For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপি ধাক্কা খেল ২০১৯ লোকসভা নির্বাচনের আগে, দল ছাড়লেন পাঁচবারের মুখ্যমন্ত্রী

ফের বিজেপি ছাড়লেন অরুণাচল প্রদেশের পাঁচবারের মুখ্যমন্ত্রী গেগং আপাং। মঙ্গলবার টুইট করে তিনি বিজেপির প্রার্থীপদ ছাড়ার কথা জানান।

  • |
Google Oneindia Bengali News

ফের বিজেপি ছাড়লেন অরুণাচল প্রদেশের পাঁচবারের মুখ্যমন্ত্রী গেগং আপাং। মঙ্গলবার টুইট করে তিনি বিজেপির প্রার্থীপদ ছাড়ার কথা জানান। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ ও রাজ্য সভাপতি টাপির গাওকে চিঠি দিয়ে তিনি বিজেপি ছাড়ার কথা জানান। তাঁর এই সিদ্ধান্তে লোকসভা ভোটের আগে বিপাকে বিজেপি।

বিজেপির মস্ত ধাক্কা

এদিন বিজেপি থেকে পদত্যাগ করে গেগং আপাং জানান, আমি বিজেপির প্রাথমিক সদস্যপদ ছাড়লাম। এখন তৃণমূলস্তরের সমস্যা নিরসনের জন্য লড়াই চালাব। তিনি বিজেপি ছাড়লেও কোন দলে যোগ দেবেন, তা স্পষ্ট করেননি। এর আগে একাধিকবার দল ছাড়ার নজির আছে তাঁর।

গেগং আপাং কংগ্রেসের হয়ে চার দফা ও বিজেপির হয়ে একবার অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছিলেন। ১৯৮০ সাত থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি কংগ্রেসের প্রতিনিধি হিসেবে অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। এরপর তিনি কংগ্রেস ছেড়ে ইউনাইটেড ডেমোক্রেটিক ফ্রন্টে যোগ দেন। ২০০৭ সালে ফের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন।

এই দফায় তিনি বিজেপিতে যোগ দেন। আবার বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরে আসেন। এরপর ২০১৪ সালে তিনি দ্বিতীয় দফায় বিজেপিতে যোগদান করেন। তাঁর নেতৃত্বেই ভোটে লড়ে বিজেপি। তাঁর হাত ধরেই অরুণাচল প্রদেশে বিজেপির শাসন কায়েম হয়েছিল। পরে ২০১০ সালে তিনি হাজার কোটি টাকার গণবণ্টন দুর্নীতি মামলায় গ্রেফতার হন।

English summary
Gegong Apang have resigned from BJP before Loksabha Election 2019. He informs that he will now focus on grass-root problem.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X