For Quick Alerts
For Daily Alerts
LIVE

LIVE করোনা ভাইরাস ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণের সমস্ত আপডেট
করোনা ভাইরাস সারা বিশ্বে আতঙ্ক ছড়িয়েছে। ভারতেও এর প্রভাব পড়তে শুরু করেছে। ইতিমধ্যে প্রায় দুশো জন মানুষ দেশের বিভিন্ন রাজ্য মিলিয়ে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন চার জন। এই অবস্থায় কেন্দ্র সরকার ও রাজ্য সরকারগুলি দক্ষ হাতে এই পরিস্থিতির মোকাবিলায় কোমর বেঁধে কাজ করছে। আগামী কয়েকদিন ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর সেসব কথা মাথায় রেখেই দেশবাসীকে সতর্ক করতে ও সচেতনতা বৃদ্ধি করতে এদিন রাত আটটার সময় জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই ভাষণের সমস্ত আপডেট দেখুন একনজরে।

Newest First Oldest First
এই মহামারীর প্রভাব অর্থব্যবস্থার ওপর দারুণভাবে পড়ছে। কেন্দ্র সরকার একটি টাস্ক ফোর্স তৈরি করে পরিস্থিতি পুনরুদ্ধারে সচেষ্ট হয়েছি আমরা। ভবিষ্যতে কী কী করা যেতে পারে পরিস্থিতি পুনরুদ্ধারে তা করার চেষ্টা করা হচ্ছে। কারণ এই অবস্থা দেশের সমস্ত শ্রেণির মানুষের অর্থনীতিকে গভীরভাবে প্রভাব ফেলেছে। বিত্তবানদের অনুরোধ, আপনাদের কাছে কাজ করা মানুষরা কাজে আসতে না পারলে মাইনে কাটবেন না।
আগামী ২২ মার্চ রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সকল মানুষকে আবেদন করছি জনতা কার্ফু পালন করতে। আবশ্যক কাজ ছাড়া সকলকে আবেদন করব এই কাজে সাহায্য করুন। ২২ মার্চ জনতা কার্ফুর সফলতা আমাদের আগামী পরিস্থিতিকে সামলাতে সাহায্য করব। আমি রাজ্য সরকারগুলিকে আবেদন করব জনতা কার্ফু সফলভাবে পালন করতে যেন সাহায্য করে।
Comments
English summary
Get Live Updates of PM Narendra Modi's address to nation on Coronavirus in Bengali