For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Election Results Live- তিন রাজ্যের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে নাটক অব্যাহত, বাতিল দিল্লি সফর

২০১৯-এর নির্বাচনের আগে পাঁচ রাজ্যের ফল যথেষ্ট গুরুত্বপূর্ণ। যা প্রভাব ফেলতে পারে ২০১৯-এর সাধারণ নির্বাচনে।

  • |
Google Oneindia Bengali News

গণনার চূড়ান্ত ফল সামনে চলে এসেছে। এখন চলছে রাজ্যগুলি-তে সরকার গঠনের তোড়জোড়। ইতিমধ্যেই তেলেঙ্গানায় সরকার গঠনের দিনক্ষণ চূড়ান্ত হয়ে গিয়েছে। বৃহস্পতিবার হায়দরবাদে টিআরএস-এর সরকার শপথ নেবে। যার মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেবেন চন্দ্রশেখর রাও। মধ্য প্রদেশ, রাজস্থান-এ সরকার গঠনের তোড়জোড়ও চলছে। মধ্যপ্রদেশে রাজ্যপালের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানিয়ে এসেছেন কংগ্রেস নেতা কমল নাথ। কংগ্রেসের নিজস্ব ১১৪ জন বিধায়কের সঙ্গে সপা-র ১জন বিধায়ক, বিএসপি-র ২ জন বিধায়ক, নির্দল-এর ৪ বিধায়ক-এর সমর্থন আছে। সেকথাও রাজ্যপালকে জানান কমল নাথ।

 ৫ রাজ্যের বিধানসভার ভোটগণনা,  কে আগে কে পিছিয়ে

এদিকে, এখন প্রধান ইস্যু হয়ে দাঁড়িয়েছে কংগ্রেসের জেতা তিন রাজ্যে মুখ্যমন্ত্রীর নির্বাচন। মধ্যপ্রদেশে কমল নাথ না জ্যোতিরাদিত্য় সিন্ধিয়া তা নিয়ে শুরু হয়েছে দড়ি টানাটানি। অন্যদিকে, রাজস্থানেও শচিন পাইলট ও অশোক গেহলট-এর মধ্যে কাকে মুখ্যমন্ত্রী পদে বসানো হবে তা নিয়েও জোর আলোচনা চলছে।

পাঁচ রাজ্যের বিধানসভার লাইভ আপডেট এক নজরে

Newest First Oldest First
9:41 PM, 12 Dec

রাজস্থানের মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে চরম নাটক, আচমকা কংগ্রেস হাইকম্য়ান্ডের নির্দেশে দিল্লি সফর বাতিল করলেন শচিন পাইলট ও অশোক গেহলট।
9:03 PM, 12 Dec

ছত্তিশগড়ে মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ভূপেশ বাঘেল, টিএস সিং দেও এবং তম্রদ্বজ সাহু।
8:59 PM, 12 Dec

ছত্তিশগঢ়-এও মুখ্যমন্ত্রী নির্বাচন নিয়ে সিদ্ধান্ত ঝুলে থাকল, আজ সন্ধ্য়ায় রায়পুরে প্রদেশ কংগ্রসের বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি, পুরো বিষয়টি রাহুল গান্ধীর উপরে ছেড়ে দেওয়া হয়েছে।
7:34 PM, 12 Dec

রাজস্থানের মুখ্যমন্ত্রীত্ব নিয়ে শচিন ও গেহলটের সঙ্গে বৈঠক হওয়ার সম্ভাবনা রাহুল ও সনিয়ার।
7:33 PM, 12 Dec

আজ রাতেই সম্ভবত দিল্লি যাচ্ছেন শচিন পাইলট ও অশোক গেহলট, রাত ৮.৩০-এর বিমান ধরার কথা তাঁদের।
7:31 PM, 12 Dec

মুখ্যমন্ত্রী বাছাই-এর জন্য রেগুলেশন পাস করলেন মধ্যপ্রদেশ কংগ্রেসের বিধায়করা, এই রেগুলেশন-এর বলে মুখ্যমন্ত্রী বাছার দায়িত্ব রাহুল গান্ধীকে দেওয়া হয়েছে।
7:30 PM, 12 Dec

কংগ্রেসের সাধারণ সম্পাদক অবিনাশ পাণ্ডে এবং রাজস্থানে দলের পর্যবেক্ষক কেসি বেণুগোপাল বিধায়কদের সঙ্গে আলাদা করে কথা বলবেন এবং মুখ্যমন্ত্রীর পদ নিয়ে প্রত্যেকের মতামত সংগ্রহ করবেন।
7:28 PM, 12 Dec

