জেলের মধ্যেই মহা ধূমধামে গ্যাংস্টারের বিয়ে
খুনের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্ত এক আসামির মহা ধূমধামে বিয়ে হল জেল চত্বরেই। শুক্রবার ২০১৬ সালে ইয়াসির হত্যা মামলায় জড়িত গগিগা খান গ্যাংয়ের অন্যতম প্রধান সদস্য মোহাম্মদ ওয়াসিমের পরিণয় সম্পন্ন হলো নাভা জেল চত্বরেই। সূত্রের খবর, পাঞ্জাবের নাভা কেন্দ্রীয় সংশোধনাগারের অভ্যন্তরে এটি দ্বিতীয় বিয়ের ঘটনা।

বর ও কনে উভয়ের পরিবারের পক্ষ থেকে মোট আট জন সদস্যকে এই বিবাহ অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা যায়। যদিও এর আগে ওয়াসিম তার বিয়ের জন্য বিশেষ প্যারোলের আবেদন করলে তা বাতিল করে দেয় আদালত। হত্যার পাশাপাশি ওয়াসিমের বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। সেই সমস্ত কিছুকে সামনে এনে পুলিশ এর আগে ওয়াসিমের বিশেষ প্যারোল বাতিলের জন্য আদালতেরও দ্বারস্থ হয়।
এরপর ওয়াসিমের আইনজীবী জেল চত্বরেই তার বিয়ের জন্য আদালতের কাছে অনুমতি চান। আদালতের সবুজ সংকেত মেলার পর নিরাপত্তার কড়াকড়ির মধ্যেই কারাগারের অভ্যন্তরেই ওয়াসিমের বিবাহানুষ্ঠান সম্পন্ন হয়। এরপর শুক্রবার সকাল ৯ টায় মুসলিম রীতি নীতি মেনে সমগ্র বিবাহ প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে নাভা কারাগারে যাবজ্জীবন কারাদণ্ডে থাকা গ্যাংস্টার মনদীপ সিংহকে হাইকোর্টের অনুমতি নিয়ে জেল চত্বরের অভ্যন্তরেই বিবাহবন্ধনে আবদ্ধ হতে দেখা যায়।