For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গ্যাস বুকিং এবার থেকে হোয়াটস অ্যাপেও সম্ভব! বিপিসিএল এর নয়া নিয়ম সম্পর্কে জানুন

  • |
Google Oneindia Bengali News

লকডাউনে একাধিক বিষয়ের ওপর বিধি নিষেধ রয়েছে। বহু ক্ষেত্রেই রাস্তায় বেরিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ। এদিকে করোনার জেরে রীতিমতো আশঙ্কা , আতঙ্ক দিন কাটছে জনসাধারণের। এমন পরিস্থিতিতে ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন গ্রাহকদের জন্য একটি সুবিধা এনে দিয়েছেন।

'গ্রাহক বন্ধু' উদ্যোগ

'গ্রাহক বন্ধু' উদ্যোগ

বিশ্বের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়াত্ত তৈল বিপণণ সংসস্থা ভারত গ্যাস জানিয়েছে, এখন থেকে গ্রাহকরা ভারত গ্যাস বুকিং এর ক্ষেত্রে বিশেষ সুবিধা পাবেন। তাঁরা হোয়াটস অ্যাপেই বুক করতে পারবেন ভারত গ্যাস।

 দেওয়া হল স্মার্ট নম্বর

দেওয়া হল স্মার্ট নম্বর

১৮০০২২৪৩৪৪ নম্বরে হোয়াটস অ্যাপে বুক করা যাবে ভারত গ্যাস। এমনই তথ্য মঙ্গলবার জানিয়েছে সংস্থা। গ্রাহকদের যে নম্বর নথিভুক্ত রয়েছে তা থেকেই এই হোয়াটস অ্যাপ নম্বরে গ্যাস বুকিং হবে।

লকডাউন ও গ্যাস বুকিং

লকডাউন ও গ্যাস বুকিং

দেখা গিয়েছে, লকডাউনের প্রথম পর্যায়ের দিকে, ভারতে গ্যাস বুকিং এর প্রবণতা চরমে ছিল। সেই সময় পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি গ্যাস বুকিং হয়েছে। এমন অবস্থায় এই সুবিধা আসায় গ্রাহকদের কাছে স্বস্তি ফিরেছে।

 কীভাবে করা যাবে বুকিং

কীভাবে করা যাবে বুকিং

হোয়াটস অ্যাপ মারফৎ গ্যাস বুকিং করলে, ডেবিট বা ক্রেডিট কার্ড থেকে তা করতে হবে। এছাড়াও ইউপিআই দ্বারাও তা সম্ভব। এতে অনলাইন লিঙ্ক হবে। পাশাপাশি গ্রাহকরা কনফার্মেশন মেসেজ পাবেন।


চিন-মার্কিন সংঘাতের আবহ এই সপ্তাহান্তেই কি যুদ্ধ! চিনের হুঙ্কারের পর 'অ্যাকশন'-র হুঁশিয়ারি ট্রাম্পেরচিন-মার্কিন সংঘাতের আবহ এই সপ্তাহান্তেই কি যুদ্ধ! চিনের হুঙ্কারের পর 'অ্যাকশন'-র হুঁশিয়ারি ট্রাম্পের

English summary
Gas Booking in whats App, know bharat petroleum's new procedure
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X