For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উত্তরপ্রদেশে ফের আক্রান্ত বিদেশি পর্যটক, সুইস দম্পতির পর এবার জার্মান নাগরিক

ফতেপুর সিকরিতে সুইস দম্পতিকে মারধরের পর এবার রবার্টসগঞ্জ রেলস্টশনের কাছে এক জার্মান নাগরিককে মারধর করল একদল যুবক। এই ঘটনায় এর রেলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

উত্তরপ্রদেশে বিদেশিদের ওপর হামলার ঘটনা যেন থামতেই চাইছে না। ফতেপুর সিকরিতে সুইস দম্পতিকে মারধরের পর এবার রবার্টসগঞ্জ রেলস্টশনের কাছে এক জার্মান নাগরিককে মারধর করল একদল যুবক। এই ঘটনায় এর রেলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত রেলকর্মীর অবশ্য দাবি, ওই জার্মান নাগরিকই প্রথমে তাঁর মুখে ঘুসি মারে।

উত্তরপ্রদেশে ফের আক্রান্ত বিদেশি পর্যটক, সুইস দম্পতির পর এবার জার্মান নাগরিক

অমন যাদব নামে রেলের ওই ইঞ্জিনিয়ারের দাবি, হোলগার এরিক নামে ওই জার্মান নাগরিককে তিনি ভারতে স্বাগত জানান। কিন্তু পাল্টা এরিক তাঁকে গালাগালি করতে থাকেন। এমনকী তার ওপর থুতুও ফেলেন বলে অভিযোগ। এরপরই বচসার থেকে হোলগার এরিক তাঁকে ঘুসি মারেন বলে পাল্টা অভিযোগ করেছেন অমন যাদব।

উত্তরপ্রদেশে ফের আক্রান্ত বিদেশি পর্যটক, সুইস দম্পতির পর এবার জার্মান নাগরিক

এদিকে সাংবাদিকদের প্রশ্ন এড়িয়ে গিয়েছেন হোলগার এরিক। থানায় তিনি বলেন,ভারতের আইন আছে, সুপ্রিমকোর্ট গোপনীয়তা রক্ষাকে মোলিক অধিকারের তকমা দিয়েছে, তাই তাঁর গোপনীয়তাকে যেন সম্মান জানানো হয়।

গত মাসের ফতেপুর সিকরিতে এক সুইস দম্পতিকে বেধড়ক মারধর করা হয়। সেই ঘটনায় ৫জনকে গ্রেফতার করা হয়। উত্তরপ্রদেশ সরকারে কাছে গোটা ঘটনার রিপোর্ট চেয়ে পাঠায় বিদেশমন্ত্রক।

English summary
A German tourist has been beaten up by a railway employee at Robertsganj in Uttar Pradesh, this is the second attack after swiss couple assaulted last month.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X