For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'শীতের আগে জঙ্গি ও অস্ত্র পাচারের ছকে রয়েছে পাকিস্তান', কাশ্মীর নিয়ে মুখ খুললেন সেনা প্রধান নরভানে

'জঙ্গি ও অস্ত্র শীতের আগে পাচারের ছকে রয়েছে পাকিস্তান', কাশ্মীর প্রসঙ্গে সেনা প্রধানের মন্তব্য

  • |
Google Oneindia Bengali News

লাদাখ সংঘাতের মাঝেও পাকিস্তান তার চেনা সন্ত্রাসের নক্সা নিয়ে হাজির। চেনা ছকেই সীমান্ত দিয়ে জঙ্গিদের পাচার করার কাজ করছে পাকিস্তান। এমন তথ্য গোয়েন্দা সূত্রে এলেও, এবার এক সাক্ষাৎকারে সেকথা জানিয়েছেন ভারতের সেনা প্রধান মুকুন্দ নরভানে।

পাকিস্তানের প্যাঁয়তারা নিয়ে কী বললে নরভানে

পাকিস্তানের প্যাঁয়তারা নিয়ে কী বললে নরভানে

শীতের আগমনের আগেই কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা দিয়ে অনবরত জঙ্গিদের ঢুকিয়ে যাচ্ছে পাকিস্তান। এদিন এক সর্বভারতীয় চ্যানেলকে দেওয়া সাক্ষৎকারে একথা জানান ভারতের সেনা প্রধান। তিনি বলেন, পাকিস্তানের এই চিরকালীন দুরাভিসন্ধির কাজ ভারতের সেনা পাল্টা জবাবে রুদ্ধ করে দিচ্ছে বলে জানান তিনি।

জঙ্গি নিধন

জঙ্গি নিধন

সেনা প্রধান জানিয়েছেন, পাকিস্তানের এই নক্সাকে বানচাল করতে ভারতের সেনা অনুপ্রবেশ বিরোধী ও জঙ্গি দমন অভিযানে পর পর সাফল্য পাচ্ছে। গত ২৪ সেপ্টেম্বর থেকে ১৫ অক্টোবরের মধ্যে কাশ্মীরে ১৭ জন জঙ্গিকে নিকেশ করা হয়েছে বলে খবর।

পাকিস্তানের ব্যাটের কারসাজি

পাকিস্তানের ব্যাটের কারসাজি

গত ১৪ অক্টোবর কাশ্মীরের তাংধার সেক্টর দিয়ে জঙ্গি অনুপ্রবেশ করানোর চেষ্টায় ছিল পাকিস্তান বর্ডার অ্যাকশন টিম। পাক সেনা ক্রমাগত গুলি চালিয়ে ভারতের সেনার নজর সেদিকে ঘুরিয়ে দিয়ে জঙ্গিদের অন্যপথে প্রবেশ করানোর ছক কষেছিল। কিন্কু সেই ইসলামাবাজের সেই চেনা ছক ভারতীয় সেনা বানচাল করেছে বলে জানান জেনারেল মুকুন্দ নরভানে।

FATF এর আগে নির্লজ্জ পাকিস্তানের কারনামা!

FATF এর আগে নির্লজ্জ পাকিস্তানের কারনামা!

এদিকে, সামনেই পাকিস্তান FATF এর মুখোমুখি হবে সন্ত্রাসে আর্থিক মদত ইস্যুতে। সেখানে পাকিস্তান সন্ত্রাসী কার্যকলাপে কতটা মদত করছে তা নিয়ে বিচার, পর্যালোচনা হবে। যার ওপর নির্ভর করছে পাকিস্তানের আর্থিক ভবিষ্যৎ। এদিকে, এমন পরিস্থিতিতেও গত ১০ অক্টোবর কাশ্মীরের কুপওয়ারার কেরান সেক্টর দিয়ে জঙ্গি অনুপ্রবেশ ও অস্ত্র পাচারের ছক কষে পাকিস্তান। যা ফের বানচাল করে সেনা।

ডিসিজিআই-এর কাছে আবেদন! এবার রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়াল রাজ্যের ৩ হাসপাতালে ডিসিজিআই-এর কাছে আবেদন! এবার রাশিয়ার ভ্যাকসিনের ট্রায়াল রাজ্যের ৩ হাসপাতালে

English summary
General Naravane says , Pak continues to push terrorists, arms across LoC
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X