For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live- অগ্নি প্রজ্বলনে শেষ হল নয় দশকের এক বর্ণময় জীবন, অমৃতলোকের পথে অটল বিহারী

রাতভর অটল বিহারী বাজপেয়ীর বাসভবনেই শায়িত রাখা হয় তাঁর মরদেহ। সেখানেই শেষ শ্রদ্ধা জানান বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্বরা। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও সেখানেই শ্রদ্ধা জানান প্রিয় নেতাকে।

Google Oneindia Bengali News

অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণের খবর ছড়িয়ে পড়া মাত্রই তাঁর বাসভবনে ছুটে আসতে থাকেন বহু বিশিষ্ট মানুষ। যেখানে গতকাল রাত থেকে আজ সকাল পর্যন্ত সকলেই তাঁদের প্রিয় নেতাকে শেষ শ্রদ্ধা জানান। এই মানুষদের ভিড়ে যেমন ছিলেন সনিয়া গান্ধী থেকে শুরু করে মমতা বন্দ্য়োপাধ্য়ায়, রাহুল গান্ধী, মনমোহন সিং, চন্দ্রবাবু নাইডু, নীতীশ কুমার, নবীন পট্টনায়েক-রা তেমনি ছিলেন জাভেদ আখতার থেকে শুরু করে শাবানা আজমি-র মতো সেলিব্রিটিরাও। সকলেই অটল বিহারী বাজপেয়ীর সকলের প্রতি সমান ভালোবাসার চারিত্রিক গুণাবলিকেই তুলে ধরেন।

অটল বিহারীর শেষযাত্রায় নিরাপত্তার কড়াকড়ি

অটল বিহারী বাজপেয়ীর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে বিজেপি-র সদর দফতরে সরাসরি সম্প্রচার-

বিজেপি-র দলের বাইরের এই সব ব্যক্তিত্বদের সঙ্গে সঙ্গে প্রিয় নেতাকে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মোহন ভাগবত, সুরেশ প্রভুরা। শ্রদ্ধা জানান অটল বিহারীর বন্ধু তথা বিজেপি-র আরও এক কিংবদন্তি নেতা লালকৃষ্ণ আদবানীও। ১১ জুন থেকে শারীরিক অসুস্থতার জন্য এইমস-এ ভর্তি ছিলেন অটল বিহারী বাজপেয়ী। কিডনির সমস্যা থেকে শুরু করে বুকে এবং মূত্রনালী-তে সংক্রমণে আর পেরে ওঠতে পারছিলেন না দেশের প্রাক্তণ প্রধানমন্ত্রী। গত দু'মাস ধরে বারবার শারীরিক অবস্থার উন্নতি আর অবনতি ঘটে যাচ্ছিল। কোনওভাবেই স্থীতিশীল হচ্ছিল না অটল বিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা। দিন কয়েক আগে থেকে অটল বিহারীর বাজপেয়ীর অবস্থার আরও আবনতি হয়। ১৫ অগাস্ট সকাল থেকে পরিস্থিতি এতটাই জটিল হয়ে ওঠে যে অটল বিহারী বাজপেয়ীকে ভেন্টিলেশনে দিতে হয়। এইমস-এর দোতলার একটি ঘরকে কার্ডিও থোরাসিক ইউনিট বানিয়ে সেখানেই রাখা হয়েছিল তাঁকে। গত ২৪ ঘণ্টা ধরে কার্যত যমে আর মানুষে যেন টানাটানি চলছিল। ৯৩ বছরের অটল বিহারীর শরীরের ভিতরে সংক্রমণে জীবনের আশা যে কমে যাচ্ছিল তা বারবার জানিয়েছিলেন এইমস-এর চিকিৎসকরা। অধিকাংশ অঙ্গ প্রতঙ্গই কাজ করছিল না। ১৬ অগাস্ট সকাল থেকে আশা আরও কমতে থাকে। বেলা ১১টা নাগাদ অটল বিহারী চিকিৎসায় সাড়া দেওয়া বন্ধ করে দেন। এই পরিস্থিতিতে ভেন্টিলেশনে রেখে যে আর লাভ ছিল না তা বিজেপি-র শীর্ষ নেতৃত্বকে জানিয়েও দিয়েছিল এইমস কর্তৃপক্ষ। শেষমেশ সন্ধে পৌঁনে ছটায় অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণের খবর ঘোষণা করে এইমস।

Newest First Oldest First
5:20 PM, 17 Aug

অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য অনুষ্ঠানে বিদেশী রাষ্ট্রের প্রতিনিধিরা।
5:19 PM, 17 Aug

চিতায় অগ্নি প্রজ্বলনের সময় গান স্যালুট।
5:04 PM, 17 Aug

শেষকৃত্যের আচার বিধি পালন শেষ, মুখাগ্নি করে চিতায় আগুন অটল কন্যা নমিতার, অমৃতলোকের সন্ধানে পাড়ি জমালেন ভারতের রাজনৈতিক ইতিহাসের অন্যতম বর্ণময় চরিত্র।
4:49 PM, 17 Aug

অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য আচারের যাবতীয় বিধি পালন করলেন পালিতা কন্যা নমিতা ভট্টাচার্য।
4:48 PM, 17 Aug

অগ্নি-র মুখে নশ্বর দেহকে সমর্পণ করার প্রস্তুতি।
4:44 PM, 17 Aug

স্মৃতি স্থলে ভুটানের রাজার শেষ শ্রদ্ধা জ্ঞাপন অটল বিহারী বাজপেয়ীকে।
4:43 PM, 17 Aug

