For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

টুইটার, ফেসবুকে আসুন, মন্ত্রীদের নির্দেশ নরেন্দ্র মোদীর

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মোদী
নয়াদিল্লি, ৩০ মে: তিনি নিজে হাই-টেক! চাইছেন মন্ত্রীরাও হাই-টেক হোন। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সব মন্ত্রীকে নির্দেশ দিলেন, কালবিলম্ব না করে টুইটারে অ্যাকাউন্ট খুলতে হবে। আর ফেসবুকে আলাদা 'পেজ' তৈরি করতে হবে। তরুণ প্রজন্মের সঙ্গে সরাসরি মত বিনিময় করতে এই দুই মাধ্যম খুবই কার্যকর হবে বলে বিশ্বাস করেন তিনি।

গত দু'বছর ধরে টুইটারে রয়েছেন নরেন্দ্র মোদী। আগে নিজস্ব টুইটার অ্যাকাউন্ট ছিল। এখন আবার প্রধানমন্ত্রী হিসাবে আর একটি টুইটার অ্যাকাউন্ট রয়েছে। এই দুই অ্যাকাউন্ট মিলিয়ে তাঁর 'ফলোয়ার' সংখ্যা অন্তত ৬০ লক্ষ। আর ফেসবুকে তাঁর 'পেজ লাইক' হল ১,৬৬,৬৬,৯৭০টি। সব ক্ষেত্রেই গুণমুগ্ধ হল মূলত তরুণ প্রজন্ম। ভোটের সময় যেভাবে এই দুই মাধ্যমকে ব্যবহার করে তিনি মানুষের কাছে পৌঁছেছেন, তাতে বোঝা গিয়েছে মাইক্রোব্লগিং সাইট টুইটার বা সোশ্যাল মিডিয়া ফেসবুকের ক্ষমতা।

প্রধানমন্ত্রীর সচিবালয়ের এক কর্তা জানান, নরেন্দ্র মোদী নিজে মন্ত্রীদের ডেকে বলেছেন টুইটার আর ফেসবুকে আসতে। ভোটের প্রচারের মতো প্রশাসনিক ক্ষেত্রেও এই দুই মাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। সরকারের ঘোষিত নীতি, কতটা কাজ হচ্ছে তার পরিসংখ্যান ইত্যাদি বিস্তারিতভাবে যদি ফেসবুকে লেখা হয়, তা হলে একটা পরিচ্ছন্ন ভাবমূর্তি তৈরি হবে। মন্ত্রীসভায় যাঁরা রয়েছেন, তাঁদের মধ্যে সুষমা স্বরাজ, অরুণ জেটলি, নীতিন গড়করি প্রমুখ টুইটার আর ফেসবুকে রয়েছেন। বাকিরা নেই। এঁদের এ বার প্রধানমন্ত্রীর নির্দেশ মেনে হাই-টেক হতে হবে।

প্রসঙ্গত, নরেন্দ্র মোদী নিজের ফেসবুক অ্যাকাউন্ট নিজেই চালান। নিজেই স্ট্যাটাস আপডেট দেন। কিন্তু টুইটারের ক্ষেত্রে আলাদা টিম রয়েছে। তাঁর ব্যক্তিগত টুইটার অ্যাকাউন্ট দেখভাল করেন হীরেন যোশি আর প্রধানমন্ত্রীর যে অ্যাকাউন্ট রয়েছে, তা দেখভাল করেন পিএমও-র বিশেষ সেলের অফিসাররা।

English summary
Get on Twitter and Facebook, Narendra Modi orders his ministers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X