For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হবে ভারত, মোদী সরকারে আস্থা গৌতম আদানির

২০৩০ সালের মধ্যে বিশ্বের তৃতীয় অর্থনীতির দেশ হবে ভারত, মোদী সরকারে আস্থা গৌতম আদানির

Google Oneindia Bengali News

ভারতের অর্থনীতির দ্রুত বৃদ্ধি হচ্ছে। ২০৩০ সালে ভারত বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হবে বলে মনে করছেন আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান গৌতম আদানি। পাশাপাশি তিনি জানিয়েছেস, ২০৫০ সালের মধ্যে ভারত তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশে পরিণত হবে। এর আগে মার্কিন এক সংস্থা এই ধরনের সম্ভাবনার কথা তুলে ধরেছিল। মার্কিন সংস্থা জানায় ২০২৭ সালে বিশ্বে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ হিসেবে উঠে আসতে পারে।

২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত

২০৩০ সালের মধ্যে তৃতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ভারত

মুম্বইয়ে শনিবার ওয়ার্ল্ড কংগ্রেস অফ অ্যাকাউন্ট্যান্টস ২০২২-এ 'ইন্ডিয়াস পাথ টু অ্যান ইকোনমিক সুপার পাওয়ার' শিরোনামে বক্তব্য রাখতে গিয়ে গৌতম আদানি বলেন, আগামী তিন দশকের মধ্যে ভারত বিশ্বের অর্থনীতির অন্যতম চালিকা শক্তিতে পরিণত হবে। বক্তব্য রাখতে গিয়ে আদানি গোষ্ঠীর প্রতিষ্ঠাতা গৌতম আদানি বলেন, ২০০১ সালে ভারতে ইউনিকর্ন সংস্থাগুলোর বৃদ্ধি দ্রুত হচ্ছিল। অর্থাৎ ভারতে ১ বিলিয়নের বেশি মূলধনের ব্যক্তিগত স্টার্টআপ সংস্থাগুলো অর্থনৈতিক বৃদ্ধিগুলো চোখে পড়ার মতো ছিল। আদানি জানান, ২০২১ সালে ভারত বিশ্বে রিয়েল টাইম লেনদেন ব্যাপক পরিমাণে বেড়ে গিয়েছে। এই লেনদেনর পরিমাণ আমেরিকা, জার্মানি, ফ্রান্স কানাডার মিলিত লেনদেনের থেকে ছয় গুন বেশি। তিনি মনে করছেন, এগুলো ভারতে চতুর্থ শিল্প বিপ্লবের ভিত্তি স্থাপন করছে। আদানি বলেন, মানুষ আর মেশিন পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। মানুষের জীবনযাত্রার মানের উন্নতি হলে, শিল্পের উন্নতি হবে।

ভারতের ক্রমবর্ধমান জিডিপি

ভারতের ক্রমবর্ধমান জিডিপি

পুনর্নবীকরণযোগ্য শক্তি সম্পর্কে বলতে গিয়ে উচ্ছ্বসিত হয়ে পড়েন গৌতম আদানি। তিনি বলেন, সৌরশক্তি ও সবুজ শক্তির সংমিশ্রন তার সঙ্গে সবুজ হাইড্রোজেনের যোগ ভবিষ্যতে বিশাল সুযোগের কারণ হয়ে দাঁড়াবে। তিনি মনে করছেন, ২০৫০ সালে ভারত বিশ্বে সবুজ শক্তি রফতানিকারক প্রধান দেশ হিসেবে বিবেচিত হবেন। জিডিপির ক্রমাগত বৃদ্ধি সম্পর্কে বলতে গিয়ে আদানি বলেন, আমাদের প্রথম ট্রিলিয়নের অর্থনীতির দেশে পরিণত হতে ৫৮ বছর সময় লেগেছিল। পরবর্তী ট্রিলিয়ন পেতে ১২ বছর সময় লেগেছিল। ৩ ট্রিলিয়নের দেশের জন্য লেগেছে মাত্র পাঁচ বছর। তিনি আশা প্রকাশ করেন পরবর্তী কয়েক দশকের মধ্যে প্রতি ১২ থেকে ১৮ মাসে ভারতের অর্থনীতি ১ ট্রিলিয়ন করে বৃদ্ধি পাবে।

মোদী সরকারের প্রতি আস্থা

মোদী সরকারের প্রতি আস্থা

৩০ মিনিটের দীর্ঘ বক্তৃতায় গৌতম আদানি মোদী সরকারের প্রতি আস্থা প্রকাশ করেন। তিনি বিশ্বাস করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার ভারতীয় অর্থনীতিকে একটি বিশেষ জায়গায় পৌঁছে দেবে। তিনি এই প্রসঙ্গে বলতে গিয়ে জানান, ১৯৪৭ সালে একটি সমীক্ষায় বেশিরভাগ মানুষ মনে করেছিলেন, ভারতে গণতন্ত্র স্থায়ী হবে না। স্বাধীনতার ৭৫ বছর বুঝিয়ে দেয়, গণতন্ত্রের রোল মডেল ভারত। ভারতে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তর বিশ্বকে ভারতের গণতান্ত্রিক পরিবেশের বার্তা দেন। তিনি বলেন, '১০ বছর ধরে দেশে আমাদের সরকার রয়েছে সংখ্যাগরিষ্ঠভাবে। তার জেরেই ভারতের অর্থনৈতিক বৃদ্ধি এত দ্রুত হচ্ছে।'

IBPS SO Recruitment 2022: PNB সহ এই ১০ ব্যাঙ্কে চাকরি পাওয়ার দারুন সুযোগ! কীভাবে আবেদন রইল IBPS SO Recruitment 2022: PNB সহ এই ১০ ব্যাঙ্কে চাকরি পাওয়ার দারুন সুযোগ! কীভাবে আবেদন রইল

English summary
Gautam Adani claims that India will be world’s third largest economy by 2030
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X