For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিভিন্ন বিষয়ে ২০টি চুক্তি, মোদীর সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর

প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ও অন্যান্য বিষয়ে বোঝাপড়া বাড়াতে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা মোদী-মের্কেলের।

Google Oneindia Bengali News

প্রতিরক্ষা এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা জোরদার করতে ও অন্যান্য বিষয়ে বোঝাপড়া বাড়াতে আজ শুক্রবার দ্বিপাক্ষিক বৈঠক করার কথা মোদী-মের্কেলের। দুই দেশের মধ্যে প্রায় ২০টি চুক্তি স্বাক্ষর করা হবে বলে মনে করা হচ্ছে। গতরাতেই রাতে দিল্লি পৌঁছান জার্মান চ্যান্সেলর। সেখানে তাঁকে অভ্যর্থনা জানান প্রধানমন্ত্রীর দফতরের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। দুদিনের সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকের পাশাপাশি দুদেশের মধ্যে প্রায় ২০টি চুক্তি স্বাক্ষর করার কথা তাঁর। এর আগে গত জুন মাসে জাপানের ওসাকায় জি-২০-র শীর্ষ সম্মেলনে মুখোমুখি হয়েছিলেন মোদী ও মের্কেল।

মোদীর সঙ্গে বৈঠকে জার্মান চ্যান্সেলর অঞ্জেলা মার্কেল

শুক্রবার সকালে মের্কেলকে রাষ্ট্রপতিভবনে আনুষ্ঠানিকভাবে অভ্যর্থনা জানানো হয়। এরপর রাজঘাটে মহাত্মা গান্ধীকে তিনি শ্রদ্ধা জানান। প্রতিরক্ষা এবং নিরাপত্তা ছাড়াও আজ কৃত্রিম বুদ্ধিমত্তা, অপ্রচলিত শক্তি, জলসম্পদ, শিক্ষা, রেল-প্রযুক্তির মতো ক্ষেত্রগুলি নিয়ে দুই দেশের রাষ্ট্রপ্রধানের মধ্যে আলোচনা হতে পারে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে ট্যুইটে মর্কেলকে স্বাগত জানানোর ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়, 'আমাদের সম্পর্ক আরও সমৃদ্ধ। জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মের্কেল দিল্লি পৌঁছলেন। তাঁর ভারত সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তিনি পঞ্চম ইন্টার-গভর্নমেন্টার কনসালটেশনে প্রতিনিধিত্ব করবেন। এক বছরে এই নিয়ে দুই নেতা পঞ্চমবার বৈঠক করবেন।'

পঞ্চম ইন্টার-গভর্নমেন্টার কনসালটেশনের বৈঠক শেষ হওয়ার পর মোদী ও মের্কেল প্রেস বিবৃতি দেবেন। শনিবার ব্যবসায়িক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মের্কেল। মনে করা হচ্ছে কাশ্মীর নিয়েও আলোচনা হতে পারে মের্কেল ও মোদীর মধ্যকার। কাশ্মীর থেকে ৩৭০ ধারা প্রত্যাহার করার পরেই দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে ভারতের পাশে দাঁড়িয়েছিল জার্মানি। তারা বলেছিল, এই সিদ্ধান্ত একান্ত ভাবেই ভারতের অভ্যন্তরীণ। তবে সম্প্রতি ভারতে অবস্থিত জার্মান দূতাবাসের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, জম্মু ও কাশ্মীর থেকে অবিলম্বে যাবতীয় নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পক্ষপাতী তারা।

English summary
German Chancellor Angela Markel to meet PM narendra modi to formalise 20 pacts between two nations
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X