For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নাগাল্যান্ডে বিস্ফোরণ-সংঘর্ষে মৃত ১, দুই রাজ্যের বহু বুথে ইভিএম-ভিভিপ্যাটে গোলযোগ

ত্রিপুরার পর এবার মেঘালয় ও নাগাল্যান্ড। উত্তর-পূর্ব ভারতের এই ২ রাজ্যে আজ ভোটগ্রহণ। ২ রাজ্যেই ৬০ টি বিধানসভা আসন। কিন্তু, এরমধ্যে ৫৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরার পর এবার মেঘালয় ও নাগাল্যান্ড। উত্তর-পূর্ব ভারতের এই ২ রাজ্যে আজ ভোটগ্রহণ। ২ রাজ্যেই ৬০ টি বিধানসভা আসন। কিন্তু, এরমধ্যে ৫৯টি আসনে ভোটগ্রহণ হচ্ছে। কংগ্রেস শাসিত মেঘালয়ের তখত দখলের জোর লড়াই-এ নেমেছে বিজেপি। ছোট-খাটো আঞ্চলিক পার্টি সম্বিলিত নাগাল্যান্ডের ক্ষমতা দখলেও এবার কৌশল নিয়েছে নরেন্দ্র মোদীর দল। এর জন্য নাগাল্যান্ডের প্রভাবশালী আঞ্চলিক পার্টিগুলোর সঙ্গে জোটও তৈরি করেছে বিজেপি।

উত্তর-পূর্ব ভারতের ২ রাজ্যে আজ ভোট, জানুন আপডেট

উত্তর-পূর্ব ভারতের অসম, মণিপুর ও অরুণাচলের শাসন ক্ষমতায় বিজেপি। নাগাল্যান্ড ও মেঘালয় জয় করে বিজেপি উত্তর-পূর্ব ভারতের তাদের জয়ের বৃত্তটা সম্পূর্ণ করতে চাইছে। ভোটের দিন-ক্ষণ ঘোষণা থেকেই নাগাল্যান্ডে অসন্তোষ বেড়েছে। নাগাল্যান্ডের শান্তি-প্রক্রিয়া নিয়ে নির্দিষ্ট সিদ্ধান্তে আগে আসা হোক তারপর না হয় ভোট হবে- এমন দাবিও তুলেছিল বেশ কিছু আঞ্চলিক দল।

Newest First Oldest First
1:48 PM, 27 Feb

নাগাল্যান্ডের প্রত্যন্ত অঞ্চলের বেশ কিছু বুথে ভোটদানের সময় শেষ বেলা ৩ টে তেই
1:29 PM, 27 Feb

নাগাল্যান্ডের বিভিন্ন বুথে আইটিবিপির প্রহরায় ভোটগ্রহণ চলছে
1:23 PM, 27 Feb

বেলা ১ টা পর্যন্ত নাগাল্যান্ডের ভোটদানের হার ৫৬ শতাংশের বেশি, জানিয়েছেন সেখানকার সিইও
1:19 PM, 27 Feb

ভোট দেওয়ার পর মেঘালয় বিজেপির রাজ্য সভাপতি শিবুন লিংডো
12:36 PM, 27 Feb

নাগাল্যান্ডের জুনহেবোরো জেলার অাকুলুতো কেন্দ্রে এনপিএফ এবং এনডিপিপির মধ্যে সংঘর্ষে মৃত ১, আহত ২। নাগাল্যান্ডের সিইও জানিয়েছেন দুপক্ষের সংঘর্ষে গুলি চালানোর ঘটনাও ঘটে
12:28 PM, 27 Feb

মেঘালয়ের আমপাতি বিধানসভা কেন্দ্রের ভোটগ্রহণ কেন্দ্রে ভোটের লাইনে মুখ্য়মন্ত্রী মুকুল সাংমা। সংসাক আসন থেকেও প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি
12:12 PM, 27 Feb

বেলা ১১ টা পর্যন্ত মেঘালয়ে ভোটদানের হার ৪১ শতাংশ
12:08 PM, 27 Feb

মেঘালয়ে চলা ভোট-প্রকৃতিতে খুশি মেঘালয় প্রদেশ কংগ্রেস
12:07 PM, 27 Feb

প্রথমবারের জন্য মেঘালয়ে ৬৭টি পুরোপুরি মহিলা পরিচালিত ভোটগ্রহণ কেন্দ্র এবং ৬১ টি মডেল ভোটগ্রহণ কেন্দ্র তৈরি করা হয়েছে
12:05 PM, 27 Feb

ভোটের জন্য রাজ্য়ের পুলিশ ছাড়াও মেঘালয়ে ১০৬ কোম্পানি সিএপিএফ মোতায়েন করা হয়েছে
11:33 AM, 27 Feb

