For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারতের বিরুদ্ধে কাশ্মীরে জঙ্গি কার্যকলাপকে সমর্থন করলেন গিলানি

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

kashmir map
শ্রীনগর, ১২ নভেম্বর : ভারতের 'দখলদারি' থেকে কাশ্মীরকে 'মুক্ত' করতে বন্দুক ধারণকে সমর্থনই করলেন বিচ্ছিন্নতাবাদী নেতা সৈয়দ আলি গিলানি । নিজের বক্তব্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে তিনি ভগৎ সিং, সুভাষচন্দ্র বসুর সঙ্গেও কাশ্মীরি জঙ্গিদের তুলনা টেনেছেন।

গিলানি ভগৎ সিং, সুভাষচন্দ্র বসুর সঙ্গেও কাশ্মীরি জঙ্গিদের তুলনা টেনেছেন

এদিন সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেন, "রাজনৈতিক আলোচনা চলতেই পারে। কিন্তু, বন্দুকের লড়াই চালিয়ে যাওয়া হল আর একটা রাস্তা। এই পথেও কাশ্মীর সমস্যার স্থায়ী সমাধান সম্ভব । মনে রাখতে হবে, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের মানুষ দু'টো পথে লড়াই চালিয়েছিল। একটা ছিল মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংস আন্দোলন। আর একটা ছিল ভগৎ সিংয়ের নেতৃত্বে সহিংস আন্দোলন। ভারত কিন্তু ভগৎ সিংকে শহিদদের মর্যাদা দিয়েছে। আবার দেখুন, সুভাষচন্দ্র বসুও ব্রিটিশ শাসনের বিরুদ্ধে লড়াই চালানোর জন্য একটা ফৌজ তৈরি করে ফেলেছিলেন। তা হলে বুঝতেই পারছেন, বন্দুকের ব্যবহার ভারতের স্বাধীনতা আন্দোলনকে কীভাবে শক্তিশালী করেছিল!" এই আগুনখোর নেতার আরও বক্তব্য, "যে দেশ দখলদারির শিকার, যারা পীড়ন-শোষণে জেরবার, তাদের আন্দোলনের পন্থা সীমিত হতে পারে না।" এটুকু বলেই তিনি শান্ত হননি। ভারতীয় ফৌজের উপর বিচ্ছিন্নতাবাদীদের পাথর ছোড়ার ঘটনাকেও উদ্বাহু সমর্থন করেছেন। তাঁর সোজাসাপটা মন্তব্য, নিরাপত্তারক্ষীরা যদি নিরীহ মানুষের উপর দমনপীড়ন চালায়, তবে পাথর ছোড়া হল স্বাভাবিক প্রতিক্রিয়া। এমনকী, ধর্মও একে সমর্থন করে।

English summary
geelani backs militant activities in kashmir against india
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X