For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live- রাজ্যসভা নির্বাচনেও মোদীর জয়জয়াকার, বহু পিছনে কংগ্রেস, দেখুন গণনার ফল

এই যাত্রায় ১৬টি রাজ্যে রাজ্যসভার মোট ৫৮টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। এরসঙ্গে কেরলের একটি আসনেও উপনির্বাচন।

Google Oneindia Bengali News

এই যাত্রায় ১৬টি রাজ্যে রাজ্যসভার মোট ৫৮টি আসনে নির্বাচন। এরসঙ্গে কেরলের একটি আসনেও উপনির্বাচন। রাজ্যসভায় মেয়াদ শেষ হতে চলা আসনগুলিতে নির্বাচনের জন্য ২৩ ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি জারি হয়েছিল। আজই ভোটগ্রহণ শেষে গণনা হবে।

রাজ্যসভার নির্বাচন ঘিরে কড়া হুইপ রাজনৈতিক দলগুলির

Newest First Oldest First
10:32 PM, 23 Mar

উত্তর প্রদেশের ১০ আসনের মধ্যে ৯টি বিজেপি-র পকেটে, ১টি আসন সপার দখলে, ক্রস ভোটিং-এ জেরবার মায়াবতীর বিএসপি।
9:39 PM, 23 Mar

কিছু অভিযোগ ওঠায় উত্তর প্রদেশে ভোটগ্রহণে দেবি, ২ ঘণ্টা দেরিতে শুরু হয় গণনা।
9:38 PM, 23 Mar

কেরলের ১টি আসনের উপনির্বাচনে জয়ী সিপিএম নেতৃত্বাধীন এলডিএফ সমর্থিত সংযুক্ত জনতা দলের শারদ যাদব গ্রুপের নেতা এম পি বীরেন্দ্রকুমার।
9:33 PM, 23 Mar

তেলেঙ্গানার ৩টি আসনের সবকটিতেই জয়ী টিআরএস।
9:32 PM, 23 Mar

রাজস্থানের ৩টি আসনের সবকটি বিজেপি-র ঝুলিতে।
9:32 PM, 23 Mar

ওড়িশার ৩ আসনের মধ্যে ৩টি-তেই জয়ী বিজু জনতা দল।
9:23 PM, 23 Mar

মহারাষ্ট্রের ৬টি আসনের মধ্যে ৩টিতে বিজেপি, ১টি-তে কংগ্রেস এবং অন্যান্য-র পকেটে গিয়েছে ২টি আসন।
9:22 PM, 23 Mar

মধ্যপ্রদেশের ৫ আসনের মধ্যে ৪টি়-তে বিজেপি এবং ১টি আসনে কংগ্রেস জয় পেয়েছে।
9:19 PM, 23 Mar

কর্ণাটকের ৪টি আসনের মধ্যে ৩টি-তে কংগ্রেস ও ১টি-তে বিজেপি জয় পেয়েছে।
9:18 PM, 23 Mar

ঝাড়খণ্ডের ২টি আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেস ১টি করে আসন পেয়েছে।
9:14 PM, 23 Mar

হরিয়ানা, হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডের ১টি করে আসনে নির্বাচন হয়েছে। এর সবকটি বিজেপি-র পকেটে গিয়েছে।
9:12 PM, 23 Mar

গুজরাটের ৪টি আসনের মধ্যে ২টি করে আসনে জয় পেয়েছে কংগ্রেস ও বিজেপি।
9:11 PM, 23 Mar

ছত্তিশগঢ়ের ১টি আসনে নির্বাচন হয়। এই আসনটি তে জয় পেয়েছে বিজেপি।
9:08 PM, 23 Mar

অন্ধ্রপ্রদেশের ৩টি আসনের মধ্যে টিডিপি-র দখলে ২টি এবং ওয়াইএসআর কংগ্রেসের দখলে ১টি আসন, বিজেপি ভাড়ারে শূন্য।
9:07 PM, 23 Mar

বিহারের ৬টি আসনের মধ্যে বিজেপি ও কংগ্রেস পেয়েছে ১টি করে আসন, আরজেডি ও জেডিইউ-এর দখলে ২টি করে আসন।
9:01 PM, 23 Mar

এই মুহূর্তে বিজেপি পকেটে রাজ্যসভার ৭৮টি আসন, কংগ্রেসের পকেটে ৫৭, অন্যদের কাছে রয়েছে ৯৯টি আসন।
8:59 PM, 23 Mar

উত্তরপ্রদেশের ১০ আসনে এখনও ফল ঘোষণা হয়নি।
8:59 PM, 23 Mar

পশ্চিমবঙ্গে ৫ আসনের মধ্যে ৪টিতে জয়ী তৃণমূল অন্যটিতে জয়ী তৃণমূল সমর্থিত কংগ্রেস প্রার্থী অভিষেক মনু সিংভি।
8:58 PM, 23 Mar

এই মুহূর্তে ৫৮টি আসনের মধ্যে ৪৪টি আসনের ফল ঘোষণা হয়েছে।
8:52 PM, 23 Mar

রাজ্যসভা নির্বাচনের গণনা এখন শেষ পর্যায়ে, চলছে ফল ঘোষণা
5:28 PM, 23 Mar

বিধায়কদের ভোট বাতিলে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আগে থেকে ভোট দেওয়ার পদ্ধতি শিখিয়ে দেওয়ার পরও কেন এমনটা হল? জিজ্ঞেস করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
5:26 PM, 23 Mar

মুর্শিদাবাদের কংগ্রেস বিধায়ক জাকির হোসেন-এর পর গোবিন্দ নস্কর ও হাজি নুরুল সহ তিন তৃণমূল বিধায়কেরও ভোট বাতিল।
4:18 PM, 23 Mar

রাজ্যসভার নির্বাচনে কোন দল কোথায়, কটি আসনের ফল ঘোষণা হতে হবে, দেখে নিন
3:17 PM, 23 Mar

রাজ্যসভার ভোটগ্রহণে বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
3:17 PM, 23 Mar

বিধানসভায় রাজ্যসভার ভোটগ্রহণে লাইনে আব্দুর রেজ্জাক মোল্লা, ব্রাত্য বসু।
3:16 PM, 23 Mar

বিধানসভায় ভোট দিতে লাইনে দাঁড়িয়েছেন তৃণমূলের শশী পাঁজা, রবীন্দ্রনাথ ঘোষরা।
2:10 PM, 23 Mar

বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক কংগ্রেসের অভিষেক মনু সিংভি-র। প্রায় ২০ মিনিট ধরে বিধানসভার মধ্যেই মমতা ও মনু সিংভি-র মধ্যে এই বৈঠক চলে।
12:42 PM, 23 Mar

মুর্শিদাবাদের কংগ্রেস বিধায়কের ভোট বাতিল হওয়ার আশঙ্কা, ব্য়ালটে ১ সংখ্যা লেখার বদলে সোজা দাগ টেনে দেন, এর ফলে তার ভোট বাতিলের সংখ্যা রয়েছে।
12:41 PM, 23 Mar

পশ্চিমবঙ্গ বিধানসভাতেও জোর কদমে ভোটগ্রহণ চলছে
12:41 PM, 23 Mar

তিরুঅনন্তপুরম-এ চলছে রাজ্যসভার ভোটগ্রহণ।
READ MORE

English summary
58 seats in Rajya Sabha are facing election today. Though 33 candidates have already un-unanimously elected.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X