For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live- বাথটবের জলে ডুবে শ্রীদেবীর মৃত্যু, দেহ ফেরানো নিয়ে ফের জটিলতা

সোমবার বেলার দিকে ছাড়া শ্রীদেবীর নশ্বর দেহ মুম্বইয়ে পৌঁছনোর সম্ভাবনা কম। দুবাই-এর সংবাদমাধ্য খলিজ টাইমসের দাবি, খুব তাড়াতাড়ি হলেও স্থানীয় সময় সোমবার সকাল ৭টা বেজে যাবে।

Google Oneindia Bengali News

নেই শ্রীদেবী। এটা যেন এখনও কেউ ভাবতেই পারছে না। ৪ বছরে তামিল সিনেমায় অভিনয় থেকে শুরু করে ১৩ বছর বয়সে হিন্দি ফিল্মে তাঁর পদার্পণে এক নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন শ্রী আম্মা ইয়াঙ্গার আয়াপ্পান ওরফে শ্রীদেবী। ১৯৮৩ সালে 'হিম্মতওয়ালা' বলিউডে প্রতিষ্ঠা দিয়েছিল তাঁকে। এরপর 'সদমা'। বিপরীতে কমল হাসান। আজও ভারতীয় চলচ্চিত্রে যা অন্যতম কাল্ট ছবির মর্যদা পায়।

শ্রী'হীন বলিউড, শোকাহত চলচ্চিত্র মহল

২০১৭ সালেই মুক্তি পেয়েছিল শ্রীদেবীর 'মম' ছবিটি। এবার শাহরুখ খানের সঙ্গে কাজ করছিলেন 'জিরো' ছবিতে। বলতে গেলে শ্রীদেবীর ফিল্মি কেরিয়ারের এটাই সেই শেষ ছবি।

শ্রী'হীন বলিউড, শোকাহত চলচ্চিত্র মহল

Newest First Oldest First
9:24 PM, 26 Feb

আমার হৃদয় শ্রীদেবীর পরিবারের পাশে, বললেন শক্তি কাপুর
9:13 PM, 26 Feb

অনিল কাপুরের বাড়িতে দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং
8:23 PM, 26 Feb

দুবাইয়ের পাবললিক প্রসিকিউটার ময়না তদন্তের রিপোর্টে সন্তুষ্ট নন। জিজ্ঞাসবাদ করা হয় বনি কাপুরকে। এমনই দাবি সূত্রের।
7:43 PM, 26 Feb

দুবাইতে প্রসিকিউশন ম্যাজিস্ট্রেটের সম্মতি পেলেই শ্রীদেবীর শবদেহ ছাড়া হবে,মুম্বই রওনা হওয়ার জন্য।
7:18 PM, 26 Feb

বনি কাপুরের প্রাথমিক বয়ান রেকর্ড করল দুবাই পুলিশ। সম্ভবত আজ মাঝরাতে মুম্বইতে আসতে পারে শ্রীদেবীর শবদেহ।
6:30 PM, 26 Feb

শ্রীদেবী মদ্যপান করতেন না বলে দাবি করেছেন রাজনীতিবিদ অমর সিং। তাঁর আরও দাবি আজ মধ্যরাতেই আসতে পারে শ্রীদেবীর শবদেহ।
5:49 PM, 26 Feb

বনি কাপুর দুবাই পুলিশের তরফের একাধিক নথিতে স্বাক্ষর করেছেন বলে সূত্রের দাবি।
5:36 PM, 26 Feb

ফের একবার শ্রীদেবীর মৃত্যু ঘিরে তদন্তে নেমে দুবাইয়ের হোটেল স্টাফদের জিজ্ঞাসাবাদ করা হবে বলে সূত্রের খর। ফলে এই মৃত্যু ঘিরে রহস্য এখনও রয়ে গেল। বাংলা মিডিয়াতে ওয়ান ইন্ডিয়া বাংলাই প্রথম শ্রীদেবীর মৃত্যু ঘিরে নানা প্রশ্ন তুলেছিল।
5:25 PM, 26 Feb

দুবাই পুলিশ, শ্রীদেবীর মৃত্যুর গোটা তদন্তভার তুলে দেয় দুবাই প্রসিকিউশানের কাছে। ফলে আজ রাতে মুম্বইতে এসে নাও পৌঁছতে পারে শ্রীদেবীর দেহ।
5:15 PM, 26 Feb

পরীক্ষা চলছে শ্রীদেবীর ফোন রেকর্ডের। দুবাই পুলিশ সূত্রে খবর।
5:14 PM, 26 Feb

এখনও এদেশে শ্রীদেবীর দেহ ফেরানো হবে কী না তা নিয়ে প্রশ্ন রয়েছে। কারণ শ্রীদেবীর মৃত্যু নিয়ে এখনও তদন্ত চালাতে পারে দুবাই পুলিশ। এমনটাই সূত্রের খবর।
4:32 PM, 26 Feb

