For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গৌরী লঙ্কেশের খুনিরা চিহ্নিত, দাবি কর্নাটক সরকারের

গৌরী লঙ্কেশের খুনিদের চিহ্নিত করা সম্ভব হয়েছে, মঙ্গলবার এমনই দাবি করলেন কর্নাটকের গৃহমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি

  • By Soumik Bose
  • |
Google Oneindia Bengali News

গৌরী লঙ্কেশের খুনিদের চিহ্নিত করা সম্ভব হয়েছে। আপাতত তাদের বিরুদ্ধে আরও তথ্যপ্রমাণ যোগাড় করার চেষ্টা করা হচ্ছে। মঙ্গলবার এমনই দাবি করলেন কর্নাটকের গৃহমন্ত্রী রামালিঙ্গা রেড্ডি। অবশ্য এবিষয়ে এর বেশি কিছু বলতে চাননি তিনি।

গৌরী লঙ্কেশের খুনিরা চিহ্নিত, দাবি কর্নাটক সরকারের

রামালিঙ্গা রেড্ডি জানিয়েছেন, এসআইটি গৌরী লঙ্কেশ হত্যাকাণ্ডে খুবই গুরুত্বপূর্ণ কিছু সূত্র পেয়েছে। এমনকী তাঁর খুনিদেরও চিহ্নিত করা সম্ভব হয়েছে। তবে সংবাদমাধ্যমের কাছে এর থেকে বেশি কিছু খোলসা করে বলা যাবে না। কারণ তাতে তদন্ত প্রভাবিত হতে পারে বলেই মন্তব্য করেছেন তিনি। আপাতত অভিযুক্তদের বিরুদ্ধে তথ্যপ্রমাণ যোগাড় করা হচ্ছে। রামালিঙ্গা রেড্ডি জানিয়েছেন, দোষীদের গ্রেফতার করে তাদের বিরুদ্ধে চার্জশিট জমা দিলে সঙ্গে পোক্ত তথ্যপ্রমাণও দিতে হবে, নাহলে মামলাটাই নড়বড়ে হয়ে যাবে।

গোরী লঙ্কেশের বাড়ির সামনে থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ এই মামলায় অন্যতম প্রমাণ বলেই মনে করছে এসআইটি। , একজন ৩৪-৩৫ বছর ছিপছিপে চেহারার লোককে এই ফুটেজে দেখা যাচ্ছে। ফুলহাতা শার্ট পরিহিত ওই ব্যক্তি একটি বাইকে চেপে এসেছিল বলেই অনুমান। তাঁর মাথায় হেলমেট থাকায় মুখ দেখা যাচ্ছে না। এই ব্যক্তিই গৌরী লঙ্কেশকে গুলি করে বাইকে চেপে পালায় বলে অনুমান পুলিশের। ফুটেজে দেখা ব্যক্তির বুকে একটি আইকার্ডও ছিল বলে জানা গিয়েছে।

খুনিকে চিহ্নিত করার পাশাপাশি খুনের জন্য ব্যবহৃত বাইকটিরও খোঁজ চালাচ্ছে এসআইটি। এদিকে গৌরী লঙ্কেশের দেহে পাওয়া বুলেট ফরেনসিক পরীক্ষার জন্য স্কটল্যান্ড ইয়ার্ডে পাঠানো হয়েছে বলে সূত্রের খবর। তবে সেই রিপোর্ট এখনও আসেনি বলে পুলিশ সূত্রে খবর। সেই রিপোর্ট আসলেই বোঝা যাবে কালবুর্গি ও গৌরী লঙ্কেশকে হত্যায় ব্যবহৃত বুলেট একই কিনা।

English summary
The killers of Gauri Lankesh are identified, but no more detail can be given, says Karnataka Home minister Ramalinga Reddy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X