For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ব্যবধান বাড়ছে 'দুই' ভারতের, ধ্বংস করেছেন 'মেড ইন ইন্ডিয়া'কে! সংসদে মোদীকে নিশানায় বিস্ফোরক রাহুল

ভারতের (India) মধ্যে রয়েছে দুটি স্বতন্ত্র ভারত। একটি ধনীদের (rich) এবং অপরটি গরিবদের (poor) জন্য। এই দুয়ের ব্যবধান ক্রমশ বাড়ছে। বাজেট নিয়ে সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্কে এমনটাই মন্তব্য প্রাক্তন কংগ্রেস (Congress)

  • |
Google Oneindia Bengali News

ভারতের (India) মধ্যে রয়েছে দুটি স্বতন্ত্র ভারত। একটি ধনীদের (rich) এবং অপরটি গরিবদের (poor) জন্য। এই দুয়ের ব্যবধান ক্রমশ বাড়ছে। বাজেট নিয়ে সংসদে রাষ্ট্রপতির ভাষণ নিয়ে বিতর্কে এমনটাই মন্তব্য প্রাক্তন কংগ্রেস (Congress) সভাপতি রাহুল গান্ধীর (Rahul Gandhi)। প্রধানমন্ত্রী মোদীকেও (Narendra Modi) নিশানা করেছেন তিনি।

 দুই ভারতের ব্যবধান বাড়ছে

দুই ভারতের ব্যবধান বাড়ছে

সংসদে রাষ্ট্রপতির ভাষণের জবাবি ভাষণ দিতে গিয়ে রাহুল গান্ধী বলেন, তিনি ভাষণে কী বলেন নি? রাহুল গান্ধী বলেন, একটি নয় দুটি ভারত রয়েছে। একটি হল অত্যন্ত ধনী ব্যক্তিদের জন্য, যাঁদের প্রচুর সম্পদ রয়েছে। তাঁদের চাকরির প্রয়োজন নেই। অন্যটি গরিবদের জন্য। রাহুল বলেন চেতনা জাগানো মানেই সমালোচনা নয়। তিনি বলেন, রাষ্ট্রপতির ভাষণে বিহারের কথা আসেনি। ভাষণে বেকারত্ব নিয়ে কোনও কথা ছিল না। ভারতের যুবকরা চাকরি চাইছে, যা এই সরকার দিতে পারেনি। রাহুল গান্ধী বলেন, ২০২১-এ ৩ কোটি মানুষ চাকরি হারিয়েছে। ওই বছরেই দেশে বেকারত্ব ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ বলেও মন্তব্য করেন তিনি। রাহুল বলেছেন, দেশের সব থেকে ধনী ১০০ জনের কাছে ৫৫ কোটি মানুষের সম্পত্তি রয়েছে। দুই ভারতে খুব শিগগির এক করার কাজ শুরু করুন, বলেছেন রাহুল।

মেড ইন ইন্ডিয়া ধ্বংস করেছেন

মেড ইন ইন্ডিয়া ধ্বংস করেছেন

রাহুল গান্ধী এর পরেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন। তিনি বলেন, আপনি মেড ইন ইন্ডিয়া, মেড ইন ইন্ডিয়া বলে থাকেন। মেড ইন ইন্ডিয়ার আর সম্ভব নয়। আপনিই মেড ইন ইন্ডিয়া ধ্বংস করে দিয়েছেন বলে অভিযোগ করেন রাহুল। ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে সমর্থনা না করে মেড ইন ইন্ডিয়া সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। রাহুল গান্ধী বলেন, একমাত্র ছোট ও মাঝারি শিল্পই চাকরি তৈরি করতে পারে।

 ইউপিএ সরকার যা পেরেছিল

ইউপিএ সরকার যা পেরেছিল

রাহুল গান্ধী দাবি করেছেন, ইউপিএ সরকার দেশের ২৩ কোটি মানুষকে দারিদ্র থেকে বের করে আনতে পেরেছিল। কিন্তু বিজেপির আমলে সেইসব মানুষই দারিদ্রতায় ফিরে গিয়েছে। একদিকে যেমন কোভিডের সময় সরকার কোনও সাহায্য করেনি, অন্যদিকে নেটবন্দি এবং ভুল ভাবে জিএসটির প্রয়োগ হয়েছে। ৮৪% মানুষ আরও দরিদ্র হয়ে পড়েছে বলে অভিযোগ করেন রাহুল।

সব অর্থ নির্বাচিত কয়েকজনের কাছে

সব অর্থ নির্বাচিত কয়েকজনের কাছে

রাহুল গান্ধী অভিযোগ করেছেন ভারতের সব বন্দর, বিমানবন্দর, খনি, গ্যাস বিতরণ করা হয়েছে আদানিকে। অন্যদিকে অম্বানিও রয়েছেন। সব অর্থ নির্বাচিত কয়েকজনের কাছে যাচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি। যাঁরা আপনাকে টিভি আর হোয়াটসঅ্যাপে রাখে তাঁদেরকেই সব কিছু দিয়ে দিচ্ছেন। কিন্তু দেশের সংবিধানে সবাইকে মর্যাদা দেওয়ার কথা বলা হয়েছে।
রাহুল বলেছেন, সরকার জনগণের কথা শুনছে না। দেশে শাহেনশাহ ভাবনা ফিরে এসেছে।

Union Budget 2022: নির্মলা সীতারমনের বাজেটে বেতনভুক কর্মীদের সাশ্রয় হবে ৪৮০০ টাকা, কিন্তু কীভাবেUnion Budget 2022: নির্মলা সীতারমনের বাজেটে বেতনভুক কর্মীদের সাশ্রয় হবে ৪৮০০ টাকা, কিন্তু কীভাবে

English summary
Gap between rich and poor increasing in India, Congress's Rahul Gandhi targets Modi Govt
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X