For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE ২০০৮ মুম্বই হামলার দশ বছর! নিহতদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

দশ বছর পূর্ণ হল ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসবাদী হামলার। দশ জন পাকিস্তানি নাগরিক তথা লস্কর ই তৈবা জঙ্গি মুম্বইয়ে জলপথে এসে নেমে বেশ কয়েকটি জায়গায় হামলা চালায়।

  • |
Google Oneindia Bengali News

দশ বছর পূর্ণ হল ২০০৮ সালের মুম্বই সন্ত্রাসবাদী হামলার। দশ জন পাকিস্তানি নাগরিক তথা লস্কর ই তৈবা জঙ্গি মুম্বইয়ে জলপথে এসে নেমে বেশ কয়েকটি জায়গায় হামলা চালায়। মোট ১৬৬জন মানুষকে হত্যা করা হয়। প্রায় তিনদিনের অপারেশন শেষে ভারতীয় প্রশাসন সবকটি এলাকা ও হোটেল জঙ্গিমুক্ত বলে ঘোষণা করে। এনকাউন্টারে ৯ জঙ্গি নিহত হয়। একমাত্র জীবিত ধরা হয় আজমল কসাভকে। পরে ২০১২ সালে তাকে ফাঁসিতে ঝোলানো হয়। আজ দশ বছর পরে এই ঘটনার স্মৃতিতে কীভাবে সারা বিশ্বজুড়ে মানুষ অভিব্যক্তি ব্যক্ত করছেন, দেখে নেওয়া যাক একনজরে।

২০০৮ মুম্বই হামলার দশ বছর পূর্তিতে কী চলছে সারা বিশ্বজুড়ে

মুম্বই হামলার দশ বছর পূর্তি

Newest First Oldest First
12:39 PM, 26 Nov

২৬ নভেম্বরের মুম্বই হামলায় নিহতদের শ্রদ্ধা ও পরিবারকে সমবেদনা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বীর পুলিশ আধিকারিকদেরও সম্মান জানিয়েছেন তিনি।
12:38 PM, 26 Nov

মুম্বই হামলার দশ বছর পূর্তিতে নিহতদের শ্রদ্ধাজ্ঞাপন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।
11:47 AM, 26 Nov

তাজমহল হোটেলে বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে ২০০৮ সালের মুম্বই হামলাকে স্মরণ করা হবে। এই হোটেলে ৩১ জন মানুষ জঙ্গিদের হাতে নিহত হন।
11:46 AM, 26 Nov

মুম্বই পুলিশের তরফে ২০০৮ সালের হামলায় শহিদদের শ্রদ্ধা জানানো হল।
11:45 AM, 26 Nov

কংগ্রেস দল মুম্বই হামলার এক দশক উপলক্ষ্যে টুইট করল। কোনও বিচ্ছিন্নতাবাদী শক্তি আমাদের ঐক্য ভাঙতে পারবে না। নিহতদের শ্রদ্ধা জানিয়ে বার্তা কংগ্রেসের।
11:00 AM, 26 Nov

২০০৮ সালের মুম্বই হামলা এক বর্বরোচিত অধ্যায়। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রের বিদেশ সচিব মাইক পম্পেও ফের একবার পাকিস্তানকে এই হামলা নিয়ে বার্তা দিলেন। রাষ্ট্রপুঞ্জের যে নির্দেশ রয়েছে এই হামলা নিয়ে তা যথাযথভাবে পালন করুক পাকিস্তান সহ বাকী দেশ। বিশেষ করে লস্কর ই তৈবা সহ জঙ্গিদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে তা করা হোক।
10:59 AM, 26 Nov

মুম্বই হামলায় শহিদ পুলিশ কনস্টেবল তুকারাম ওম্বলেকে শ্রদ্ধা জানানো হল মুম্বইয়ে।

English summary
Get live updates of 10 years of 2008 Mumbai atttack tribute and memories from across the world
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X