For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'গর্ভ সংস্কার' নামের ডিপ্লোমা কোর্স চালু বিশ্ববিদ্যালয়ে! কোথায় ঘটছে এমন

'গর্ভ সংস্কার' নামের ডিপ্লোমা কোর্স চালু বিশ্ববিদ্যালয়ে! কোথায় ঘটছে এমন

  • |
Google Oneindia Bengali News

গর্ভাবস্থায় একজন মহিলার কেমন পোশাক পরা উচিত, গর্ভাবস্থায় একজন মহিলা কী কী করতে পারেন, এমন বিভিন্ন ধরনের বিষয়বস্তু নিয়ে চালু হতে চলেছে গর্ভসংস্কার কোর্স। এমন কোর্সে ডিপ্লোমা এবারই শুরু করলে বিজেপি শাসিত যোগী রাজ্যের এক বিশ্ববিদ্যালয়।

গর্ভ সংস্কার নামের ডিপ্লোমা কোর্স চালু বিশ্ববিদ্যালয়ে! কোথায় ঘটছে এমন

লখনউ বিশ্ববিদ্যালয়ই দেশের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান যেখাবে গর্ভ সংস্কার নিয়ে বিশেষ কোর্স চালু হচ্ছে। কিভাবে একজন গর্ভবতী মহিলার চলাফেরা করা উচিত, তাঁর কী কী খাওয়া উচিত, কোন ধরনের গান গর্ভাবস্থায় শিশু থাকলে শোনা উচিত একজন মায়ের, তা নিয়ে বিভিন্ন বিষয়ে শিক্ষা দেবে এই কোর্স। এমন কোর্সে ডিপ্লোমা ডিগ্রি আপাতত দেওয়া শুরু হয়েছে।

যাতে মহিলারা গর্ভাবস্থা নিয়ে সতর্ক হতে পারেন, তার জন্যই এমন কোর্সের ভাবনাচিন্তা বলে জানিয়েছেন উত্তরপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পট্যেল। অন্যদিকে, শুধু মহিলারাই নন, পুরুষরাও এই কোর্সের আওতায় পড়াশোনা করতে পারবেন বলে জানানো হয়েছে। এমন কোর্স রাজ্যের নারী কল্যাণে সাহায্য করবে বলেও মত বহু শিক্ষাবিদের।

English summary
Garbha Sanskar course started in Uttar pradesh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X