For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দু-একটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া কর্ণাটকে ভোট শান্তিপূর্ণ, ৫টা পর্যন্ত ভোটের হার ৬৪%

আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে কর্ণাটক বিধানসভার নির্বাচনের লড়াই। ২২৫টি আসন বিশিষ্ট আসনে এবার কংগ্রেসকে কড়া টক্কর দিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

২২৫টি আসন বিশিষ্ট কর্ণাটক বিধানসভার নির্বাচনে এবার কংগ্রেসকে কড়া টক্কর দিতে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছে বিজেপি। যদিও, পিছিয়ে নেই জেডিএস। একদিকে কংগ্রেসের যখন হাতিয়ার বিগত ৫ বছরের। উন্নয়ন অন্যদিকে বিজেপি ইস্যু করেছে সরকারের উন্নয়ন ব্যর্থতাকে। বিদায়ী মুখ্যমন্ত্রী সিদ্ধারামাইয়া দু'টি আসন থেকে ভোটে লড়াই করছেন। তবে ভোটের ট্রেন্ড বলছে কর্ণাটকের বিধানসভা নির্বাচনে আসল কিং-মেকার হতে চলেছে জেডিএস।

ভোটের লাইভ আপডেট পেতে ক্লিক করুন

কর্ণাটক বিধানসভা নির্বাচনে অন্তত ৪.৯৮ কোটি মানুষ ২,৬০০ প্রার্থীকে ভোট দেবেন। ভোটার তালিকায় পুরুষের সংখ্য়া ২.৫২ কোটি। এই ভোটার তালিকায় মহিলা রয়েছেন ২.৪৪ কোটি। এছাড়াও রয়েছেন ৪,৫৫২ জন রূপান্তরকামী।

Newest First Oldest First
5:52 PM, 12 May

ইভিএম খারাপ হয়ে যাওয়ায় হেব্বাল কেন্দ্রের দুটি বুথে ফের ভোট নেওয়া হবে
5:48 PM, 12 May

বিকেল ৫ টা পর্যন্ত কর্ণাটকে ভোটদানের হার প্রায় ৬৪ শতাংশ
5:46 PM, 12 May

ভোট দেওয়ার পর কেন্দ্রীয় সংসদ বিষয়কমন্ত্রী অনন্তকুমার
5:44 PM, 12 May

বাদামীর তিনটি বুথ প্রায় ফাকা। স্থানীয়রা জানিয়েছেন, এলাকায় কাজের বন্দোবস্ত না থাকায় অনেকেই এলাকার বাইরে
4:57 PM, 12 May

ভোট চলাকালীন মুষলধারায় বৃষ্টি কর্ণাটকের হুবলিতে
4:22 PM, 12 May

কর্ণাটকের কালবুর্গি জেলার তারকাস পেটে গ্রামবাসীদের ভোট বয়কট
4:15 PM, 12 May

রাজ্যে কংগ্রেস সরকারের জন্য ভোটের লাইনে দাঁড়িয়েছে সাধারণ মানুষ, দাবি কর্ণাটক কংগ্রেসের
3:29 PM, 12 May

বেঙ্গালুরুর একটি ভোটদান কেন্দ্রে প্রাক্তন বিদেশমন্ত্রী এসএম কৃষ্ণা
3:25 PM, 12 May

ধারোয়ারের ১৯১-এ ভোটদান কেন্দ্রে নব বধূ
3:19 PM, 12 May

বিকেল ৩ পর্যন্ত কর্ণাটকে ভোটদানের হার ৫৬ শতাংশ
3:17 PM, 12 May

অমিত শাহ ও নরেন্দ্র মোদীকে কটাক্ষ সিদ্দারামাইয়ার
2:15 PM, 12 May

বেঙ্গালুরুর কারমেল স্কুলে ভোটের লাইনে পুলিশ আধিকারিক ডি রূপা
2:12 PM, 12 May

বেলা একটা পর্যন্ত কর্ণাটকে ভোটদানের হার ৩৬.৫ শতাংশ
2:09 PM, 12 May

কর্ণাটকের শিরষিতে ভোটের লাইনে কেন্দ্রীয় মন্ত্রী অনন্তকুমার হেগড়ে
2:08 PM, 12 May

ধাড়ওয়ারের নভলগুন্ডে একটি ভোট কেন্দ্রের ছবি
2:07 PM, 12 May

বেঙ্গালুরুর হাম্পিনগরের বুথে কংগ্রেস-বিজেপি সংঘর্ষ, পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগ বিজেপির
2:06 PM, 12 May

বেঙ্গালুরুর একটি ভোট কেন্দ্রে ভোট দিলেন কর্ণাটকের প্রাক্তন লোকায়ুক্ত সন্তোষ হেগড়ে
2:03 PM, 12 May

রোরখা না সরানোয় এক মহিলা ভোটদাতাকে ভোটদানে বাধা দেওয়ার অভিযোগ, পরে এক মহিলা কর্মী পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর ভোটদানে সুযোগ
2:01 PM, 12 May

বিজেপির বিরুদ্ধে জেডিএসকে সমর্থনের অভিযোগ মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার
12:50 PM, 12 May

বেঙ্গালুরুর হেব্বালের ভোটকেন্দ্রে যান্ত্রিক ত্রুটি প্রথম লক্ষ্য করেন বছর ৩৫ -এর কৃষ্ণ চৈতন্য। পছন্দের প্রার্থীকে ভোট দিলেও ভিভিপ্যাট মেশিনে অন্য প্রার্থীর নাম
12:44 PM, 12 May

বিয়ের আগে ভোট। মাদিকেরির ১৩১ নম্বর বুথে
12:43 PM, 12 May

কারাডিগুড্ডার ৫৮ নম্বর বুথের বাইরে বিজেপির বিক্ষোভ। ভোটকর্মীরা কংগ্রেস প্রার্থীকে ভোট দিতে বলছেন বলে অভিযোগ
12:40 PM, 12 May

কংগ্রেসই কর্ণাটকে ক্ষমতায় ফিরবে, দাবি সিদ্দারামাইয়ার
12:38 PM, 12 May

ইয়েদুরাপ্পার মাথা খারাপ। কংগ্রেস কমপক্ষে ১২০ টি আসন পাবে। দাবি মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার
12:13 PM, 12 May

সদাশিবনগরে ভোটের লাইনে এপ্রজন্মের ভোটাররা
12:11 PM, 12 May

টুমকুরে ভোট দিলেন সিদ্ধগঙ্গা মঠের শিবকুমার স্বামী
11:56 AM, 12 May

ভরুণা কেন্দ্র থেকে প্রার্থী মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার পুত্র যথীন্দ্র, কংগ্রেসের জয়ের ব্যাপারে আশাবাদী তিনি
11:55 AM, 12 May

বাসবনগরে ১০৮ নম্বর বুথে কংগ্রেস নেতা মল্লিকার্জুন খার্গে
11:53 AM, 12 May

ভোটের দিনকেই নরেন্দ্র মোদী কেন মন্দিরে পুজো দেওয়ার জন্য বেছে নিলেন, প্রশ্ন কংগ্রেসের অশোক গেহলটের
11:45 AM, 12 May

দক্ষিণ কর্ণাটকের সুলিয়া তালুকে বেলা ১১ টা পর্যন্ত ভোটদানের হার প্রায় ১১ শতাংশ। সাধারণত এই জায়গায় দিনের শেষে ভোটদানের হার ৮০ শতাংশ পেরিয়ে যায়
READ MORE

English summary
Today Karnataka is facing election for its Assembly. Every party is demanding for majority.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X