For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

EXIT POLL LIVE: কী বলছে ৫ রাজ্যের বুথ ফেরত সমীক্ষা, জানতে ক্লিক করুন

মিটে গেল পাঁচ রাজ্যের ভোটগ্রহণ। এবার ১১ ডিসেম্বর গণনার ফল ঘোষণা হবে। তার আগে এখন বুথ ফেরত সমীক্ষা। আর সেই বুথ ফেরত সমীক্ষার খুঁটি-নাটি ফল নিয়ে হাজির আমরা।

Google Oneindia Bengali News

মিটে গেল পাঁচ রাজ্যের ভোটগ্রহণ। এবার ১১ ডিসেম্বর গণনার ফল ঘোষণা হবে। তার আগে এখন বুথ ফেরত সমীক্ষা। আর সেই বুথ ফেরত সমীক্ষার খুঁটি-নাটি ফল নিয়ে হাজির আমরা। লাইভ ব্লগে দেখে নিন বুথ ফেরত সমীক্ষায় ৫ রাজ্যের জয়-পরাজয়ের ট্রেন্ড।

EXIT POLL LIVE: কী বলছে ৫ রাজ্যের বুথ ফেরত সমীক্ষা, জানতে ক্লিক করুন

১১ নভেম্বর থেকে শুরু হয়ে গিয়েছিল ভোট গ্রহণ পর্ব। ছত্তিশগঢ়-এ ভোট-এর মধ্যে দিয়ে ৫ রাজ্যে ভোটগ্রহণের দামামাটা বেজে গিয়েছিল। প্রায় একমাস ধরে ভোটের এই মহারণ চলার পর তা সমাপ্ত হল ৭ ডিসেম্বর। এখন সকলেরই জিজ্ঞাসা কোন রাজ্যে কার দিকে পাল্লা ভারি। এই ফল জানা যাবে ১১ ডিসেম্বর। তার আগে এদিন করা হচ্ছে বুথ ফেরত সমীক্ষা। আর সেখানেই উঠে আসছে নানা তথ্য।

Newest First Oldest First
8:30 AM, 8 Dec

তেলেঙ্গানায় কার সরকার, বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় উঠে আসা সম্ভাব্য ফল একনজরে।
8:29 AM, 8 Dec

রাজস্থানে কার সরকার, বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় দাবি করা ফল একনজরে।
8:28 AM, 8 Dec

ছত্তিশগঢ়ে কার সরকার, দেখে নিন বিভিন্ন বুথ ফেরত সমীক্ষায় দাবি করা ফল এনজরে।
9:12 PM, 7 Dec

নিউজ এক্স নেতার বুথ ফেরত সমীক্ষায় দাবি তেলেঙ্গানার ১১৯টি আসনের মধ্যে টিআরএস ৫৭, কংগ্রেস ৪৬, বিজেপি ৬ ও অন্য়ান্য ১০টি আসন পাবে।
8:55 PM, 7 Dec

নিউজ এক্স নেতার বুথ ফেরত সমীক্ষায় দাবি রাজস্থানের ১৯৯টি আসনের মধ্যে বিজেপি ৮০, কংগ্রেস ১১২, অন্যান্য ৯টি আসন পাবে।
8:52 PM, 7 Dec

রিপাবলিক-জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি ছত্তিশগঢ়ের ৯০টি আসনের মধ্যে বিজেপি ৪০-৪৮, কংগ্রেস ৩৭-৪৩ এবং অন্যান্য ৫-৬টি আসন পাবে।
8:48 PM, 7 Dec

রিপাবলিক-জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি তেলেঙ্গানার ১১৯টি আসনের মধ্যে টিআরএস ৫০-৬৫, কংগ্রেস ৩৮-৫২, বিজেপি ৪-৭ এবং অন্যান্য ৮-১৪টি আসন পাবে।
8:45 PM, 7 Dec

রিপাবলিক-জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি রাজস্থানের ১৯৯টি আসনের মধ্যে বিজেপি ৮৩-১০৩, কংগ্রেস ৮১-১০১ এবং অন্যান্য ১৫টি আসন পাবে।
8:42 PM, 7 Dec

এবিপি নিউজ-সিএসডিএস-এর বুথ ফেরত সমীক্ষায় ছত্তিশগঢ়ের ৯০টি আসনের মধ্যে বিজেপি ৫২, কংগ্রেস ৩৫ ও ৩টি আসন পাবে।
8:40 PM, 7 Dec

এবিপি নিউজ- সিএসডিএস-এর বুথ ফেরত সমীক্ষায় রাজস্থানের ১৯৯টি আসনের মধ্যে বিজেপি ৮৩, কংগ্রেস ১০১ এবং অন্য়ান্য ১৫-টি আসন পাবে।
8:23 PM, 7 Dec

টাইমস নাউ-সিএনএক্স-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি মিজোরমের ৪০ আসনের মধ্যে কংগ্রেস ১৬, এমএনএফ ১৮, অন্যান্য ৬টি আসন পাবে।
8:21 PM, 7 Dec

ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস-এর বুথ ফেরত সমীক্ষায় মিজোরমের ৪০ আসনের মধ্যে কংগ্রেস ৮-১২. এমএনএফ ১৬-২০, অন্য়ান্য ৮-১২-টি আসন পাবে।
8:17 PM, 7 Dec