মুখ্যমন্ত্রীত্ব নিয়ে শচিন পাইলট, 'নতুন বিধায়করা এই বিষয়ে আলোচনা করে তাঁদের সিদ্ধান্ত হাইকম্য়ান্ডকে জানাবেন, এরপর দলের সভাপতি সিদ্ধান্ত নেবেন।'
7:27 PM, 12 Dec

রাত ৮টার সময় রাজস্থানের রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় নির্ধারিত হয়েছে।
7:22 PM, 12 Dec

জয়পুরে প্রদেশ কংগ্রেসের দফতরে পরিষদীয় দলের বৈঠক শেষ, এখন রাজ্যপালের কাছে সরকার গঠনের দাবি জানাতে চলেছেন কংগ্রেস নেতারা।
7:12 PM, 12 Dec

রায়পুরে নিয়ন আলোয় সেজে উঠেছে প্রদেশ কংগ্রেসের দফতর।
5:54 PM, 12 Dec

শক্তিশালী বিরোধী হবে বিজেপি, বললেন শিবরাজ সিং চৌহান
5:53 PM, 12 Dec

ভোটের ফল দেখিয়ে দিয়েছে, মোদী ম্যাজিক নেই, বললেন যশবন্ত সিনহা
4:03 PM, 12 Dec

মধ্যপ্রদেশে সরকার গড়ার দাবি পেশ কংগ্রেসের
2:42 PM, 12 Dec

রাজস্থানে ৭০% বিধায়ক সচিন পাইলটের মুখ্যমন্ত্রী হওয়ার পক্ষে
1:01 PM, 12 Dec

কংগ্রেস মুখপাত্র শোভা ওঝা জানিয়েছেন, কমলনাথ দুপুরে বিদায়ী মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করবেন। বিকেলে দলের বিধায়কদের সঙ্গেও বৈঠক করবেন
12:58 PM, 12 Dec

সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব জানিয়েছেন, তার দল মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন করবে
12:57 PM, 12 Dec

রাজ্যপালের কাছে পদত্যাগপত্র বিদায়ী মুখ্যমন্ত্রীর
12:56 PM, 12 Dec

শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, তিনি এখন মুক্ত।
12:54 PM, 12 Dec

শিবরাজ সিং চৌহান জানিয়েছেন বিজেপি সরকার গঠনের দাবি জানাবে না।
11:55 AM, 12 Dec

মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থন ৪ নির্দল বিধায়কের
11:13 AM, 12 Dec

মধ্যপ্রদেশে সরকার গঠনের দাবি জানাবে না বিজেপি, জানালেন শিবরাজ সিং চৌহান। রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পেশ
11:10 AM, 12 Dec

সরকার গঠন নিয়ে রাজস্থান কংগ্রেসের জরুরি বৈঠক
11:09 AM, 12 Dec

মধ্যপ্রদেশে কংগ্রেসকে সমর্থনের কথা জানালেন মায়াবতী
9:27 AM, 12 Dec

বৃহস্পতিবার শপথ নেওয়ার সম্ভাবনা কেসিআর-এর
9:15 AM, 12 Dec

মধ্যপ্রদেশে মধ্যরাতে সরকার গঠনের দাবি কংগ্রেসের
9:13 AM, 12 Dec

মধ্য়প্রদেশে কংগ্রেস ১১৪ টি আসনে জয়ী, বিজেপি ১০৯টিতে
9:13 AM, 12 Dec

মধ্য়প্রদেশে মোট আসন ২৩০, ম্যাজিক ফিগার ১১৬
1:35 AM, 12 Dec

রাত ১.১৫টা পর্যন্ত পাওয়া তথ্য- মিজোরম- মোট আসন ৪০, এমএনএফ- ২৬টি আসনে জয়ী, কংগ্রেস ৫টি আসনে জয়ী, বিজেপি কোনও আসনে জয়ী নয়, অন্যান্য় ৮টি আসনে জয়ী।
1:32 AM, 12 Dec

রাত ১.১৫টা পর্যন্ত পাওয়া তথ্য- তেলেঙ্গানা- মোট আসন ১১৯, টিআরএস-৮৮টি আসনে জয়ী, কংগ্রেস ১৯টি আসনে জয়ী, বিজেপি ১টি আসনে জয়ী, অন্য়ান্য ১১টি আসনে জয়ী।
READ MORE

English summary
Live Updates of Five States Assembly rerults 2018. Get the results of Madhya Pradesh, Chhattisgarh, Rajasthan, Telangana, Mizoram Assembly Election 2018.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X