'পাকিস্তানবাসীর পক্ষ থেকে আপনাদের চরম দুঃখ-কে ভাগ করে নিতে আজ এখানে এসেছি।' বললেন পাকিস্তানের আইনমন্ত্রী।
4:42 PM, 17 Aug

শেষ শ্রদ্ধা জানালেন আফগানিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট হামিদ কারজাই।
4:42 PM, 17 Aug

দীর্ঘ কয়েক দশকের রাজনৈতিক জীবনের পরম বন্ধু অটল বিহারী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা এলকে আদবানীর।
4:41 PM, 17 Aug

অটল বিহারী বাজপেয়ীর শেষকৃত্য সম্পন্ন অনুষ্ঠানে মনমোহন সিং ও রাহুল গান্ধী।
4:40 PM, 17 Aug

নাতনি নিহারিকার হাতে তুলে দেওয়া হল অটল বিহারী বাজপেয়ীর শরীরের উপরে জড়ানো জাতীয় পতাকা।
4:23 PM, 17 Aug

রাষ্ট্রপতিকে গার্ড অফ অনার দেওয়া হচ্ছে স্মৃতি স্থলে।
4:23 PM, 17 Aug

স্মৃতি স্থলে অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধা জানাচ্ছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ।
4:22 PM, 17 Aug

স্মৃতি স্থলে একসারিতে মোদী, অমিত শাহ, এল কে কৃষ্ণ আদবানী, মনমোহন সিং।
4:21 PM, 17 Aug

স্মৃতি স্থলে নির্মলা সীতারামন ও সুমিত্রা মহাজনও শ্রদ্ধা জানান অটল বিহারী বাজপেয়ীকে।
4:20 PM, 17 Aug

স্মৃতি স্থলে অটল বিহারী বাজপেয়ীকে প্রণাম জানালেন নরেন্দ্র মোদী।
4:19 PM, 17 Aug

স্মৃতি স্থলে অটল বিহারী বাজপেয়ীকে গার্ড অনার অফ অনার।
3:56 PM, 17 Aug

স্মৃতি স্থলে সেনাবাহিনীর অফিসারদের কাঁধে করে নামানো হচ্ছে অটল বিহারী বাজপেয়ীর শবদেহবাহী কফিন।
3:32 PM, 17 Aug

দিল্লিতে এলেন প্রাক্তণ আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাই, স্মৃতি স্থলে তিনি অটল বিহারী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানাবেন।
3:31 PM, 17 Aug

নয়াদিল্লিতে ব্রিটিশ হাইকমিশনে অর্ধনমিত রাখা হয়েছে ইউনিয়ন জ্যাক, অটল বিহারী বাজপেয়ীকে সম্মান জানাতে এই সিদ্ধান্ত।
3:15 PM, 17 Aug

এগিয়ে চলেছে অটল বিহারী বাজপেয়ীর শবদেহবাহী শকট।
3:05 PM, 17 Aug

চারিদিকে এখন একটাই আওয়াজ 'অটলজি অমর রহে'।
2:57 PM, 17 Aug

জন সমুদ্রের মধ্যে দিয়ে এগিয়ে চলেছে অটল বিহারী বাজপেয়ীর অন্তিম যাত্রা।
2:52 PM, 17 Aug

অন্তিম যাত্রায় অটল বিহারী বাজপেয়ী, শেষ মুহূর্তের ছবি তুলতে মোবাইল ফোনের ভিড়, চারিদিকে কার্যত জন সমুদ্র।
2:27 PM, 17 Aug

অটল বিহারী বাজপেয়ীর অন্তিম যাত্রায় পা মিলিয়ে স্মৃতি স্থলে এলেন নরেন্দ্র মোদী।
2:15 PM, 17 Aug

অটল বিহারী বাজপেয়ী এবার অন্তিম যাত্রায়, শবদেহ নিয়ে যাওয়া হচ্ছে স্মৃতি স্থলে, এখানেই শেষকৃত্য সম্পন্ন হবে।
1:58 PM, 17 Aug

রাজনৈতিক ও আদর্শগত বৈষম্য থাকলেও মানবতাকে সবার উপরে রাখতেন অটলজি। এমন আদর্শ আজকের সমাজে আরও বেশি করে প্রয়োজন।
1:54 PM, 17 Aug

ভূটানের রাজা জিগমে ওয়াংচুক নয়াদিল্লিতে এসে শেষ শ্রদ্ধা জানালেন প্রাক্তন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
12:18 PM, 17 Aug

দলীয় কার্যালয়ে ফের একবার অটল বিহারী বাজপেয়ীকে শেষ শ্রদ্ধা জানালেন এলকে আদবানী।
12:17 PM, 17 Aug

বিজেপি-র সদর দফতরে এলকে আদবানী এবং শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরে।
READ MORE

English summary
There is not a sign of improvement of Atal Bihari vajpayee's health condition. Yesterday suddenly the health condition of former PM has dropped.অটল বিহারী বাজপেয়ীর শারীরিক অবস্থা এতটাই সঙ্কটে যে খোদ এইমএস কর্তৃপক্ষ উৎকন্ঠা প্রকাশ করেছে। দেশের অন্যতম জনপ্রিয় প্রধানমন্ত্রীর অধিকাংশ অঙ্গ-প্রতঙ্গ কাজ করছে না বলেই হাসপাতাল সূত্রে খবর।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X