শ্রীদেবীকে দুবাইয়ের হোটেলের বাথটব থেকে ভেজা অবস্থায় উদ্ধার করা হয় বলে খবর সূত্রের। এই মৃত্যুর নেপথ্য়ে কোনও অপরাধমূলক উদ্দেশ্য ছিল না।
4:26 PM, 26 Feb

একটি সূত্রের খবরে জানা যাচ্ছে,দুবাইয়ে হোটেলের বাথরুমে বাথটবে পড়ে যান শ্রীদেবী। আর সেখানে পড়ে গিয়েই তাঁর মৃত্যু হয়েছে।
4:12 PM, 26 Feb

শ্রীদেবীর মৃ্ত্যু নিয়ে ফরেন্সিক রিপোর্ট প্রকাশ করল দুবাই পুলিশ, শবদেহ আনতে সন্ধ্যা গড়াবে
3:32 PM, 26 Feb

ফরেন্সিক রিপোর্টে জানা গিয়েছে, শ্রীদেবীর মৃত্য়ু হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়েই। এমনই দাবি এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের। তবে আর ২ ঘণ্টার মধ্যে এই রিপোর্ট প্রকাশ্যে আনা হবে বলে খবর।
3:11 PM, 26 Feb

মনে করা হচ্ছে ভারতীয় সময় বিকেল ৫টা নাগাদ শ্রীদেবীর মরদেহ নিয়ে দুবাই থেকে রওনা হবে প্রাইভেট জেট
3:11 PM, 26 Feb

সৌরভকে দুপুর ২টোর মধ্যে হাসপাতালে আসতে বলা হয়েছে, তখনই ডেথ সার্টিফিকেট হাতে তুলে দেওয়া হবে
3:10 PM, 26 Feb

বনি কাপুরের পরিবারের সদস্য সৌরভ মালহোত্রাকে সঙ্গে করে বেরিয়ে গেলেন ভারতীয় কনস্যুলেটের আধিকারিক
3:05 PM, 26 Feb

শ্রীদেবীর মরদেহের কোনও দ্বিতীয় ময়না তদন্ত হবে না, জানিয়ে দিল দুবাই ফরেনসিক ডিপার্টমেন্ট
3:04 PM, 26 Feb

ফরেনসিক ডিপার্টমেন্ট জানিয়েছে ২টোর মধ্যে সমস্ত প্রক্রিয়া শেষ করে ফেলা হবে।
3:03 PM, 26 Feb

হাসপাতালে ভারতীয় কনস্যুলেটের আধিকারিক, মর্গে বনি কাপুরের পরিবারের সদস্য সৌরভ মালহোত্রাকে ডেকে পাঠানো হয়
2:32 PM, 26 Feb

অনিল কাপুরের বাড়িতে জাহ্নবির সঙ্গে দেখা করলেন মাধুরী দিক্ষীত
2:31 PM, 26 Feb

এখনও হাসপাতালের মর্গে শ্রীদেবীর দেহ, ব্লাড রিপোর্ট আসতে কয়েক ঘণ্টা লাগবে
12:57 PM, 26 Feb

কোনওভাবেই দুবাই-এর স্থানীয় সময় বিকেল ৪টা বা ৪.৩০টার আগে শ্রীদেবীর মরদেহ নিয়ে প্রাইভেট জেট দেশের উদ্দেশে রওনা হতে পারবে না
12:56 PM, 26 Feb

এরপর আরও ৩ ঘণ্টা সময় লাগবে, যার মধ্যে আছে দেহের 'এববাল্মিং', পাসপোর্ট বাতিল এবং ইমিগ্রেশন-এর আরও কিছু বিষয়
12:55 PM, 26 Feb

শ্রীদেবীর রক্তের ফরেনসিক রিপোর্ট এখনও আসেনি, এই রিপোর্ট ও বাকি ফরেনসিক রিপোর্ট আসতে দুবাই-এর স্থানীয় সময় ১টা থেকে ১.৩০টা বেজে যাবে, ভারতীয় সময় তখন বিকেল ৪টা বা ৪.৩০টা হবে
12:15 PM, 26 Feb

৩৬ ঘণ্টা ধরে দুবাই-এর হাসপাতালে রাখা শ্রীদেবীর মরদেহ, প্রিয় অভিনেত্রীকে দেখতে হাসপাতালের বাইরে অনুরাগীদের ভিড়
11:53 AM, 26 Feb

গত ২ দিন ধরে কাকা অনিল কাপুরের বাড়িতেই আছেন জাহ্নবি
11:52 AM, 26 Feb

অনিল কাপুরের বাড়িতে দীপ্তি নাভাল, ফারহান আখতার, জাহ্নবীর সঙ্গে দেখা করে স্বান্তনা দিলেন তাঁরা
11:48 AM, 26 Feb

শ্রীদেবীর শেষকৃত্যে যোগ দিয়ে হায়দরাবাদ থেকে মুম্বইয়ে অনিল কাপুরের বাড়িতে এলেন দক্ষিণী মেগাস্টার চিরঞ্জিবী
READ MORE

English summary
Sridevi, the Bollywood icon has passed away on Saturday night in Hotel room in Dubai. The actress has gone to Dubai to attend a family marriage function.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X