For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপির ভাঁড়ার শূন্য, মধ্যপ্রদেশের দুটি আসনে জয়ী কংগ্রেস, ওড়িশায় জিতল বিজেডিও

বিজেপুর বিধানসভা আসনে ৭২% ভোট পড়েছিল। কোলারাসেও ৭২%-এর বেশি ভোট পড়ে। মানগাওয়ালিতেও ভোট পড়েছিল ৭০%-এর কাছাকাছি।

  • |
Google Oneindia Bengali News

২৪ তারিখে ওড়িশার বিজেপুর, মধ্যপ্রদেশের কোলারাস ও মানগাওলি বিধানসভা আসনগুলিতে উপনির্বাচন হয়। তিনটি আসনই কংগ্রেসের দখলে ছিল। ২০১৯-এর লোকসভা নির্বাচনের আগে এই তিন বিধানসভা আসন-কে কার্যত মর্যাদার লড়াই হিসাবেই দেখা হচ্ছে।

২০১৯-এর আগে এই ৩ বিধানসভায় অ্যাসিড টেস্ট

বিজেপুর বিধানসভা আসনে ৭২% ভোট পড়েছিল। কোলারাসেও ৭২%-এর বেশি ভোট পড়ে। মানগাওয়ালিতেও ভোট পড়েছিল ৭০%-এর কাছাকাছি।

Newest First Oldest First
6:52 PM, 28 Feb

মধ্যপ্রদেশের মনগাওলি আসন জিতে নিল কংগ্রেস। ২ হাজার ভোটে জিতলেন ব্রিজেন্দ্র সিং যাদব।
4:26 PM, 28 Feb

ভোটে জিতে সকলকে ধন্যবাদ জানিয়েছেন ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক। ২০১৯ লোকসভা ভোটেও দল ভালো ফল করবে বলে আশাপ্রকাশ করেছেন তিনি।
4:01 PM, 28 Feb

বিজেপুরে বিজেডি প্রার্থী রীতা সাহু ৪১ হাজার ৯৩৩ ভোটে জয়ী।
3:18 PM, 28 Feb

কোলারস আসনে কংগ্রেস ৩৩২৮ ভোটে এগিয়ে রয়েছে।
3:17 PM, 28 Feb

মধ্যপ্রদেশের মনগাওলি আসনে ১১ রাউন্ড শেষে কংগ্রেস ৫২৪৪ ভোটে এগিয়ে রয়েছে।
2:31 PM, 28 Feb

২০তম রাউন্ডের শেষে বিজেপুরে ১ লক্ষের বেশি ভোটে এগিয়ে বিজেডি প্রার্থী রীতা সাহু। দ্বিতীয় স্থানে বিজেপি।
1:50 PM, 28 Feb

বিজেপুরে বিজেডির লিড বেড়ে হল ৯৩ হাজার ২৮৩। শেষ ১৮তম রাউন্ডের গণনা।
1:23 PM, 28 Feb

১৬ রাউন্ডের শেষে ওড়িশার বিজেপুরে বিজেডি প্রার্থী রীতা সাহু ৮৪ হাজার ৯৬৯ ভোটে এগিয়ে রয়েছেন।
1:22 PM, 28 Feb

কোলারসে কংগ্রেস প্রার্থী মহেন্দ্ সিং যাদব ২১৪২ ভোটে ও মনগাওলিতে কংগ্রেস প্রার্থী ব্রিজেন্দ্র সিং যাদব ২১৯৭ ভোটে এগিয়ে রয়েছেন।
12:36 PM, 28 Feb

কোলারসে পঞ্চম রাউন্ডের শেষে কংগ্রেস ২২৫০ ভোটে এগিয়ে রয়েছে।
12:23 PM, 28 Feb

মনগাওলিতে পঞ্চম রাউন্ড শেষে ৬৭১ ভোটে এগিয়ে কংগ্রেস।
12:03 PM, 28 Feb

গতবছরে আতের ও চিত্রকূটে দুটি উপনির্বাচনেও কংগ্রেসের কাছে বিজেপি পরাজিত হয়েছে
11:36 AM, 28 Feb

বিজেপুরে বিজেডি এগিয়ে রয়েছে ২০৭৯১ ভোটে।
11:24 AM, 28 Feb

কংগ্রেস কোলারসে ১৩০০-র বেশি ভোটে ও মনগাওলিতে ১৩৮১ ভোটে এগিয়ে রয়েছে তৃতীয় রাউন্ডের গণনা শেষে।
10:57 AM, 28 Feb

লিড কমলেও কোলারসে ও মনগাওলিতে এগিয়ে কংগ্রেস। কোলারসে ৬৯০ ও মনগাওলিতে ১৯০ ভোটে এগিয়ে রাহুলের দল। বিজেডি এগিয়ে বিজেপুরে।
10:38 AM, 28 Feb

