For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live- মালদহ- নিউ দিল্লি এক্সপ্রেসের দুর্ঘটনায় তদন্তের নির্দেশ রেলের, উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রীর

উত্তর প্রদেশের রায়বরেলির কাছে লাইনচ্যুত মালদহ-নিউ দিল্লি এক্সপ্রেস। সকাল ছটা পাঁচ নাগাদ এই দুর্ঘটাটি ঘটে।

Google Oneindia Bengali News

উত্তর প্রদেশের রায়বরেলির কাছে লাইনচ্যুত নিউ দিল্লি-মালদা নিউ ফরাক্কা এক্সপ্রেস। সকাল ছটা পাঁচ নাগাদ এই দুর্ঘটাটি ঘটে বলে জানা গিয়েছে। এখনও পর্যন্ত সাতজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ২১ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃত ও আহতদের মধ্যে বেশ কয়েকজন পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে পারেন বলে অনুমান। মালদহ, মোঘল-সরাই, পটনায় খোলা হয়েছে হেল্পলাইন।

পুজোর আগে রাজ্যের কাঁধে ফের দুর্ঘটনার ধাক্কা

মঙ্গলবার সকাল নটায় মালদা থেকে রওনা হয়েছিল ট্রেনটি। দুর্ঘটনার জেরে আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছে। আটকে রয়েছে ১৮ টি এক্সপ্রেস ট্রেন।

Newest First Oldest First
11:59 AM, 10 Oct

মালদহ- নিউ দিল্লি এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে ৫টি ট্রেন বাতিল করা হয়েছে।
11:14 AM, 10 Oct

মালদহ ও রায়বারেলি-তে হেল্পলাইন নম্বর খুলল রেলওয়ে।
11:10 AM, 10 Oct

দুর্ঘটনাস্থলে ভিড়ে ভিড়াক্কার পরিস্থিতি, আতঙ্কিত যাত্রীদের সরিয়ে নিয়ে যাওয়ার প্রক্রিয়া চলছে।
11:07 AM, 10 Oct

দুর্ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ, কড়়া করা হয়েছে নিরাপত্তার বন্দোবস্ত।
11:05 AM, 10 Oct

ড্রোনের সাহায্যে লং রেঞ্জ ক্যামেরার সাহায্যে পরিস্থিতির উপরে নজর রাখা হয়েছে বলে জানালেন উত্তর প্রদেশের আইজি আইন-শৃঙ্খলা আনন্দ কুমার।
11:03 AM, 10 Oct

ঘটনাস্থলে ৬টি মৃতদেহ উদ্ধার করা হয়, ২৭ জন জখমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আরও একজনের মৃত্যু হয়েছে, জানালেন জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর কমান্ডার।
10:59 AM, 10 Oct

মালদহ-নিউ দিল্লি এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত ও আহতদের আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা রেলমন্ত্রী পীযূষ গোয়েলের, মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা, গুরুতর জখমদের ১ লক্ষ টাকা এবং অল্প আহতদের ৫০ হাজার টাকার ক্ষতিপূরণের ঘোষণা।
10:47 AM, 10 Oct

মালদহ- নিউ দিল্লি এক্সপ্রেস-এর দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, মৃত ও আহতদের পরিবারকে সমবেদনা জানিয়েছেন তিনি, উত্তর প্রদেশ সরকার সর্বতভাবে দুর্গতদের পাশে দাড়াচ্ছে এবং উদ্ধারকাজে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীও কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
10:34 AM, 10 Oct

দুর্ঘটনাস্থলে ভিড় জমে গিয়েছে উৎসুক জনতার, এদের মধ্যে অনেকেই দুর্ঘটনার পরই পরই ঘটনাস্থলে দৌড়ে আসেন।
10:32 AM, 10 Oct

দুর্ঘটনার পর বেঁকে হেলে পড়েছে ইঞ্জিন, আতঙ্কে ছুট লাগাচ্ছেন যাত্রীরা।
10:26 AM, 10 Oct

নিউ ফরাক্কা-দিল্লি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় কাজে লাগানো হল ড্রোন, এতে লাগানো লং-রেঞ্জ ক্যামেরা দিয়ে পরিস্থিতির উপরে নজর রাখা হয়েছে।
10:08 AM, 10 Oct

ইঞ্জিন-সহ ৯ বগির লাইনচ্যুত হওয়ার খবর নিশ্চিত করলেন উত্তর রেলের ডিআরএম, তিনি জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে সকলকে উদ্ধার করা হয়েছে। ব্যবস্থা করা হয়েছে অন্য ট্রেনের। তবে লাইনচ্যুত ট্রেনকে সরানো থেকে রুট পরিস্কার করতে অন্তত ২৪ থেকে ২৬ ঘণ্টা সময় লাগবে বলেও জানিয়েছেন তিনি।
10:04 AM, 10 Oct

ট্রেন দুর্ঘটনায় দুর্গত যাত্রী এবং আহত ও মৃত যাত্রীদের উদ্ধারের যুদ্ধকালীন তৎপরতায় কাজ করতে নির্দেশ দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।
10:03 AM, 10 Oct

নিউ ফরাক্কা ও দিল্লি এক্সপ্রেসের দুর্ঘটনার জেরে খোলা হয়েছে হেল্পলাইন নম্বর।
10:00 AM, 10 Oct

উত্তর প্রদেশের রায় বারেলেতি ট্রেন দুর্ঘটনায় উদ্ধারকাজে হাত লাগাতে পৌঁছেছে লখনউ এবং বারাণসী থেকে এনডিআরএফ-এর দুটি দল।
9:58 AM, 10 Oct

নিউ ফরাক্কা-দিল্লি এক্সপ্রেস দুর্ঘটনায় সবধরনের সাহায্য়ের নির্দেশ দিলেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল।
9:54 AM, 10 Oct

চলছে উদ্ধার কাজ, এখন পর্যন্ত যা খবর তাতে ৭ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে, জখম হয়েছেন ২১ জন।

English summary
New Farakka-Delhi Express is derailed and get Live Update on the incident
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X