For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE জনতা কার্ফু: মোদীর আবেদন মেনেই কাঁসর, ঘণ্টা বাজিয়ে অভিবাদন জরুরি পরিষেবা দানকারীদের

  • |
Google Oneindia Bengali News

রবিবার ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত সকল মানুষকে আবেদন করেছেন প্রধানমন্ত্রী মোদী যাতে সকলে বাড়িতে থেকে, রাস্তায় না বেরিয়ে জনতা কার্ফু পালন করেন। মোদী বলেছেন, আবশ্যক কাজ ছাড়া সকলকে আবেদন করব এই কাজে সাহায্য করুন। ২২ মার্চ জনতা কার্ফুর সফলতা আমাদের করোনা ভাইরাস নিয়ে আগামিদিনের পরিস্থিতিকে সামলাতে সাহায্য করবে। রাজ্য সরকারগুলিকে আবেদন করে তিনি বলেছেন, জনতা কার্ফু সফলভাবে পালন করতে যেন প্রতিটি প্রদেশ সাহায্য করে।

LIVE জনতা কার্ফু: সারাদিন কী চলছে দেশে? সমস্ত আপডেট একনজরে

Newest First Oldest First
8:59 PM, 22 Mar

ক্রিকেট ঈশ্বর সচিন তেন্ডুলকর পালন করলেন জনতা কার্ফু।
8:57 PM, 22 Mar

স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন পালন করলেন জনতা কার্ফু।
8:44 PM, 22 Mar

সিঙ্গাপুরের প্রবাসী ভারতীয়রা হাততালি দিয়ে জনতা কার্ফু পালন করলেন।
8:42 PM, 22 Mar

লোকসভার স্পিকার ওম বিড়লা পরিবার সহ জনতা কার্ফু পালন করলেন তালি বাজিয়ে।
8:40 PM, 22 Mar

গোয়ার গভর্নর সত্যপাল মালিক পালন করলেন জনতা কার্ফু।
7:53 PM, 22 Mar

উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইড়ু সস্ত্রীক হাততালু দিয়ে জনতা কার্ফু পালন করলেন।
7:52 PM, 22 Mar

হাততালি দিয়ে জনতা কার্ফুকে সমর্থন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের।
7:51 PM, 22 Mar

কাসর বাজিয়ে জনতা কার্ফু পালন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মা হীরাবেনের।
7:43 PM, 22 Mar

অসমে জনতা কার্ফুর চিত্র।
7:41 PM, 22 Mar

হাতহাতলি দিয়ে জনতা কার্ফুতে মাতলেন কর্ণাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা।
7:10 PM, 22 Mar

তামিলনাড়ুতে জনতা কার্ফু পালন।
6:06 PM, 22 Mar

এনসিপি প্রধান শরদ পাওয়ার জনতা কার্ফুতে শামিল হলেন।
5:52 PM, 22 Mar

অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী জগন্মোহন রেড্ডি হাততালি দিয়ে জনতা কার্ফুতে শামিল হলেন।
5:26 PM, 22 Mar

নয়ডার চিত্র।
5:26 PM, 22 Mar

উত্তরাখণ্ডের দৃশ্য। জনতা কার্ফুকে সমর্থন মানুষের।
5:16 PM, 22 Mar

কেরলের ইডুক্কির চিত্র। গোটা এলাকা লকডাউন জনতা কার্ফুর কারণে।
5:07 PM, 22 Mar

যেভাবে সারা দেশের প্রতিটি এলাকা একযোগে হাততালি দিয়ে উঠল তা এককথায় অবিশ্বাস্য। দিল্লি থেকে কেরল, বাংলা থেকে মহারাষ্ট্র, সর্বত্র একই চিত্র লক্ষ্য করা গেল।
5:07 PM, 22 Mar

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অনুরোধ মেনেই গোটা দেশেই কাঁসর ঘণ্টা বাজিয়ে জরুরি পরিষেবাদানকারীদের ধন্যবাদ জানালেন দেশবাসী
5:03 PM, 22 Mar

গোটা দেশ হাততালি আর শঙ্খধ্বনিতে মুখরিত হয়ে উঠল। #Indiasalutes
4:49 PM, 22 Mar

আর কিছুক্ষণ পরই দেশের বিভিন্ন প্রান্তে জনতা কার্ফুতে মানুষ শামিল হবেন নিজের নিজের বাড়ি থেকে। কারণ বিকেল পাঁচটার পর প্রধানমন্ত্রী মোদী হাততালি দিয়ে, শঙ্খ বাজিয়ে করোনা সতর্কতা বাড়ানোর পরামর্শ দিয়েছেন দেশবাসীকে। একইসঙ্গে জরুরি পরিষেবায় যুক্ত যাঁরা যাদের এভাবে সম্মাননা জানানোর কথা বলা হয়েছে।
4:48 PM, 22 Mar

জনতা কার্ফুর মাঝেই বিকেল ৫টায় জরুরি পরিষেবা দানকারীদের ধন্যবাদ জানাতে ঘণ্টা বা থালা বা হাততালি দেওয়ার কথা মনে করালেন প্রধানমন্ত্রী মোদী
4:44 PM, 22 Mar

জনতা কার্ফু নিয়ে মোদীকে সমর্থন পি চিদাম্বরমের
4:43 PM, 22 Mar

লকডাউন করার সিদ্ধান্ত রাজ্যের ৭৫টি জেলাকেও
4:43 PM, 22 Mar

জনতা কার্ফুর দিনেই পশ্চিমবঙ্গ সহ রাজ্যের সব পুর শহর লকডাউন ঘোষণার সিদ্ধান্ত
4:43 PM, 22 Mar

জনতা কার্ফুর সাফল্য দেখেই প্রায় গোটা দেশে লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার
3:35 PM, 22 Mar

জনতা কার্ফু পালন করছে গোটা দেশ। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক সকলকে উতসাহ দিয়ে লড়াইয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে।
3:28 PM, 22 Mar

সোমবারও জনতা কার্ফু জারি রাখার আবেদন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রা উদ্ধব ঠাকরের।
3:05 PM, 22 Mar

লক ডাউনে বাদ নেই মালদহও। এলাকার ব্যস্ততম এলাকা শামিল জনতা কার্ফুর সমর্থনে।
2:58 PM, 22 Mar

তামিলনাড়ুর শৈল শহরর উটির ছবি।
2:48 PM, 22 Mar

৩১ তারিখ পর্যন্ত আন্তরাজ্য বাস, ট্রেন, মেট্রো পরিষেবা বন্ধ থাকবে।
READ MORE

English summary
Get Janata Curfew for Coronavirus Live Updates On March 22nd Sunday in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X