কোলারস ও মনগাওলিতে এগিয়ে গিয়েছে কংগ্রেস। কোলারসে বড় লিড কংগ্রেসের। এদিকে বিজেডি বিজেপুরে এগিয়ে রয়েছে।
10:08 AM, 28 Feb

বিজেপুরে বিজেডি দ্বিতীয় রাউন্ড শেষে ৫৫০০ ভোটে এগিয়ে রয়েছে। কোলারসে কংগ্রেস দ্বিতীয় রাউন্ড শেষে ১২৫৬ ভোটে ও বিজেপি ৩০৫ ভোটে এগিয়ে রয়েছে।
10:06 AM, 28 Feb

কোলারসে বড় ব্যবধানে এগিয়ে গিয়েছে কংগ্রেস। মনগাওলিতে এগিয়ে বিজেপি। অন্যদিকে ওড়িশার বিজেপুরে এগিয়ে রয়েছে বিজেডি।
9:36 AM, 28 Feb

বিজেপুরে বিজেপি প্রার্থী রীতা সাহু এগিয়ে রয়েছেন প্রাথমিক ভোটগণনায়।
9:20 AM, 28 Feb

মধ্যপ্রদেশের দুটি কেন্দ্র মনগাওলি ও কোলারসে এগিয়ে কংগ্রেস। এই দুই কেন্দ্রে কংগ্রেস প্রার্থী মহেন্দ্র সিং যাদব ও ব্রিজেন্দ্র সিং যাদব।
8:43 AM, 28 Feb

ভোটগণনা চলছে জোরকদমে। আর কিছুক্ষণের মধ্যেই প্রাথমিক ট্রেন্ড বোঝা যাবে।
8:23 AM, 28 Feb

ভোটগণনা শুরু হযে গিয়েছে ইতিমধ্যেই। বিজেপুর, কোলারস ও মনগাওলি আসন তিনটি কংগ্রেসের ছিল। এবারও কংগ্রেস ক্ষমতা ধরে রাখতে পারে কিনা সেটাই দেখার।
8:21 AM, 28 Feb

মধ্যপ্রদেশ উপনির্বাচনে সকলের বিশেষ নজর রয়েছে। কারণ বিজেপি শাসিত এই রাজ্যে এবছর বিধানসভা ভোট রয়েছে। তার আগে এই নির্বাচনের ফলে সকলের নজর থাকবে।
7:49 AM, 28 Feb

নভেম্বর মাসে মধ্যপ্রদেশে আটার ও চিত্রকূট বিধানসভা আসনেও উপনির্বাচন হয়েছিল। কিন্তু, ওই দু'টি আসনেই জয় পায় কংগ্রেস। তাই এবার এই দুই আসনে জয় ছিনিয়ে স্কোর ২-২ করতে মরিয়া বিজেপি।
7:48 AM, 28 Feb

মধ্যপ্রদেশের দু'টি বিধানসভা আসন হল কোলারাস ও মানগাওলি। এই দুই আসনে কংগ্রেস বিধায়কের প্রয়াণে উপনির্বাচন অনুষ্ঠিত হয়।
7:46 AM, 28 Feb

বিজেপুর উপনির্বাচন শান্তিপূর্ণ ও অবাধ হয়েছে বলে দাবি নির্বাচন কমিশনের, বিকেল ৫টা পর্যন্ত ভোটদানের হার ৭২%, তবে বহু বুথে এখনও ভোটদাতাদের লম্বা লাইন রয়েছে বলেও জানা গিয়েছে।
7:45 AM, 28 Feb

সম্প্রতি যতগুলি উপনির্বাচন বা বিধানসভা নির্বাচন হয়েছে- সেখানে সবসময়ই লড়াইটা হয়েছে দুই দলের মধ্যে। কিন্তু, বিজেপুরা-য় এখন ত্রিশঙ্কু অবস্থা। ওড়িশার এই বিধানসভা আসনটি-তে কংগ্রেস, বিজেডি ও বিজেপি-র মতো জোর লড়াই চলছে। পরিসংখ্যান বলছে গত তিন বিধানসভা নির্বাচনে কংগ্রেসই এই আসনে জয়ী হয়ে আসছে। কিন্তু, এবারের হিসেব যে কোনও মুহূর্তে বদলে যেতে পারে বলে মনে করা হচ্ছে।
7:42 AM, 28 Feb

২০১৯ সালের লোকসভা নির্বাচনের আগে মহড়া বললে ভুল হয় না। কারণ, লোকসভা নির্বাচনের সঙ্গে সঙ্গে ওই সময়ে ওড়িশাতে বিধানসভার ভোটও অনুষ্ঠিত হবে। তাই বিজেপুরের বিধানসভা আসনের উপনির্বাচন ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি।

English summary
Bijepur is the assembly seats of Odisha and Kolaras, Mungaoli belong to Madhyapradesh. These three assembly seats went to the by-poll on 24th February.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X