For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ছ’মাস পর দাম কমল রান্নার গ্যাসের, কতটা ফিরল স্বস্তি জেনে নিন এক ক্লিকে

ছ-মাস ধরে দাম বাড়ছে রান্নার গ্যাসের। এতদিন পর তা নিম্নমুখী হল। ভর্তুকিহীন ও ভর্তুকিযুক্ত গ্যাসের দাম এবার কমল অনেকটাই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন শুক্রবার বিবৃতি দিয়ে জানাল গ্যাসের দাম কমার কথা।

  • |
Google Oneindia Bengali News

ছ-মাস ধরে দাম বাড়ছে রান্নার গ্যাসের। এতদিন পর তা নিম্নমুখী হল। ভর্তুকিহীন ও ভর্তুকিযুক্ত গ্যাসের দাম এবার কমল অনেকটাই। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন শুক্রবার বিবৃতি দিয়ে জানাল গ্যাসের দাম কমার কথা। ভর্তুকিহীন গ্যাসের দাম কমছে ১৩৩ টাকা আর ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমছে সিলিন্ডার পিছু ৬.৫২ টাকা।

ছ’মাস পর দাম কমল রান্নার গ্যাসের, এক লাফে অনেকটাই! জেনে নিন এক ক্লিকে

ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিবৃতি দিয়ে জানিয়েছে, দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০৭.৪২ থেকে কমে হল ৫০০.৯০ টাকা। জুন থেকেই ভর্তুকিযুক্ত গ্যাসের দাম বাড়ছিল। ১ নভেম্বর গ্যাসের দাম বেড়েছিল সিলিন্ডার প্রতি ২.৯৪ টাকা।

একইভাবে দিল্লিতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হবে ৮০৯.৫০ টাকা। আইওসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমেছে, টাকার দামেও উন্নতি ঘটেছে। সেই কারণেই কমল গ্যাস সিলিন্ডারের দাম। ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন এই বিবৃতি প্রকাশের পর স্বাভাবিকভাবেই স্বস্তি ফিরছে হেঁসেলে।

কেন্দ্রীয় সরকার মোট ১২টি সিলিন্ডারে ভর্তুকি দেয়। ভর্তুকির অঙ্ক উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পৌঁছে যায়। নভেম্বরে ভর্তুকি ঢুকেছে ৪৩৩.৬৬ টাকা। ডিসেম্বরে ৩০৮.৬০ টাকা ভর্তুকি পাবেন উপভোক্তারা।

English summary
Gas cylinder rate is fall after six month’s hiking. Non subsidized gas cylinder fall by 133 rupees and subsidized gas cylinder fall by 6.52 rupees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X