For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের মাঝে ব্যবধানের মেয়াদ নিয়ে বড় নির্দেশ মোদী সরকারের

  • |
Google Oneindia Bengali News

দেশে করোনার প্রকোপ প্রবলভাবে বাড়তে শুরু করে দিয়েছে বিভিন্ন রাজ্যে। ক্রমেই পরিস্থিতি উদ্বেগজনক হচ্ছে মহারাষ্ট্র , পাঞ্জাবের মতো জায়গায়। এদিকে, গত ১৬ জানুয়ারি থেকে দেশে ভ্যাকসিনেশন শুরু হয়েছে। সেই জায়গায় এমনভাবে কোভিডের সংখ্যাবৃদ্ধি রীতিমতো উদ্বেগে রেখেছে দেশকে। এমতাবস্থায় কেন্দ্রীয় সরকার এবার জানিয়ে দিল যে কোভিশিল্ড ভ্যাকসিনের দুটি ডোজের মধ্যে ব্যবধান কত হতে হবে।

কেন্দ্রীয় সরকার কী বলছে?

কেন্দ্রীয় সরকার কী বলছে?

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে আপাতত রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে বড় নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। জানানো হয়েছে, ৪ সপ্তাহের ব্যবধান বাড়িয়ে ৬ থেকে ৮ সপ্তাহের ব্যবধান করতে হবে কোভিশিল্ড গ্রাহকদের ক্ষেত্রে। বর্তমানে ন্যূনতম ২৮ দিনের ব্যবধানে কোভিশিল্ড দেওয়া হচ্ছিল। তবে এবার কেন্দ্র সেই মেয়াদকে বাড়িয়ে দেওয়ার নির্দেশ দিয়েছে।

 নয়া রেকমেন্ডেশন কী বলছে?

নয়া রেকমেন্ডেশন কী বলছে?

কেন্দ্রের তরফে নয়া রেকমেন্ডেশন অনুযায়ী, যদি কোভিশিল্ডের দুটি ডোজের মধ্যে ব্যবধান ২৮ দিনের বেশি হয়, তাহলে রোগ প্রতিরোধ ক্ষমতা আরও বাড়বে। এই মর্মে 'ন্যাশনাল টেকনিক্যাল গ্রুপ অফ ইমিউনাইজেশন' একটি রেকমেন্ডেশন দিয়েছে , সেটিকেই তুলে ধরেছে সরকার।

 কোভ্যাক্সিনের ক্ষেত্রে কী নিয়ম?

কোভ্যাক্সিনের ক্ষেত্রে কী নিয়ম?

এদিকে, কোভ্যাকসিনের ক্ষেত্রে নিয়ম একই রয়েছে। ফলে যাঁরা ভ্যাকসিন হিসাবে কোভ্যাকসিন নিয়েছেন তাঁদারে ডোজের মধ্যে ব্যবধান ন্যূনতম ৪ সপ্তাহ থাকছে। তবে কোভিশিল্ড গ্রাহকদের জন্য নিয়মে বদল আনার কথা বলা হয়েছে।

English summary
Gap between Covishield vaccine doses should be to 6-8 weeks says Centre to states
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X