For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অমর চিত্র কথায় প্রথম জীবন্ত কিংবদন্তী নায়ক হতে পারেন মহারাজ

Google Oneindia Bengali News

অমর চিত্র কথায় প্রথম জীবন্ত কিংবদন্তী নায়ক হতে পারেন মহারাজ
কলকাতা, ২৯ জানুয়ারি : খেলার মাঠে ব্যাটে বা কখনও বল হাতে দাপিয়ে বেড়িয়েছেন। ছোট পর্দায় সঞ্চালকের ভূমিকায়ও হিট মহারাজ। এবার টিভি ও খবরের কাগজের পাতা ছেড়ে 'অমর চিত্র কথা' কমিক-এর পাতায় ছোটদের হিরো হয়ে উঠবেন বাঙালি 'দাদা' সৌরভ গঙ্গোপাধ্যায়।

অমর চিত্র কথা ভারতের বৃহত্তম বিক্রি হওয়া কমিক বই। ২০টি ভারতীয় ভাযায় কাশিত হয় এই কমিক বইটি। ইন্ডিয়ান বুক হাউস ছোটদের জন্য ইতিহাস, পুরাণ, লোকাচার বিদ্যা, নানা আখ্যান কমিক বই আকারে প্রকাশিত করছে ১৯৬৭ সাল থেকে।

কিন্তু এবার নিজেদের নীতি বদলাতে চলেছে অমর চিত্র কথার প্রকাশকরা। আধুনিক যুগের শিশুদের জন্য এবার জীবন্ত কিংবদন্তীদের এই জনপ্রিয় কমিক বইয়ে অন্তর্ভূক্ত করার সিদ্ধান্ত নিলেন তারা। এই নতুন চিন্তার ইনিংস শুরু করতে প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায়কেই বেছে নিয়েছেন প্রকাশকরা।

পরিকল্পনা রয়েছে এবং সৌরভ গঙ্গোপাধ্যায়ের সমস্ত সংস্করণ অ্যানিমেশন ফর্মায় টেলিভিশন, সিনেমা, মোবাইল ও অনলাইনেও প্রকাশ করা হবে। প্রকাশ করা হবে গেমিং ফর্মাতেও।

সৌরভ গঙ্গোপাধ্যায়ের উপর কয়েক খণ্ড বানাতে চাইছেন প্রকাশকরা। এই কিংবদন্তী খেলোয়াড় সম্পর্কে ছোটদের পরিচিত করাই তাদের লক্ষ্য বলে প্রকাশকদের তরফে জানানো হয়েছে। অমর চিত্র কথা-এ সৌরভ গঙ্গোপাধ্যায়ই প্রথম জীবন্ত কিংবদন্তী হিসাবে চিত্রিত হবেন বলেও প্রকাশকদের তরফে জানানো হয়েছে।

English summary
Ganguly may be first living hero of Amar Chitra Katha
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X