For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফ্যাবি- ফ্লু নিয়ে বিতর্কে কাটতে না কাটতেই করোনার রোগীদের নিয়ে আরও বড় সিদ্ধান্ত গম্ভীরের

দিল্লির হাজারো হাজারো মানুষ করোনা (coronavirus) আক্রান্ত হয়ে অক্সিজেনের (oxygen) জন্য খাবি খাচ্ছেন। যা জেরে গৌতম গম্ভীর শনিবার জানিয়েছেন, তিনি রবিবার সাধারণ মানুষের মধ্যে ২০০ অক্সিজেন কন্সেন্ট্রেটর বিলি করতে চান

Google Oneindia Bengali News

দিল্লির হাজারো হাজারো মানুষ করোনা (coronavirus) আক্রান্ত হয়ে অক্সিজেনের (oxygen) জন্য খাবি খাচ্ছেন। যা জেরে গৌতম গম্ভীর শনিবার জানিয়েছেন, তিনি রবিবার সাধারণ মানুষের মধ্যে ২০০ অক্সিজেন কন্সেন্ট্রেটর বিলি করতে চান। দিন কয়েক আগে অ্যান্টি ভাইরাল ড্রাগ ফেবিফ্লু নিয়ে দিল্লি হাইকোর্টের সমালোচনার মুখে পড়েছিলেন তিনি।

২০০ অক্সিজেন কন্সেন্ট্রেটর বিলি করবেন গম্ভীর

২০০ অক্সিজেন কন্সেন্ট্রেটর বিলি করবেন গম্ভীর

সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, পূর্ব দিল্লির বিজেপি সাংসদ গৌতম গম্ভীর জানিয়েছেন, তিনি ২০০ অক্সিজেন কন্সেন্ট্রেটরের জন্য অর্ডার দিয়েছেন। বিনামূল্যেই তা সাধারণ মানুষের মধ্যে বিলি করবেন বলে জানিয়েছেন। রবিবার থেকে এই কাজ শুরু করা হবে। এর জন্য সাধারণ মানুষকে চিকিৎসকের সার্টিফিকেট আনতে হবে। পাশাপাশি অক্সিজেন কন্সেন্ট্রেটরের প্রয়োজন, দেহের অক্সিজেনের মাত্রা এমন অবস্থায় আখতে হবে।

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের মোকাবিলা

করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের মোকাবিলা

পূর্ব দিল্লির বিজেপি সাংসদ জানিয়েছেন, করোনার বিরুদ্ধে যুদ্ধকে শক্তিশালী করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তাঁর অফিসের থেকে জারি করা বিবৃতিতে বলা হয়েছে, পূর্ব দিল্লির সাংসদ নিজের পকেট থেকে কন্সেন্ট্রেটরগুলি কিনতে পয়সা দিয়েছেন। যা স্বল্প কিংবা সামান্য উপসর্গযুক্ত রোগীদের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।

গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ

গম্ভীরের বিরুদ্ধে অভিযোগ

দিন কয়েক আগে নিজের কেন্দ্রের করোনা আক্রান্তদের মধ্যে অ্যান্টি ভাইরাল ফ্যাভি ফ্লু বিতরণ নিয়ে বিতর্ক ছড়ায়। তাঁর ঘোষণার পরেই বিরোধীরা অভিযোগ তোলে ফ্যাভি ফ্লু মজুত করছেন গম্ভীর। এই ওষুধ চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া পাওয়া যায় না। যা নিয়ে দিল্লি হাইকোর্ট প্রশ্ন তোলে এই ওষুধের জন্য কি গম্ভীরের কোনও লাইসেন্স আছে?

দায় এড়াচ্ছেন কেজরিওয়াল

দায় এড়াচ্ছেন কেজরিওয়াল

পূর্ব দিল্লির বিজেপি সাংদ বলেছিলেন, সাধারণ মানুষ যখন অক্সিজেন সিলিন্ডারের জন্য ছোটাছুটি করছেন, সেই সময় দিল্লির কেজরিওয়ালের সরকার দায়বদ্ধতা এড়িয়ে যাচ্ছেন। তিনি বলেছিলেন, যতটা পরাবেন তিনি করবেন।

English summary
vGautam Ghambhir says he will give 200 oxygen concentrators among people for free
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X