For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আরও তলানিতে নামবে জিডিপি বৃদ্ধির হার, সমীক্ষা বিশেষজ্ঞদের

প্রায় সব সূচকেই দেশের অর্থনীতির এবং বিনিয়োগের অবস্থা সঙ্গীন বলে ব্যাখ্যা করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

প্রায় সব সূচকেই দেশের অর্থনীতির এবং বিনিয়োগের অবস্থা সঙ্গীন বলে ব্যাখ্যা করা হয়েছে। এই অবস্থায় এপ্রিল থেকে জুন ত্রৈমাসিকে ভারতে জিডিপি হার অনেকটা কমতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এদিন জিডিপি সংক্রান্ত তথ্য পেশ করবে কেন্দ্র সরকার। বেশিরভাগ গবেষণা ফার্মই এবছরের বৃদ্ধিকে আগের করা বৃদ্ধির হারের ভবিষ্যদ্বাণী থেকে কমিয়ে দেখিয়েছে।

নানা সমীক্ষা

নানা সমীক্ষা

এর আগে বলা হয়েছিল ভারতের জিডিপি বৃদ্ধির হার ৭.৩ শতাংশ থাকবে। তবে সেটাকে কমিয়ে ৬.৭ শতাংশে নিয়ে আসা হয়েছে। চাহিদার ঘাটতি বৃদ্ধির হার কমে যাওয়ার পেছনে প্রধান কারণ বলে মনে করা হচ্ছে। এর পাশাপাশি বিলম্বিত বর্ষা এবং উৎপাদন শিল্পে ঘাটতির কারণে জিডিপি বৃদ্ধির হার কমছে।

কমবে হার

কমবে হার

এবার তা কমে ৫.৭ শতাংশে নেমে যেতে পারে বলেও একটি ফার্ম ভবিষ্যদ্বাণী করেছে। অন্যদিকে মুডিজের গবেষণা বলছে, ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৪ শতাংশ হবে। অন্যদিকে, গোল্ডম্যান স্যাক্স জানিয়েছে, অর্থনীতির এই অধঃপতন দেড় বছর ধরে চলবে।

কেন্দ্রের আশ্বাস

কেন্দ্রের আশ্বাস

গত ২৩ অগাস্ট কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সাংবাদিক বৈঠক করে অর্থনৈতিক সংস্কারের নানা পথ কেন্দ্র সরকার অবলম্বন করেছে বলে ঘোষণা করেছেন। অর্থনৈতিক সংস্কারের মধ্যে দিয়ে দেশের উন্নয়ন ত্বরান্বিত হবে বলেও তিনি দাবি করেন। যদিও অর্থনৈতিক মন্দার বাজার দেশের অর্থনীতিকে বেশ কিছুটা নিচে নামিয়ে নিয়ে গিয়েছে তাতে সন্দেহ নেই। এই অবস্থায় কেন্দ্র অর্থনীতির চেহারা পুনরুদ্ধারে কী ব্যবস্থা কেন্দ্র নেয় এখন সেটাই দেখার।

<strong>[আরও পড়ুন: বিজেপি নেতা চিন্ময়ানন্দের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনা যুবতীর খোঁজ রাজস্থানে]</strong>[আরও পড়ুন: বিজেপি নেতা চিন্ময়ানন্দের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ আনা যুবতীর খোঁজ রাজস্থানে]

English summary
GDP growth may slip to further low in April-June quarter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X