For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বর্ষশেষে বড় ‘উপহার’ মোদী সরকারের, নতুন বছরের পয়লা থেকেই কমছে গ্যাসের দাম

এক মাসের ব্যবধানে ফের কমল রান্নার গ্যাসের দাম। ডিসেম্বরের একেবারে শেষে নতুন বর্ষের উপহার পেলেন মধ্যবিত্তরা। ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন গ্যাসের দাম এক লাফে অনেকটাই কমল।

Google Oneindia Bengali News

এক মাসের ব্যবধানে ফের কমল রান্নার গ্যাসের দাম। ডিসেম্বরের একেবারে শেষে নতুন বর্ষের উপহার পেলেন মধ্যবিত্তরা। ভর্তুকিযুক্ত ও ভর্তুকিহীন গ্যাসের দাম এক লাফে অনেকটাই কমল। বছরের শেষ দিনে মোদী সরকারের ঘোষণা ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমছে সিলিন্ডার পিছু ৫.৯১ টাকা। আর ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমছে ১২০ টাকা ৫০ পয়সা।

বর্ষশেষে ‘উপহার’ মোদী সরকারের, নতুন বছরের পয়লা থেকেই কমছে গ্যাসের দাম

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সোমবার মধ্যরাত থেকে অর্থাৎ ১ জানুয়ারি থেকেই এই নয়া দাম কার্যকর হবে। ২০১৮ সালে গ্যাসের মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছিল মধ্যবিত্তের। নভেম্বরের আগে বাড়তে বাড়তে ৯০০ টাকার অতিক্রম করে গিয়েছিল গ্যাসের দাম। এই মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করতে শুরু করেছিল বিরোধীরা।

২০১৯ লোকসভা ভোট সামনেই। তার আগে বিরোধীদের তূণ থেকে অস্ত্র কেড়ে নিতেই এই প্রয়াস সরকারের। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। গ্যাসের এই মূল্যহ্রাস প্রসঙ্গে আইওসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কমছে, টাকার দামেও উন্নতি ঘটেছে। সেই কারণেই সিলিন্ডারের দাম কমল।

শাসক দল এই রান্নার গ্যাসের মূল্যহ্রাসকে লোকসভার আগে মাস্টারস্ট্রোক বলে মনে করছে। বিরোধীরা মূল্যবৃদ্ধিকে হাতিয়ার করতে শুরু করেছিল। সেই অস্ত্র কেড়ে নেওয়া হলেও, বিরোধীরা মনে করছেন, মোদী সরকার যেভাবে মধ্যবিত্তের রাতের ঘুম কেড়ে নিয়েছিল, তা এত সহজে ভুলে যাবেন না মানুষ।

এর আগে ছ-মাস ধরে দাম বাড়ার পর রান্নার গ্যাসের প্রথমবার দাম কমে নভেম্বরে। গত মাসে ভর্তুকিহীন গ্যাসের দাম কমেছিল ১৩৩ টাকা আর ভর্তুকিযুক্ত গ্যাসের দাম কমছে সিলিন্ডার পিছু ৬.৫২ টাকা। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বিবৃতি দিয়ে জানিয়েছে, দিল্লিতে ১৪.২ কেজি রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম ৫০৭.৪২ থেকে কমে হল ৫০০.৯০ টাকা। একইভাবে দিল্লিতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হবে ৮০৯.৫০ টাকা।

এবার দাম কমায় দিল্লিতে ভর্তুকিযুক্ত গ্যাস সিলিন্ডারের দাম হবে ৪৯৪.৯৯ টাকা। আর দিল্লিতে ভর্তুকিহীন সিলিন্ডারের দাম হবে ৬৮৯ টাকা।

English summary
Gas cylinder price is reduced again from New Year 2019. Non subsidized gas cylinder fall by 120.50 rupees and subsidized gas cylinder fall by 5.91 rupees
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X