বেলা ১১ টা পর্যন্ত নাগাল্যান্ডের ভোটদানের হার ৩৯ শতাংশ
11:32 AM, 27 Feb

ভোটের লাইনে মেঘালয়ের উমরই কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তথা প্রাক্তন মুখ্য়মন্ত্রীর ছেলে জর্জ বি লিংডো
11:27 AM, 27 Feb

ইভিএম এবং ভিভিপ্যাটের গোলযোগের কারণে নাগাল্যান্ডের প্রায় ১০০ টি বুথে ভোটগ্রহণ দেরিতে শুরু হয়েছে, জানিয়েছেন নাগাল্যান্ডের সিইও
10:53 AM, 27 Feb

মেঘালয়ের সাউথ তুরা কেন্দ্রে ভোটদানের পর এনসিপি প্রার্থী জন লেসলি সাংমা
10:51 AM, 27 Feb

ভোটদানের পর নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী
10:48 AM, 27 Feb

নর্থ শিলং-এর ওকল্যান্ডের বুথে মেঘালয়ের রাজ্যপাল গঙ্গাপ্রসাদ
10:42 AM, 27 Feb

মেঘালয়ে পর্যবেক্ষকদের মধ্যে রয়েছেন ৫৫ জন নির্বাচনী পর্যবেক্ষক, ২২ জন সাধারণ ও ব্যয় নিরিক্ষণকারী পর্যবেক্ষক, ১১ জন পুলিশ পর্যবেক্ষক এবং ৪৪২ জন মাইক্রো অবজারভার
10:40 AM, 27 Feb

মেঘালয়ে ২৫ টি বিধানসভা কেন্দ্রে সম্পূর্ণ মহিলা চালিত ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৭৭টি। ভোটগ্রহণে নিযুক্ত সরকারি কর্মীর সংখ্যা প্রায় ১৫ হাজার
10:37 AM, 27 Feb

ভোট দেওয়ার পর ভোটগ্রহণ কেন্দ্রের বাইরে মেঘালয়ের নংপো কেন্দ্রের ইউডিপি প্রার্থী রোনা খিমডিট
10:27 AM, 27 Feb

মেঘালয়ের সিইও বেশ কিছু জায়গার ইভিএম এবং ভিভিপ্যাট খারাপ হওয়ার কথা স্বীকার করে নিয়েছেন। যেসব জায়গায় ভোট দেরিতে শুরু হয়েছে, সেইসব জায়গায় ভোটদানের সময়সীমা বাড়ানো হবে বলেও জানিয়েছেন তিনি
10:25 AM, 27 Feb

নাগাল্যান্ডের সিইও জানিয়েছেন, সকাল থেকে ৪০ টি ভিভিপ্যাট, ১৬ টি কন্ট্রোল ইউনিট এবং ব্যালট ইউনিটে খারাপ হয়েছে
10:21 AM, 27 Feb

মেঘালয় জুড়েই ইভিএম, ভিভিপ্যাট খারাপ হওয়ার অভিযোগ। শিলং-এর সেন্ট অ্যান্টনি স্কুল-সহ একাধিক জায়গায় ভোটগ্রহণে বিঘ্ন, লাইনে দাঁড়িয়ে ভোটদাতারা
10:05 AM, 27 Feb

অসম-নাগাল্যান্ড সীমানায় নাগাল্যান্ডের লংলেং জেলার লাডিগড় ভোট কেন্দ্রে উত্তেজনার জেরে ভোটগ্রহণে বিঘ্ন
10:02 AM, 27 Feb

মানুষ তাঁদেরই ভোট দেবেন বলে আশাপ্রকাশ করলেন মেঘালয়ের এনসিপি প্রধান করনাড সাংমা
9:56 AM, 27 Feb

ভোট দিয়ে বেরোলেন ইস্ট শিলং-এর কংগ্রেস প্রার্থী তথা মেঘালয়ের মন্ত্রী আম্পারিন লিংডো, লাইতুমখায়
9:48 AM, 27 Feb

সকাল সাড়ে ৯ টা পর্যন্ত মেঘালয়ে ভোটদানের হার ২২ শতাংশ
9:47 AM, 27 Feb

এক্সিট পোলের ওপর নিষেধাজ্ঞা আজ বিকেল সাড়ে চারটে পর্যন্ত
9:46 AM, 27 Feb

মেঘালয়ের খেলিশং-এর ভোটগ্রহণ কেন্দ্রে প্রতিবন্ধী ভোটার ওয়েন রানি
9:40 AM, 27 Feb

ভোটের লাইনে নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী টিআর জিলিয়াং
9:33 AM, 27 Feb

বেলা ৯ টা পর্যন্ত নাগাল্যান্ডে ভোটদানের হার ১৭ শতাংশ
READ MORE

English summary
The tribal-Christian-majority north-eastern states of Meghalaya and Nagaland vote today. While Congress is battling anti-incumbency in Meghalaya, in Nagaland, it is contesting in only 18 seats.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X