For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দ্রুত করোনা প্রতিষেধকের খোঁজ না মিললে ২০২০-২১ অর্থবর্ষে ৭.৫ শতাংশ জিডিপি সঙ্কোচনের আশঙ্কা

দ্রুত করোনা প্রতিষেধকের খোঁজ না মিললে ২০২০-২১ অর্থবর্ষে ৭.৫ শতাংশ জিডিপি সঙ্কোচনের আশঙ্কা

  • |
Google Oneindia Bengali News

করোনা আবহে দেশের জিডিপি সঙ্কোচন নিয়ে গত সপ্তাহেই আশঙ্কা প্রকাশ করতে দেখা যায় কেন্দ্রের অর্থবিষয়ক কমিটির রিপোর্টে। ওই রিপোর্টেই বলা হয় ২০২০-২১ অর্থবর্ষে জিডিপি সঙ্কুচিত হতে চলেছে প্রায় ৪.৫%। এমতাবস্থায় একটি বিদেশি ব্রোকারেজ সংস্থার পক্ষ থেকে এই বিষয়ে আরও আশঙ্কাবাণী শোনানো হল। তাদের মতে বাজারে করোনা প্রতিষেধক আসতে আরও দেরি হলে ২০-২১ অর্থবর্ষে ভারতের জিডিপি ৭.৫ শতাংশ পর্যন্ত সঙ্কুচিত হতে পারে।

দ্রুত করোনা প্রতিষেধকের খোঁজ না মিললে ২০২০-২১ অর্থবর্ষে ৭.৫ শতাংশ জিডিপি সঙ্কোচনের আশঙ্কা

এর আগেও লকডাউন ও করোনা আবহের মাঝে জিডিপি সঙ্কোচনের পূর্বাভাস দেওয়া হয় আইএমএফের তরফেও। এদিকে করোনা সংক্রমণ ঠেকাতে একাধিক দেশে চলছে জোরদার গবেষণা। চলছে প্রতিষেধকের খোঁজ। আবিস্কারের জোরগোড়ায় গিয়েও শেষে ট্রায়ালে ব্যর্থ হচ্ছে অনেক প্রতিষেধকই। এমতাবস্থায় চলতি অর্থবর্ষে ভারতের জিডিপির সঙ্কোচন যে ৫ শতাংশ ছাড়িয়ে যেতে পারে সেই পূর্বাভাস আগেই দিয়েছিল একাধিক অর্থ বিষয়ক সংস্থা।

এবার ভারতের জিডিপির-র বেহাল অবস্থার কতা শোনাতে দেখা গেল ব্যাঙ্ক অফ আমেরিকা সিকিউরিটিসকে। পাশাপাশি এই সময় গোটা দেশেই রাজস্ব আদায়ের পরিমাণও যথেষ্ট কমবে বলে দাবি করা হয়েছে ওই সংস্থার তরফে। সূত্রের খবর, সম্প্রতি কেন্দ্রীয় অর্থমন্ত্রক কর্তৃক প্রকাশিত ওই রিপোর্টে বলা হয়েছে তলতি অর্থবর্ষে সরকারের রাজস্ব আদায়ের পরিমাণ কমবে প্রায় ৬৯ শতাংশ।

মুকুল-গড়ে তৃণমূলের 'হেভিওয়েট’ নেতার ইস্তফা! একুশের নির্বাচনের আগে জল্পনা তুঙ্গেমুকুল-গড়ে তৃণমূলের 'হেভিওয়েট’ নেতার ইস্তফা! একুশের নির্বাচনের আগে জল্পনা তুঙ্গে

English summary
Failure to find Corona antidote could lead to 8.5 per cent GDP contraction in 2020-21,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X