For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Live- 'তিতলি'-র ঘায়ে বিধ্বস্ত ওড়িশা-অন্ধ্র, ৮জনের মৃত্যু, বাতিল একাধিক ট্রেন

ওড়িশা উপকূলে আছড়ে পড়ল ঘূর্ণিঝড় তিতলি। মূল ভূখণ্ডে যখন তিতলি আছড়ে পড়ে তখন ঘূর্ণিঝড়ের গতিবেগ ছিল ঘন্টায় ১২৬ কিমি।

  • |
Google Oneindia Bengali News

তিতলির প্রবল আঘাতে ত্রস্ত-বিধ্বস্ত অবস্থা ওড়িশা ও অন্ধ্র উপকূলে। ওড়িশায় সমুদ্রে প্রবল জলোচ্ছ্বাস দেখা দিয়েছে। এর ফলে নদীগুলিতেও জলস্ফীতি হয়েছে। বেশকিছু এলাকা প্লাবিত। তিতলির আঘাত আর কয়েক ঘণ্টা চললে ওড়িশায় বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। অন্যদিকে, তিতলির মূল প্রকোপ এখন অন্ধ্র উপকূলে। সেখানে প্রশাসন আপতকালীন পরিস্থিতিতে কাজ করছে। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও টুইটারে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিম্নচাপ হওয়ার দিকে তিতলি, বাংলার আকাশে দুর্যোগের শঙ্কা

Newest First Oldest First
8:23 AM, 12 Oct

গোপালপুুরে সমুদ্র সৈকতে জলোচ্ছ্বাস।
8:18 AM, 12 Oct

আবহাওয়া দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলছেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু।
8:13 AM, 12 Oct

তিতলির আঘাতে প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে পলাশা স্টেশন।
8:08 AM, 12 Oct

তিতলির আঘাতের পর এমনভাবেই উপড়ে পড়েছে গাছ-গাছালি।
8:04 AM, 12 Oct

অন্ধ উপকূলে বঙ্গোপসাগরের উপরে এখনও বইছে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া, জারি করা হয়েছে সতর্কতা।
8:02 AM, 12 Oct

তিতলি আছড়়ে পড়ার পর শ্রীকাকুলামের ছবিটা এমনই ভয়ানক ছিল।
8:02 AM, 12 Oct

তিতলির প্রভাবে ঝাড়খণ্ডের বিভিন্ন স্থানে শুরু হয়েছে বৃষ্টি, আজও এই আবহাওয়া বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
7:26 AM, 12 Oct

তিতলির করাল গ্রাসে এখন অন্ধ্রপ্রদেশ, মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর সঙ্গে কথা বলে সবধরনের সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
6:30 PM, 11 Oct

তিতলির আছড়ে পড়ার সময়কার শ্রীকাকুলামের ছবি
6:28 PM, 11 Oct

শ্রীকাকুলামের পলাশা রেলস্টেশনের ছবি
3:32 PM, 11 Oct

শ্রীকাকুলাম এবং বিজয়নগরমে মৃতের সংখ্যা কমপক্ষে ৮
3:30 PM, 11 Oct

শ্রীকাকুলামের চারদিকে ধ্বংসের ছবি, শুনশান গোপালপুর
12:57 PM, 11 Oct

তিতলির তাণ্ডবে অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামে ২ জনের মৃত্যু
11:29 AM, 11 Oct

ঘূর্ণিঝড়ের আগে কী করা উচিৎ কী করা উচিত নয়, তা জানিয়েছে ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি
11:10 AM, 11 Oct

ভুবনেশ্বর থেকে বাতিল ইন্ডিগোর ৫ টি উড়ান
11:09 AM, 11 Oct

কলকাতা-ভুবনেশ্বরের মধ্যে একাধিক উড়ান বাতিল করা হয়েছে
10:53 AM, 11 Oct

সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ওড়িশার গঞ্জাম জেলা
9:20 AM, 11 Oct

অন্ধ্রপ্রদেশের শ্রীকাকুলামের বৃহস্পতিবার ভোরের ছবি
9:18 AM, 11 Oct

জনজীবন স্বাভাবিক রাখতে রাস্তায় নেমেছেন ওড়িশার সরকারি কর্মীরা
9:14 AM, 11 Oct

আতঙ্কিত না হয়ে অন্যদের সাহায্যের বার্তা দিয়েছেন শিল্পী সুদর্শন পট্টনায়েক
9:13 AM, 11 Oct

৮ মৎস্যজীবীকে উদ্ধার করেছে উপকূলরক্ষী বাহিনী
9:13 AM, 11 Oct

সতর্ক রয়েছে উপকূলরক্ষী বাহিনী
9:05 AM, 11 Oct

ঢেউ-এর ধাক্কায় বিধ্বস্ত পূর্ব মেদিনীপুরের উপকূলবর্তী এলাকা
9:04 AM, 11 Oct

ওড়িশায় চলছে মুষলধারায় বৃষ্টি
8:49 AM, 11 Oct

তিতলির জেরে ভয়ঙ্কর উত্তাল সমুদ্র
8:48 AM, 11 Oct

বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় বৃষ্টি চলবে
8:48 AM, 11 Oct

আগামী ১৩ অক্টোবর পর্যন্ত তিতলির প্রভাবে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বৃষ্টি চলবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর
8:48 AM, 11 Oct

স্থলভাগে ঢােকার পর তিতলির গতিপথের পরিবর্তন, এগোচ্ছে বাংলার দিকে
8:47 AM, 11 Oct

ওড়িশার গোপালপুর এবং অন্ধ্রের কলিঙ্গপত্তনম থেকে প্রায় তিনলক্ষ মানুষকে আগেভাগেই অপেক্ষকৃত নিরাপদস্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে
8:46 AM, 11 Oct

বহু ট্রেন বাতিল করা হয়েছে, ঘুরিয়ে দেওয়া হয়েছে বেশ কিছু ট্রেনের রুট
READ MORE

English summary
Get live Update of Cyclone Titli
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X