভুল, নিরপেক্ষ সংবাদের জন্য ভরসা রাখুন ডেইলিহান্টে।
ফলাফলের দিনের লাইভ আপডেট, জেতা হারার পরিসংখ্যান, ভোটের ট্রেন্ড, সোশ্যাল মিডিয়া প্রতিক্রিয়া, ভাইরাল মিম, আমজনতার প্রতিক্রিয়া, নেতানেত্রীদের প্রতিক্রিয়া - সবই একসঙ্গে পাবেন ডেইলিহান্টে।