For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্ঞানব্যাপী মসজিদে সমীক্ষা চলবে, ১৭ মে-র মধ্যে দিতে হবে রিপোর্ট, নির্দেশ বারাণসীর আদালতের

জ্ঞানব্যাপী মসজিদে সমীক্ষা চলবে, ১৭ মে-র মধ্যে দিতে হবে রিপোর্ট, নির্দেশ বারাণসীর আদালতের

  • |
Google Oneindia Bengali News

গত সপ্তাহেই আদালতের নির্দেশ সত্ত্বেও স্থানীয় মুসলিমদের বিরোধিতায় জ্ঞানব্যাপী মসজিদের ভেতরে সমীক্ষা ও ভিডিগ্রাফি করতে পারেনি কোর্টের বিশেষ প্রতিনিধি দল! বৃহস্পতিবার বারাণসীর আদালত রায় ঘোষণা করেছে যে জ্ঞানব্যাপী মসজিদে সমীক্ষা অব্যাহত থাকবে এবং ১৭ মে-র মধ্যে একটি প্রতিবেদন জমা দিতে হবে। বারাণসীর জ্ঞানব্যাপী মসজিদের অভ্যন্তরে একটি সমীক্ষা করা যেতে পারে কিনা সেই আবেদনের শুনানির সময়, আদালত এই নির্দেশ দিয়েছে, যে বেসমেন্ট সহ পুরো এলাকাটি জরিপ করা হবে এবং ভিডিও করা হবে।

 নতুন টিম করে আবারও সমীক্ষার নির্দেশ আদালতের!

নতুন টিম করে আবারও সমীক্ষার নির্দেশ আদালতের!

বারাণসী আদালত, অজয় মিশ্রের সঙ্গে দ্বিতীয় কোর্ট কমিশনার বিশাল কুমার সিংকেও নিয়োগ করেছে এই সমীক্ষা চালানোর কাজে। স্থানীয় আদালত এর আগে সমীক্ষাকারী কর্তৃপক্ষকে ১০ মে এর মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সে সময় আবেদনকারীদের একজন সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, 'এই শুনানির জন্য আমরা সকাল থেকে অনশনে রয়েছি। আদালতের নির্দেশে আমরা খুব খুশি।'

কিন্তু কী নিয়ে সমস্যা?

কিন্তু কী নিয়ে সমস্যা?

গত শুক্রবার আদালত নিযুক্ত কমিটি মসজিদ কমপ্লেক্সের জরিপ গেলে তাদের ভিডিওগ্রাফি করতে বাধা দেয় স্থানীয় মসজিদ প্রশাসন এবং মুসলিম পুরুষদের একটি দল। সংবাদমাধ্যমের খবর, জ্ঞানব্যাপী মসজিদে জরিপ ও ভিডিওগ্রাফি অনুশীলন চালানোর সময় দুটি প্রাচীন সময়ে আঁকা স্বস্তিকের চিহ্ন দেখা যায়। এরপরই শনিবার বিক্ষোভের মধ্যে প্রশাসনের দ্বারা অনুশীলনটি বন্ধ করা দিতে বাধ্য হল বারাণসী আদালত কর্তৃক নিযুক্ত দলটি৷

স্থানীয় মুসলিমদের বিক্ষোভে এর আগে কাজ বন্ধ করে ফিরে গিয়েছিলেন সমীক্ষাকারী দল!

স্থানীয় মুসলিমদের বিক্ষোভে এর আগে কাজ বন্ধ করে ফিরে গিয়েছিলেন সমীক্ষাকারী দল!

কোর্ট কমিশনারের দলের ভিডিওগ্রাফাররা পরে একটি জাতীয় সংবাদমাধ্যমকে বলেছিলেন, 'তারা জরিপ পরিচালনা করার সময় মসজিদের বাইরে দেওয়ালে দুটি বিবর্ণ কিন্তু সুস্পষ্ট স্বস্তিকা দেখতে পেয়েছেন৷ স্বস্তিকগুলি সম্ভবত প্রাচীনকালে আঁকা হয়েছিল!' এই চিহ্ন সামনে আসার পরই মুসলিম পুরুষদের বিক্ষোভের কারণে আইনজীবীদের দল মসজিদের ভিতরে প্রবেশ করতে না পেরে কাজ বন্ধ করে ফিরে যান। গত শনিবার জ্ঞানব্যাপী মসজিদের বাইরে কিছু এলাকাতেওমভিডিওগ্রাফি এবং জরিপের কাজ বন্ধ করে দেওয়া হয়েছিল।

কী নিয়ে বিতর্ক?

কী নিয়ে বিতর্ক?

কিছুদিন আগে জ্ঞাণব্যাপী মসজিদের দেওয়ালের বাইরে হিন্দু দেবদেবীর মূর্তি পুজোর অনুমতি চেয়ে বারাণসী আদালতের দ্বারস্থ হয়েছিলেন দিল্লির পাঁচ মহিলা৷ আবেদনের ভিত্তিতে ভিডিওগ্রাফিক সমীক্ষার নির্দেশ দিয়েছিল বারাণসী আদালত! প্রতিদিন হিন্দু দেবদেবীর পূজা করতে চাওয়া জ্ঞানব্যাপী মসজিদের বাইরের দেয়ালের অংশটি বর্তমানে বছরে একবার নামাজের জন্য খোলা হয়। ১৮ এপ্রিল ২০২১-এ এই পাঁচ মহিলারা আদালতে আবেদনও করেছিলেন মসজিদের দেওয়ালে থাকা প্রতিমাগুলির কোনও ক্ষতি য়াতে না হয়!

তাজমহল ২২টি বন্ধ ঘর নিয়ে জনস্বার্থ মামলা , পিটিশনারকে তিরস্কার আদালতের তাজমহল ২২টি বন্ধ ঘর নিয়ে জনস্বার্থ মামলা , পিটিশনারকে তিরস্কার আদালতের

English summary
Gayanbapi mosque survey to be continue, report to be submitted by May 17, Varanasi court orders
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X