ইন্ডিয়া টুডে- অ্যাক্সিস-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি রাজস্থানে ১৯৯টি আসনের মধ্যে বিজেপি ৫৫-৭২, কংগ্রেস ১১৯-১৪১, অন্যান্য ৪-১১টি আসন পাবে।
8:14 PM, 7 Dec

ইন্ডিয়া টুডে-অ্য়াক্সিস-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি ছত্তিশগঢ়ে ৯০টি আসনের মধ্যে বিজেপি ২১-৩১, কংগ্রেস ৫৫-৬৫, অন্য়ান্য ৪-৮টি আসন পাবে।
8:12 PM, 7 Dec

ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি তেলেঙ্গানার ১১৯টি আসনের মধ্যে টিআরএস ৭৯-৯১, কংগ্রেস ২১-৩৩, এআইএমআইএম ৪-৭, বিজেপি ১-৩, অন্যান্য ০ আসন পাবে।
7:31 PM, 7 Dec

আজতক-অ্য়াক্সিস-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি মধ্যপ্রদেশের মোট ২৩০ আসনের মধ্যে বিজেপি ১১১, কংগ্রেস ১১৩, বিএসপি ০ এবং অন্য়ান্য ৬টি আসন পাবে।
7:25 PM, 7 Dec

এবিপি নিউজ- সিএসডিএস-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি মধ্যপ্রদেশের ২৩০টি আসনের মধ্যে বিজেপি ৯৪, কংগ্রেস ১২৬, বিএসপি ০০ এবং অন্য়ান্য ১০টি আসন পাবে।
7:22 PM, 7 Dec

রিপাবলিক-জন কি বাত-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি মধ্যপ্রদেশের ২৩০ আসনের মধ্যে বিজেপি ১১১, কংগ্রেস ১১৩, বিএসপি ০ এবং অন্যান্য ৭ টি আসন পাবে
7:08 PM, 7 Dec

ইন্ডিয়া টুডে-অ্য়াক্সিস-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি মধ্যপ্রদেশে ২৩০ আসন-এর মধ্যে বিজেপি ৫৫-৭২, কংগ্রেস ১১৯-১৪১, অন্য়ান্য ৪-১১-টি আসন পাবে।
6:20 PM, 7 Dec

টাইমস নাউ-সিএনএক্স-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি ছত্তিশগঢ়-এ ৯০ আসনের মধ্যে বিজেপি ৪৬, কংগ্রেস ৩৫ ও অন্য়ান্য ৩৫-টি আসন পাবে।
6:12 PM, 7 Dec

টাইমস নাউ-সিএনএক্স-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি তেলেঙ্গানায় টিআরএস ৬৬, কংগ্রেস ৩৭, বিজেপি ৭ এবং অন্য়ান্য ৯টি আসন পাবে।
6:06 PM, 7 Dec

রিপাবলিক-সি ভোটার-এর বুথ ফেরত সমীক্ষায় দাবি ২৩০ আসনের মধ্যপ্রদেশে বিজেপি ১১৮, কংগ্রেস ১০৫ এবং অন্য়ান্য ৭টি আসন পাবে।
5:52 PM, 7 Dec

টাইমস নাউ-সিএনএক্স-এর বুথফেরত সমীক্ষায় দাবি রাজস্থানে ভোট হওয়া ১৯৯টি আসনের মধ্যে বিজেপি ৮৫, কংগ্রেস ১০৫, বিএসপি ২ এবং অন্য়ান্য ৭টি আসন পাবে।
5:50 PM, 7 Dec

আজতক-অ্যাক্সিস-এর বুথফেরত সমীক্ষায় দাবি মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে বিজেপি ১১১, কংগ্রেস ১১৩, অন্য়ান্য ০৬টি আসন পাবে।
5:41 PM, 7 Dec

টাইমস নাউ-সিএনএক্স-এর বুথফেরত সমীক্ষায় মধ্যপ্রদেশে ২৩০টি আসনের মধ্যে বিজেপি ১২৬, কংগ্রেস ৮৯ এবং বিএসপি ৬, অন্যান্য ৯ আসন পাবে।
5:35 PM, 7 Dec

নরেন্দ্র মোদী-র সুরে সুর মিলিয়েই সম্বিৎ দাবি করেছেন বিজেপি শুধু রাজস্থান-এ জয় পাবে না, সেইসঙ্গে ভোটযুদ্ধে এক নতুন ট্রেন্ডও তৈরি করবে।
5:33 PM, 7 Dec

৫ রাজ্যের ভোটের শেষদিনে বিস্ফোরক দাবি সম্বিৎ পাত্র-র, বিজেপি-র মুখপাত্র সম্বিৎ দাবি করেছেন মধ্যপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগঢ়-এ আধিপত্য রেখেই জয় পাবে বিজেপি।
5:24 PM, 7 Dec

বিকেল পাঁচটা পর্যন্ত রাজস্থানে ৭২.৭% ভোট পড়েছে।
5:23 PM, 7 Dec

বিকেল ৩টে পর্যন্ত তেলেঙ্গানায় ৫৬.১৭% ভোট পড়েছে।
4:31 PM, 7 Dec

আজ তেলেঙ্গানা, রাজস্থান, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ ও মিজোরামের ভোটের বুথ ফেরত সমীক্ষাক ফলাফল প্রকাশিত হবে।
READ MORE

English summary
Poll in 5 states ends today. Now all are waiting for the results that will come on 11 December. Though before exit poll has taken place. To know the live exit poll trend log into these article.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X